চেন্নাই : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ শুরু হয়েছে। টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। দীর্ঘ চার বছর পর ঘরের মাঠে ‘থালা’কে খেলতে দেখার সুযোগ ছিল চেন্নাই সুপার কিংস সমর্থকদের সামনে। চিপক স্টেডিয়ামে হলুদ ঝড়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের কাছে হেরেছিল চেন্নাই। তবে নজর কেড়েছিলেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। টানা দ্বিতীয় অর্ধশতরান করলেন ঋতুরাজ। সিএসকে-র মিডল অর্ডার গত ম্যাচে হতাশ করেছিল। এ দিন ভালো খেললেন। মাহিকে খুব বেশিক্ষণ ব্যাট হাতে দেখার সুযোগ মিলল না চেন্নাই সমর্থকদের। কিন্তু তিন বলে ১২ রানের ইনিংসে মুগ্ধ করলেন। শেষ অবধি ১২ রানেই জয় চেন্নাই সুপার কিংসের। চিপকে চেন্নাই সুপার কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে মাহির ৩ বলে ১২ রানের ক্যামিও। এই ব্যবধানেই জিতল সিএসকে।
মইন আলির ৪ উইকেট। স্যান্টনার ১ উইকেট নিলেও ৪ ওভারে দিলেন মাত্র ২১ রান। নজর কাড়ল এই জুটি।
টানা দ্বিতীয় ম্য়াচে অর্ধশতরান ঋতুরাজের। ২৫ বলে হাফসেঞ্চুরিতে ঋতু। লেগ স্পিনার রবি বিষ্ণোই আক্রমণে আসতেই খেই হারালেন ঋতুরাজ। মার্ক উড অনবদ্য ক্য়াচ নেন। ৫৭ রানে ফিরলেন ঋতুরাজ।
পাওয়ার প্লে যেন শেষই হতে চায় না। ঋতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে জুটির অনবদ্য শুরু। পাওয়ার প্লে-র ছয় ওভারেই ৭৯ রান তুলে নিল চেন্নাই সুপার কিংস। কোনও উইকেট পড়েনি।
চেন্নাই সুপার কিংস: ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, মইন আলি, বেন স্টোকস, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, অম্বতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি, মিচেল স্যান্টনার, দীপক চাহার, রাজবর্ধন হাঙ্গারকেকর।
অপরিবর্তিত একাদশ ধরে রাখল সিএসকে।
লখনউ সুপার জায়ান্টস : লোকেশ রাহুল, কাইল মেয়ার্স, দীপক হুডা, ক্রুনাল পান্ডিয়া, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, আবেশ খান, রবি বিষ্ণোই, যশ ঠাকুর, মার্ক উড
এই মাঠে খুব বেশি খেলার সুযোগ পাইনি। সমর্থদকের জন্য খুবই ভালো লাগছে। ফের ঘরের মাঠে খেলা দেখার সুযোগ।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত লোকেশ রাহুলের। চিপকে রান তাড়ার সিদ্ধান্ত লখনউ সুপার জায়ান্টস অধিনায়কের।
চিপকের গ্যালারিতে হলুদ ঝড় ফিরল। তিন বছর পর চিপকে ম্যাচ। এমন মুহূর্ত স্মরণীয় করে রাখতে মরিয়া গ্যালারিও।
Are you at Anbuden? Send us your superfan clicks with #FanCam! ?#CSKvLSG #WhistlePodu pic.twitter.com/9RRLgXd84J
— Chennai Super Kings (@ChennaiIPL) April 3, 2023
চিপকে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। ওয়ার্ম আপে ব্য়স্ত সিএসকে, লখনউ ক্রিকেটাররা। মাহিও শেষ মুহূর্তের প্রস্ততি সেরে নিচ্ছেন। ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।