চেন্নাই: চলতি মরসুমে এই প্রথম। মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং পঞ্জাব কিংস (CSK vs PBKS)। চেন্নাইয়ে ধোনির সিংহদের ডেরায় পঞ্জাবের সিংহরা। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন ধোনিরা। সেই হারে পয়েন্ট টেবলে শীর্ষস্থান খোয়াতে হয়েছিল। হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে আজ ঘুরে দাঁড়াতে চায় চেন্নাই (IPL 2023)। শেষ ম্যাচে বড়সড় হারের মুখ দেখেছে পঞ্জাবও। মোহালিতে লখনউ সুপার জায়ান্টসের বিশাল লক্ষ্য তাড়া করতে পারেননি শিখর ধাওয়ানরা। বড় ব্যবধানে হারতে হয়েছে। তাদের কাছেও জয়ের সরণীতে ফেরার তাগিদ। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এখন থেকে সবকটি ম্যাচই গুরুত্বপূর্ণ। এদিকে সিএসকের কাছে ফের সুযোগ খোয়ানো শীর্ষস্থান ফিরে পাওয়ার। বিস্তারিত রইল Tv9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চিপকে হাই স্কোরিং ম্যাচ দেখা যাচ্ছে। বিপক্ষের ব্যাটিংকে নিয়ন্ত্রণে রাখতে মহেন্দ্র সিং ধোনি তাঁর স্পিনারদের ব্যবহার করবেন। গত মরসুম থেকে কিংস ব্যাটারদের স্পিনের বিরুদ্ধে পরিসংখ্যান মোটেও স্বস্তির নয়। স্পিনের বিরুদ্ধে কিংস ব্যাটারদের সর্বনিম্ন গড় (২০.০৭) এবং স্ট্রাইক রেট (১১৬.৭৬)। দলের দুই সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার, শিখর ধাওয়ান এবং লিয়াম লিভিংস্টোনও স্পিনের বিরুদ্ধে খুব একটা স্বচ্ছন্দ নন। আইপিএলে স্পিনারদের বিরুদ্ধে তাদের স্ট্রাইক রেট ১২৩-এর মতো। কিংসের পেস আক্রমণ বেশ ভালো। তবে চিপকের উইকেটে তা উপযুক্ত নাও হতে পারে। তারা আশা রাখবে কাগিসো রাবাডা, অর্শদীপ সিং এবং স্যাম কারানরা তাঁদের সেরাটা দেবেন । মুখ্য স্পিনার রাহুল চাহার চলতি মরসুমে মাত্র দুটি উইকেট নিয়েছেন। দলের অন্য স্পিন বোলিং বিকল্পগুলি হল হরপ্রীত ব্রার, সিকন্দর রাজা এবং লিয়াম লিভিংস্টোন।
বেন স্টোকস বা দীপক চাহারের মধ্যে কেউই ফিট নন। পঞ্জাবের বিরুদ্ধে দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। ইমপ্যাক্ট প্লেয়ার অম্বাতি রায়াডু প্রভাব ফেলতে পারছেন না। তবুও হয়তো একাদশ পরিবর্তনের দিকে ঝুঁকবেন না ক্যাপ্টেন ধোনি। টস জিতে রান তাড়া করার দিকেই ঝুঁকবে উভয় টিম। চেন্নাইয়ে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।