AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK vs MI Live Score, Match Prediction: শনি-দুপুরে চিপকে আইপিএলের ‘এল ক্লাসিকো’, চেন্নাই দুর্গ ভেদ করবে মুম্বই?

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের সঙ্গে পরিচিত হওয়ার অনেক আগেই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) একাধিকবার সিএসকে-র দুর্গ ভেদ করেছে।

CSK vs MI Live Score, Match Prediction: শনি-দুপুরে চিপকে আইপিএলের 'এল ক্লাসিকো', চেন্নাই দুর্গ ভেদ করবে মুম্বই?
Image Credit: Twitter
| Edited By: | Updated on: May 06, 2023 | 9:47 AM
Share

চেন্নাই: শেষবার চেন্নাই সুপার কিংস একটি আইপিএল (IPL 2023) মরসুমে লিগ পর্বে ঘরের মাঠে দুটি ম্যাচ হেরেছিল ২০১৩ সালে। গত সপ্তাহান্তে পঞ্জাব কিংসের কাছে শেষ বলে হারের পর, সিএসকে-এর (CSK) হেড কোচ স্টিফেন ফ্লেমিং পরামর্শ দিয়েছিলেন যে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বাধ্য করছে আইপিএলে দলগুলিকে প্রতিপক্ষের বিরুদ্ধে আরও কঠোরভাবে ঝাঁপিয়ে পড়ার। অ্যাডাম জাম্পা এবং প্রভসিমরন সিং দু’জনকেই ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে আনা হয়। ঘরের মাঠে সিএসকে-এর পরিকল্পনা ভেস্তে দিয়ে চিপকে বিরল পরাজয়ের মুখ দেখেছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের সঙ্গে পরিচিত হওয়ার অনেক আগেই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) একাধিকবার সিএসকে-র দুর্গ ভেদ করেছে। চিপকে সিএসকের বিরুদ্ধে মুম্বইয়ের ৬-২ জয়-পরাজয়ের রেকর্ড রয়েছে। বিস্তারিত TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

মুম্বইয়ের সাম্প্রতিক ফর্ম বেশ ভালো। শেষ সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে। জয়ের পিছনে মিডল অর্ডারের ভূমিকা অনবদ্য। সূর্যকুমার যাদব, টিম ডেভিড এবং তিলক ভার্মারা নিয়মতি অবদান রাখছেন। প্রথম আইপিএল দল হিসেবে পরপর ম্যাচে ২০০-র বেশি রান তুলছে। মুম্বইয়ের স্পিন বিভাগের কথাও বলতে হয়। চিপকের উইকেটে যাঁদের জন্য আদর্শ হয়ে উঠবে। পরপর ম্যাচ জিতলেও পয়েন্ট টেবলের ষষ্ঠ স্থানে রয়েছেন রোহিত শর্মারা। আজকের ম্যাচে জয় এই জায়গায় রোহিতদের উন্নতির প্রবল সম্ভাবনা।

এদিকে সিএসকের হয়ে মরসুমের প্রথমার্ধে ভালো পারফম্যান্সের পর রবীন্দ্র জাডেজা, অম্বাতি রায়াডু এবং মইন আলিরা ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। তুষার দেশপান্ডে ডেথ ওভারে রান দিচ্ছেন। যদিও তুষার নিয়মিত উইকেট নিচ্ছেন। ওয়াংখেড়েতে সিএসকে বনাম মুম্বই শেষ সাক্ষাতে আহত হন দীপক চাহার। তিনি আবার ফিট হয়ে উঠেছেন। শনিবার সিএসকে জিতলে পয়েন্ট টেবলের শীর্ষে ওঠার প্রবল সম্ভাবনা। মুম্বই জিতলে শীর্ষ চারের মধ্যে প্রবেশের সম্ভাবনা।