AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2023 Auction Highest Paid Players: মঙ্গলবার আইপিএল অকশন, গত বার সবচেয়ে দামি ছিলেন যাঁরা…

IPL 2023 Auction Top Players: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। স্বাভাবিক ভাবেই দেশ বিদেশের প্রচুর ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলার জন্য মুখিয়ে থাকেন। মাঠে যেমন কড়া প্রতিদ্বন্দ্বিতা, তেমনই অকশন টেবলেও। কারও জন্য অলআউট ঝাঁপায় ফ্র্যাঞ্চাইজি টিমগুলি, আবার অনেকে বেস প্রাইসেও থেকে যান অবিক্রিত। গত আইপিএলেই যেমন হয়েছিল। রেকর্ড দরে দল পেয়েছিলেন ভাই, নিলামে অবিক্রিত থেকেছিলেন দাদা।

IPL 2023 Auction Highest Paid Players: মঙ্গলবার আইপিএল অকশন, গত বার সবচেয়ে দামি ছিলেন যাঁরা...
Image Credit: X
| Edited By: | Updated on: Dec 16, 2023 | 8:00 AM
Share

কলকাতা: সবচেয়ে বেশি কত দর উঠবে? আইপিএল নিলামের আগে, এটা যেন চেনা প্রশ্ন। আগামী আইপিএলের মিনি অকশন ১৯ ডিসেম্বর। নিলামে উঠবেন ৩৩৩ জন ক্রিকেটার। জায়গা খালি মাত্র ৭৭টি। সকলেই যে দল পাবেন না, নিশ্চিত। আবার অনেকের দাম উঠতে পারে প্রত্যাশারও বাইরে। প্রতিটি নিলামেই এমন হয়ে থাকে। প্রতিনিয়ত তৈরি হয় নতুন রেকর্ড। আইপিএলের গত সংস্করণেও এমন রেকর্ড হয়েছে। মনে পড়ে গত আইপিএলে সবচেয়ে বেশি দর উঠেছিল কাদের? এ বার কি সেই রেকর্ড ছাপিয়ে যেতে পারে! বিস্তারিত রইল TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। স্বাভাবিক ভাবেই দেশ বিদেশের প্রচুর ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলার জন্য মুখিয়ে থাকেন। মাঠে যেমন কড়া প্রতিদ্বন্দ্বিতা, তেমনই অকশন টেবলেও। কারও জন্য অলআউট ঝাঁপায় ফ্র্যাঞ্চাইজি টিমগুলি, আবার অনেকে বেস প্রাইসেও থেকে যান অবিক্রিত। গত আইপিএলেই যেমন হয়েছিল। রেকর্ড দরে দল পেয়েছিলেন ভাই, নিলামে অবিক্রিত থেকেছিলেন দাদা।

আইপিএলের গত সংস্করণে সবচেয়ে বেশি দর উঠেছিল ইংল্যান্ডের বাঁ হাতি পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারানের। শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসে নিলামে সবচেয়ে বেশি দামও। তাঁকে পঞ্জাব কিংস নিয়েছিল ১৮.৫ কোটি টাকায়! অথচ সেই নিলামেই দাদা টম কারান অবিক্রিত থেকেছিলেন। আগামী আইপিএলের রিটেনশন লিস্ট জমা দেওয়ার আগে মনে করা হয়েছিল, পঞ্জাব কিংস হয়তো ছেড়ে দেবে স্যাম কারানকে। যদিও তাঁর ওপর ভরসা রেখেছে পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। ধাওয়ানের অনুপস্থিতিতে নেতৃত্বও দিয়েছিলেন গত বার। হয়তো সে কারণেই স্যামকে ধরে রাখা হয়েছে এ বারও।

ইংল্যান্ডের এই অলরাউন্ডারের পর গত আইপিএল নিলামে সবচেয়ে বেশি দর উঠেছিল অস্ট্রেলিয়ার তরুণ পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। তাঁকে ১৭.৫ কোটিতে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এ বারও তাঁকে রিটেন করেছিল মুম্বই। যদিও হার্দিক পান্ডিয়াকে ট্রেডিংয়ে সই করানোর আগে গ্রিনকে ছেড়ে দেয় মুম্বই। অজি অলরাউন্ডারকে ট্রেডিংয়ে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

সবচেয়ে দামি প্লেয়ারদের তালিকায় গত বার তিন নম্বরে ছিলেন ইংল্য়ান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ড টেস্ট ক্যাপ্টেনকে ১৬.২৫ কোটিতে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। যদিও চোটের কারণে খুব বেশি ম্যাচে পাওয়া যায়নি তাঁকে। এ বার নিজেই আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস। ফলে চেন্নাই তাঁকে রিটেন করেনি। এ বার কোন প্লেয়ারের জন্য সবচেয়ে বেশি দর উঠবে, সেটাই দেখার। স্যাম কারানের অঙ্ককেও কেউ ছাপিয়ে যেতে পারেন!