মুম্বই: আগামীকাল, রবিবার আইপিএল-১৫-এর (IPL 2022) ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে পুনের মাঠে মুখোমুখি কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। এখনও অবধি এ বারের আইপিএলে ৮টি করে ম্যাচে খেলেছে দুই দল। তার মধ্যে ৫টি ম্যাচে জয় ও ৩টি ম্যাচে হারের মুখ দেখেছে অরেঞ্জ আর্মি। হায়দরাবাদের নেট রান রেট +০.৬০০। অন্যদিকে চার বারের আইপিএল চ্যাম্পিয়নরা এ বারের আইপিএলে সেরা ছন্দে নেই। মাত্র ২ ম্যাচে জয় ও ৬ ম্যাচে হেরেছে ইয়েলোব্রিগেড। সিএসকের নেট রান রেট -০.৫৩৮। নিজেদের শেষ ম্যাচে দুই দলই হেরেছিল। ফলে পুনের মাঠে সুপার সানডে-র মেগা ম্যাচে কোন দল জেতে সেদিকে বিশেষ নজর থাকবে আইপিএলপ্রেমীদের।
এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ১৭ বার মুখোমুখি হয়েছে হায়দরাবাদ ও চেন্নাই। তার মধ্যে দাপটের সঙ্গে ১২ বার জিতেছে চেন্নাই এবং মাত্র ৫ বার জিতেছে হায়দরাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কবে হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচটি (১ মে) আগামীকাল, রবিবার হবে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কোথায় হবে?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি পুনের এমসিএ স্টেডিয়ামে হবে।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।
কোথায় দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
আরও পড়ুন: IPL 2022: অরেঞ্জ আর্মির বিরুদ্ধে নামার আগে খানিক স্বস্তি চেন্নাই শিবিরে
আরও পড়ুন: GT vs RCB LIVE Score, IPL 2022: টাইটান্সদের এগিয়ে নিয়ে যাচ্ছেন গিল-ঋদ্ধি জুটি