রাজস্থান: ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আত্মপ্রকাশ হয়েছিল। টুর্নামেন্টের প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। তার পর থেকে আর এক বারও কাপের স্বাদ পায়নি পিঙ্ক আর্মি। গত বার লিগ টেবলের ৭ নম্বরে ছিল সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল। বেশ কয়েকটি ম্যাচে অধিনায়ক সঞ্জু দুরন্ত পারফর্ম করার সত্ত্বেও জয়ের দেখা পায়নি দল। তবে সে সব নিয়ে এখন আর মাথা ঘামাতে রাজি নয় গোলাপি শহরের দল। নতুন মরসুমে নতুন লক্ষ্য নিয়ে কাপ জয়ের লক্ষ্যে নামার জন্য তৈরি রাজস্থান। এ বারের আইপিএলের (IPL) চতুর্থ দিন এমসিএ স্টেডিয়ামে রাজস্থানের প্রথম ম্যাচ। এবং প্রথম ম্যাচে সঞ্জুদের প্রতিপক্ষ কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ।
এ বারের আইপিএলের গ্রুপ পর্বে রাজস্থান রয়্যালস খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে রাজস্থানের গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি….
২৯ মার্চ – বনাম সানরাইজার্স হায়দরাবাদ (এমসি, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২ এপ্রিল – বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ডিওয়াই পাতিল, বিকেল ৩টে ৩০ মিনিট)
৫ এপ্রিল – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১০ এপ্রিল – বনাম লখনউ সুপার জায়ান্টস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৪ এপ্রিল – বনাম গুজরাত টাইটান্স (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৮ এপ্রিল – বনাম কলকাতা নাইট রাইডার্স (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২২ এপ্রিল – বনাম দিল্লি ক্যাপিটালস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২৬ এপ্রিল – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৩০ এপ্রিল – বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২ মে – বনাম কলকাতা নাইট রাইডার্স (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
৭ মে – বনাম পঞ্জাব কিংস (ওয়াংখেড়ে, বিকেল ৩টে ৩০ মিনিট)
১১ মে – বনাম দিল্লি ক্যাপিটালস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
১৫ মে – বনাম লখনউ সুপার জায়ান্টস (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
২০ মে – বনাম চেন্নাই সুপার কিংস (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)
আইপিএল ২০২২ মেগা নিলামের আগে তিন ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল পিঙ্ক আর্মি। নিলাম শেষে ২৩ জনের দল গড়েছে টিম রাজস্থান।
রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।