IPL 2022 CSK Fixtures: এক নজরে দেখুন আইপিএল-১৫-তে সিএসকের সূচি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 07, 2022 | 9:14 PM

এ বারের আইপিএলের গ্রুপ পর্বে সিএসকে খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে সিএসকের গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি....

IPL 2022 CSK Fixtures: এক নজরে দেখুন আইপিএল-১৫-তে সিএসকের সূচি
IPL 2022 CSK Fixtures: এক নজরে দেখুন আইপিএল-১৫-তে সিএসকের সূচি

Follow Us

চেন্নাই: একাধিক আইপিএলপ্রেমীদের কানে এখন থেকেই বিউগল বাজা শুরু হয়ে গিয়েছে। সুরাটে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এ বারের আইপিএলের (IPL) প্রথম ম্যাচেই শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে ধোনির চেন্নাই। চার বারের আইপিএলজয়ী দল, এ বারও নিজেদের দাপট বজায় রাখার জন্য় লড়বে পুরো টুর্নামেন্টে।

এ বারের আইপিএলের গ্রুপ পর্বে সিএসকে খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে সিএসকের গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি….

২৬ মার্চ- সিএসকে বনাম কলকাতা নাইট রাইডার্স, (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৩১ মার্চ- সিএসকে বনাম লখনউ সুপার জায়ান্টস, (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৩ এপ্রিল- সিএসকে বনাম পঞ্জাব কিংস, (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৯ এপ্রিল- সিএসকে বনাম সানরাইজার্স হায়দরাবাদ, (ডিওয়াই পাতিল, বিকেল ৩টে ৩০মিনিট)

১২ এপ্রিল- সিএসকে বনাম আরসিবি, (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৭ এপ্রিল- সিএসকে বনাম গুজরাট টাইটান্স, (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২১ এপ্রিল- সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স, (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২৫ এপ্রিল- সিএসকে বনাম পঞ্জাব কিংস, (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১ মে- সিএসকে বনাম সানরাইজার্স হায়দরাবাদ, (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৪ মে- সিএসকে বনাম আরসিবি, (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৮ মে- সিএসকে বনাম দিল্লি ক্যাপিটালস, (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১২ মে- সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স, (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৫ মে- সিএসকে বনাম গুজরাট টাইটানস, (ওয়াংখেড়ে, বিকেল ৩টে ৩০মিনিট)

২০ মে- সিএসকে বনাম রাজস্থান রয়্যালস, (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ৪ ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল সিএসকে। নিলামশেষে ২৫ জনের দল গড়েছে চেন্নাই।

সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।

আরও পড়ুন: IPL 2022 KKR Fixtures: এক নজরে দেখে নিন আসন্ন আইপিএলে কেকেআরের সূচি

আরও পড়ুন: Ravindra Jadeja: ছবিতে দেখুন জাডেজার সেরা ৫ অল-রাউন্ড পারফরম্যান্স

আরও পড়ুন: Hardik Pandya: নির্বাচকদের হুঁশিয়ারির পর এনসিএর ফিটনেস ক্যাম্পে যোগ দিচ্ছেন হার্দিক

Next Article