নয়াদিল্লি : ব্যাট হাতে কী করতে পারেন তিনি, ক্রিকেট দুনিয়া জানে। ব্যাট তুলে রাখার পর তিনি কী করতে চান? বিদেশি হলেও দক্ষিণী সিনেমার প্রতি হঠাৎই তৈরি হয়েছে প্রেম। সুযোগ পেলে অবসর জীবনে দক্ষিণী সিনেমায় অভিনয় করতে চান। আরও ভালো করলে বললে তেলেগু সিনেমার প্রতি গভীর টান। তেলেগু সিনেমা RRR এর গান ‘নাট্টু নাট্টু’ গান অস্কার পেয়েছে এ বছরই। সে খবরও যে রাখেন, সন্দেহ কীসে! আর তাই বোধহয় তেলেগু সিনেমায় মজেছেন। যদি সুযোগ পান কোন চরিত্রে অভিনয় করবেন? ভিলেন হতে চান! অবশ্য পাশে চাই মহেশ বাবু, আল্লু অর্জুন, রশ্মিকা মান্ধানাকে। আইপিএলের (IPL) দৌলতে ভারতে পা রাখা বিদেশি ক্রিকেটাররা বলিউডের খোঁজখবর এতদিন রাখতেন। কিন্তু দক্ষিণের সিনেমা যে বলিউডকে টেক্কা দিতে শুরু করেছে, সে খবরও তাঁদের কাছে অজানা নয়। আর তাই বিদেশি ক্রিকেটারদের কেউ কেউ দক্ষিণী সিনেমায় ভিলেন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছেন! তিনি কে? বিস্তারিত TV9Bangla Sportsএ।
এ বারের আইপিএলে শুরু থেকেই খুব খারাপ পারফরম্যান্স করছে দিল্লি ক্যাপিটালস। সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম শন্দই খুঁজে পাচ্ছিল না। দ্বিতীয় দফার লিগে খানিকটা হলেও ফিরে আসার চেষ্টা করেছিল দিল্লি। কিন্তু দলগত তাগিদ দেখা যায়নি। যে কারণে দিল্লি প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। আজ, শনিবার বিকেলে চেন্নাইয়ের বিরুদ্ধে শেষ ম্য়াচ খেলতে নামছে দিল্লি। তার আগে টিমের ক্যাপ্টেন মজে তেলেগু সিনেমায়। কী নাম তাঁর? ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ক্রিকেটার একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মহেশ বাবু, আল্লু অর্জুন আর রশ্মিকা মান্ধানার সঙ্গে সিনেমা করতে চাই। আমি খারাপ লোকের চরিত্রে অভিনয় করব। ভিলেন হব। ওটাই তো আমার চরিত্র।’ ওয়ার্নার একাধিকবার ইন্সটাগ্রামে পুষ্পা সিনেমার গানের ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে তিনি আল্লু অর্জুনের জায়গায় নিজের মুখ বসিয়ে এডিটও করতেন।
ভারত প্রেম তাঁর নতুন নয়। আইপিএল খেলতে আসছেন দীর্ঘদিন। টিকটক ভিডিয়োতে তাই ভারতীয় গান বারবার ব্যবহার করতে দেখা গিয়েছে। ওয়ার্নার বলেও দিচ্ছেন, ‘টিকটক কী, জানতাম না। সবাই এতে অনেক দিন ধরে রয়েছে। খালি স্ক্রোল করতে ইচ্ছে করে। আমার বেশ ভালো লাগছিল। কোভিডের সময় মনে হয়েছিল, আমিও টিকটক করি। টিকটক ভিডিয়োতেই একজন আমাকে জিজ্ঞেস করে, তুমি কি গান গাইতে পারো? আমি শুধু তিনটে হিন্দি গান জানতাম। শিলা কি জওয়ানি, মে তেরা হিরো আর ছম্মক ছল্লো। গান গাওয়ার জন্য যখন বারবার অনুরোধ আসতে শুরু করল, তখন আমি শিলা কি জওয়ানি গানটা গেয়েছিলাম।’