নয়াদিল্লি : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ শুরু হয়েছে। টুর্নামেন্টের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্স। দীর্ঘ সময় পর হোম অ্যাওয়ে ফরম্যাটে হচ্ছে আইপিএল। ঘরের মাঠে খেলা দেখার সুযোগ এ বার দিল্লি ক্য়াপিটালস সমর্থকদের সামনে। কিন্তু দলের জয় দেখতে পেলেন না। অ্যাওয়ে ম্যাচ দিয়ে এ বারের আইপিএল শুরু করেছিল দিল্লি। প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হার। ঘরের মাঠে গুজরাট টাইটান্সের কাছেও হার। প্রোটিয়া ক্রিকেটাররা যোগ দেওয়ায় ভরসা বেড়েছিল। অনরিখ নর্ৎজে ভালো বোলিং করেন। বোর্ডে বড় রান না থাকায় লাভ হয়নি। সাই সুদর্শন দুর্দান্ত ব্যাটিং করেন। দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
আইপিএলে ডেবিউ হল বাংলার কিপার-ব্যাটার অভিষেক পোড়েলের। ভালো ব্যাটিং করছিলেন। রানের গতি বাড়ানোর চেষ্টায় রশিদ খানের বোলিংয়ে বোল্ড। ১১ বলে ২০ রানে ফিরলেন অভিষেক।
প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলেছিল দিল্লি ক্যাপিটালস। মার্ক উডের ডেলিভারিতে গোল্ডেন ডাক মিচেল মার্শ। ক্লিন বোল্ড হয়েছিলেন। গুজরাট টাইটান্সের পেসার মহম্মদ সামির বিরুদ্ধে বাউন্ডারি মারেন, এরপরই প্লেড অন মার্শ।
দিল্লি ওপেনার পৃথ্বী শ-কে ফেরালেন মহম্মদ সামি।
দিল্লির হয়ে ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ। বল হাতে মহম্মদ সামি।
দিল্লি ক্য়াপিটালস : ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, রাইলি রোসো, সরফরাজ খান, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, খলিল আহমেদ, অনরিখ নর্ৎজে, মুকেশ কুমার
গুজরাট টাইটান্স: ঋদ্ধিমান সাহা, শুভমন গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ সামি, জশ লিটল, যশ দয়াল, আলজারি জোসেফ
গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স অ্যাওয়ে ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। ব্যাটিং সহায়ক পিচ হবে। হাই-স্কোরিং ম্যাচের সম্ভাবনা।
দীর্ঘ সময় পর হোম-অ্যাওয়ে ফরম্যাটে ফিরেছে আইপিএল। আজ ঘরের মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস।
#QilaKotla bound ??️#YehHaiNayiDilli #IPL2023 #DCvGT pic.twitter.com/UMR97PJDgy
— Delhi Capitals (@DelhiCapitals) April 4, 2023
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ঘরের মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। ম্যাচে উপস্থিত থাকার কথা ঋষভ পন্থের। ডিসেম্বরে গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। এ মরসুমে খেলতে না পারলেও দলকে তাতাতে কয়েক ম্যাচে দেখা যেতে পারে তাঁকে। দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।