কলকাতা: দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL)। নতুন রুপে এ বারের আইপিএল শুরু হতে চলেছে ২৬ মার্চ। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই খেলবে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবং আইপিএলের উদ্বোধনী ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ হতে চলেছে গত বারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এ বার নাইটদের নেতৃত্ব দেবেন দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়ার। আইপিএলের মেগা নিলাম থেকে শ্রেয়সকেই সব থেকে বেশি টাকা দিয়ে কিনেছে কেকেআর। ১২ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে দলে নিয়ে ক্যাপ্টেন্সির গুরুদায়িত্ব দিয়েছে কেকেআর শিবির।
এ বারের আইপিএলের গ্রুপ পর্বে কেকেআর খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে কেকেআরের গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি….
১. ২৬ মার্চ: কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস (ওয়াংখেড়ে স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২. ৩০ মার্চ : কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ডিওয়াই পাতিল স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৩. ১ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস (ওয়াংখেড়ে স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৪. ৬ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (এমসিএ স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৫. ১০ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস (ব্র্যাবোর্ন স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৬. ১৫ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (ব্র্যাবোর্ন স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৭. ১৮ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (ব্র্যাবোর্ন স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৮. ২৩ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্স (ডিওয়াই পাতিল স্টেডিয়াম, বিকেল ৩টে ৩০মিনিট)
৯. ২৮ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস (ওয়াংখেড়ে স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১০. ২ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস (ওয়াংখেড়ে স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১১. ৭ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস (এমসিএ স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১২. ৯ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ডিওয়াই পাতিল স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৩. ১৪ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (এমসিএ স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৪. ১৮ মে: কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস (ডিওয়াই পাতিল স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ৪ ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল কেকেআর। নিলামশেষে ২৩ জনের দল গড়েছে নাইটরা।
কেকেআর স্কোয়াড: আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, প্যাট কামিন্স, শিবম মাভি, শেল্ডন জ্যাকসন, অজিঙ্ক রাহানে, রিংকু সিং, রশিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, অভিজিৎ তোমর, প্রথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, অ্যালেক্স হেলস, টিম সাউদি, রমেশ কুমার, উমেশ যাদব, আমন খান।