IPL 2023 Mini Auction Unsold Players: আইপিএলে রেকর্ড দামে পঞ্জাব কিংস নিয়েছে ইংল্য়ান্ড অলরাউন্ডার স্যাম কারানকে। বিশাল দর পেয়েছেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, নিকোলাস পূরানরা। ভাই স্যাম কারান যেখানে টাকার অঙ্কে রেকর্ড, দাদা রইলেন অবিক্রিত। আইপিএলের অনেক তারকাই এ বার দল পেলেন না।
Image Credit source: twitter
Follow Us
কোচি : আইপিএলের মিনি অকশনে রেজিস্ট্রেশন করেছিলেন মোট ৪০৫ জন ক্রিকেটার। এর মধ্যে মোট ৮০ জন দল পেয়েছেন। বাকিরা অবিক্রিতই রয়ে গিয়েছেন। ৫১ জন ভারতীয় ক্রিকেটার এবং ২৯ জন বিদেশি ক্রিকেটার মিনি অকশনে দল পেয়েছেন। কারও ভাগ্য খুলেছে, অনেকে আবার হতাশ হয়েছেন। এর মধ্যে যেমন দেশ-বিদেশের তারকা ক্রিকেটাররা রয়েছেন, তেমনই অনেক তরুণ ক্রিকেটারও। আইপিএলে রেকর্ড দামে পঞ্জাব কিংস নিয়েছে ইংল্য়ান্ড অলরাউন্ডার স্যাম কারানকে। বিশাল দর পেয়েছেন অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন, নিকোলাস পূরানরা। ভাই স্যাম কারান যেখানে টাকার অঙ্কে রেকর্ড, দাদা রইলেন অবিক্রিত। আইপিএলের অনেক তারকাই এ বার দল পেলেন না। কারা অবিক্রিত? রইল তালিকা TV9Bangla-য়।