IPL 2022 SRH Fixtures: এক নজরে দেখুন আইপিএল-১৫-তে হায়দরাবাদের সূচি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 10, 2022 | 6:50 PM

এ বারের আইপিএলের গ্রুপ পর্বে সানরাইজার্স হায়দরাবাদ খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে হায়দরাবাদের গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি....

IPL 2022 SRH Fixtures: এক নজরে দেখুন আইপিএল-১৫-তে হায়দরাবাদের সূচি
সানরাইজার্স হায়দরাবাদ

Follow Us

হায়দরাবাদ: নিজামের শহরের দলের গত আইপিএলটা (IPL) মোটেও ভালো যায়নি। লিগ টেবলের সব থেকে নীচে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। মরসুমের মাঝপথে ডেভিড ওয়ার্নারের জায়গায় ক্যাপ্টেন্সির ব্যাটন তুলে দেওয়া হয়েছিল কেন উইলিয়ামসনের কাঁধে। কিন্তু কিউয়ি নেতা দলকে উদ্ধার করতে পারেননি। তবে সে সব এখন অতীত। ব্যর্থতার ধারা বদলাতে চায় অরেঞ্জ আর্মি। যদিও মেগা নিলাম থেকে কোনও মার্কি প্লেয়ার তুলতে পারেনি হায়দরাবাদ। কিন্তু যা দল গড়া হয়েছে তা দিয়েই নতুন ভাবে শুরু করতে চাইছেন উইলিয়ামসনরা। এ বারের টুর্নামেন্টে হায়দরাবাদের প্রথম প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস।

এ বারের আইপিএলের গ্রুপ পর্বে সানরাইজার্স হায়দরাবাদ খেলবে মোট ১৪টি ম্যাচ। কবে, কখন, কোথায় হবে হায়দরাবাদের গ্রুপ পর্বের ম্যাচ, দেখুন সূচি….

২৯ মার্চ – বনাম রাজস্থান রয়্যালস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৪ এপ্রিল – বনাম লখনউ সুপার জায়ান্টস (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৯ এপ্রিল – বনাম চেন্নাই সুপার কিংস (ডিওয়াই পাতিল, বিকেল ৩টে ৩০মিনিট)

১১ এপ্রিল – বনাম গুজরাত টাইটান্স (ডিওয়াই পাতিল, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৫ এপ্রিল – বনাম কলকাতা নাইট রাইডার্স (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৭ এপ্রিল – বনাম পঞ্জাব কিংস (ডিওয়াই পাতিল, বিকেল ৩টে ৩০ মিনিট)

২৩ এপ্রিল – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২৭ এপ্রিল – বনাম গুজরাত টাইটান্স (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১ মে – বনাম চেন্নাই সুপার কিংস (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৫ মে – বনাম দিল্লি ক্যাপিটালস (ব্র্যাবোর্ন, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

৮ মে – বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ওয়াংখেড়ে, বিকেল ৩টে ৩০মিনিট)

১৪ মে – বনাম কলকাতা নাইট রাইডার্স (এমসিএ, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

১৭ মে – বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

২২ মে – বনাম পঞ্জাব কিংস (ওয়াংখেড়ে, সন্ধ্যা ৭টা ৩০মিনিট)

আইপিএল ২০২২ মেগা নিলামের আগে তিন ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল অরেঞ্জ আর্মি। নিলাম শেষে ২৩ জনের দল গড়েছে টিম হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, জগদীশা সুচিথ, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, রোমারিও শেফার্ড, শন অ্যাবট, আর সমর্থ, শশাঙ্ক সিং, সৌরভ দুবে, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকী।

আরও পড়ুন: IPL 2022 RR Fixtures: এক নজরে দেখে নিন আসন্ন আইপিএলে রাজস্থানের সূচি

আরও পড়ুন: IPL 2022: আইপিএলে স্পনসরের রেকর্ড বিসিসিআইয়ের

আরও পড়ুন: IPL 2022: গুজরাতে জেসন রয়ের বিকল্প আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ কে?

Next Article
IPL 2022 RR Fixtures: এক নজরে দেখে নিন আসন্ন আইপিএলে রাজস্থানের সূচি
Cheteswar Pujara: ইংল্যান্ডের পথে চেতেশ্বর পূজারা