Ajinkya Rahane : ৬,৪,৪,৪,৪,১…! আইপিএলে অবিশ্বাস্য প্রত্যাবর্তন রাহানের
IPL 2023, MI vs CSK: অনেক বিদ্রুপও ছড়িয়ে পড়েছিল, চেন্নাই কি 'ড্যাডি আর্মি'তে সংখ্য়া বাড়াচ্ছে? শুরুতেই ডেভন কনওয়ে আউট হন। তিনে নামা রাহানের ভিন্ন রূপ দেখা গেল।
মুম্বই : বাতিল, ব্রাত্য… আরও অনেক বিশেষণ ব্য়বহার করা যেতে পারে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংস সেই রাহানেকেই নেওয়ায় সকলেই অবাক হয়েছিলেন। অনেক বিদ্রুপও ছড়িয়ে পড়েছিল, চেন্নাই কি ‘ড্যাডি আর্মি’তে সংখ্য়া বাড়াচ্ছে? গত আইপিএলে চেন্নাই সুপার কিংস নিয়েছিল চেতেশ্বর পূজারাকে। কিন্তু এক ম্য়াচেও সুযোগ পাননি। এ বার রাহানের ক্ষেত্রেও এমনটা হবে বলে মনে করা হয়েছিল। তবে মরসুমের তৃতীয় ম্য়াচেই সুযোগ। এ ভাবে কাজে লাগাবেন, হয়তো কেউই ভাবেননি। উল্টোদিকে তরুণ প্লেয়ার ঋতুরাজ গায়কোয়াড়। শুরুতেই ডেভন কনওয়ে আউট হন। তিনে নামা রাহানের ভিন্ন রূপ দেখা গেল। টানা দুই ম্য়াচে অর্ধশতরান করা ঋতুরাজ গায়কোয়াড় কার্যত দর্শকের ভূমিকায়। একটা ইনিংসে যেন অনেককেই জবাব দিলেন অজিঙ্ক রাহানে। বিস্তারিত TV9Bangla-য়।
ওয়াংখেড়ে মুম্বই ইন্ডিয়ান্সের হোম গ্রাউন্ড। ভুললে চলবে না, এটা কিন্তু রাহানেরও ঘরের মাঠ। আইপিএলে এ মরসুমে চেন্নাই সুপার কিংসে খেলছেন মুম্বইয়ের এই ব্য়াটার। জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন বিরাট কোহলির শততম টেস্টের সিরিজে। একই সঙ্গে বাদ পড়েছিলেন চেতেশ্বর পূজারাও। নির্বাচকরা পূজারাকে ফেরালেও ব্রাত্য়ই থেকেই গিয়েছেন অজিঙ্ক রাহানে। আইপিএলেও কেউ তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি। শেষ অবধি চেন্নাই সুপার কিংস তাঁকে নেয়। ওয়াংখেড়ে দেখল, রাহানে ফুরিয়ে যাননি। তরুণ আর্শাদ খান যেন আরও ভালো টের পেলেন।
চেন্নাই ইনিংসের চতুর্থ ওভার। তরুণ বাঁ হাতি পেসার আর্শাদ খানের ওভার শুরু করেন ছয় মেরে। এরপর চারটি বাউন্ডারি। কোনও ঝুঁকি পূর্ণ শট নয়। প্রপার ক্রিকেটীয় শট বলতে যা বোঝায়, তাতেই পরপর বাউন্ডারি। শেষ অবধি মাত্র ১৯ বলে বাউন্ডারি মেরে অর্ধশতরানে পৌঁছান রাহানে। এ বারের আইপিএলের দ্রুততম অর্ধশতরান এল রাহানের ব্য়াটে। জস বাটলার এবং শার্দূল ঠাকুর এই আইপিএলে ২০ বলে অর্ধশতরান করেছিলেন। ২০২০-র পর অবশেষে আইপিএলে অর্ধশতরানের ইনিংস রাহানের। শেষ অবধি স্পিনের জালে। লেগ স্পিনার পীযুষ চাওলার বোলিংয়ে ২৭ বলে ৬১ রানে ফেরেন রাহানে।