DC vs PBKS Highlights, IPL 2023 : প্লে-অফের দৌড় থেকে বিদায় দিল্লি ক্যাপিটালসের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 13, 2023 | 11:26 PM

Delhi Capitals vs Punjab Kings Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও পঞ্জাব কিংস। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।

DC vs PBKS Highlights, IPL 2023 : প্লে-অফের দৌড় থেকে বিদায় দিল্লি ক্যাপিটালসের
Image Credit source: TV9 Bangla Graphics

Follow Us

নয়াদিল্লি : স্বপ্নের দৌড় চলছিল দিল্লি ক্যাপিটালসের। কিন্তু গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হার তাদের সফরে বিরাট ধাক্কা দিয়েছিল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঘরের মাঠে আরও একটা হার, এ বারের মতো প্লে-অফের আশা শেষ দিল্লি ক্যাপিটালসের। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ছিল পঞ্জাব কিংস। দু-দলই নিজেদের শেষ ম্যাচে হেরে এসেছিল। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাবের কাছেও ছিল মরণ বাঁচন ম্যাচ। তারা হারলেও অঙ্কে টিকে ছিল। এ দিনের জয়ে প্লে-অফের আরও একটা লাইফলাইন পেল পঞ্জাব কিংস। আইপিএলের ১৬তম সংস্করণে আজ ছিল ডাবল হেডার। গত ম্যাচের হার থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল দু-দলই। প্রভসিমরন সিংয়ের শতরান এবং স্পিনারদের দাপটে অনবদ্য জয় ছিনিয়ে নিল পঞ্জাব কিংস। পাশাপাশি দিল্লির স্বপ্নেরও ইতি হল। আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 13 May 2023 11:14 PM (IST)

    এক নজরে

    • টসের পরই দিল্লি অধিনায়ক ওয়ার্নার বলেছিলেন, পরের মরসুমের পরিকল্পনা শুরু করতে চান।
    • মাঠে নামার আগেই নেতিবাচক দিল্লি শিবির!
    • প্রভসিমরন সিংয়ের শতরানে দিল্লিকে ১৬৮ রানের লক্ষ্য দেয় পঞ্জাব।
    • ওপেনিং জুটিতে ৬৯ রান যোগ করে দিল্লি।
    • পাওয়ার প্লে-র পর থেকেই বিপর্যয়।
    • শেষ অবধি ৩১ রানে জয় পঞ্জাব কিংসের।
    • এই ম্যাচে হেরে প্লে-অফের যাবতীয় আশা শেষ দিল্লির।
  • 13 May 2023 09:14 PM (IST)

    এক নজরে

    • টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দিল্লি ক্যাপিটালস।
    • একদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পঞ্জাব কিংস।
    • শততম ম্যাচ খেলতে নামা দিল্লির পেসার ইশান্ত শর্মা ২ উইকেট নেন।
    • পঞ্জাব কিংসের তরুণ ওপেনার প্রভসিমরন ১০৩ রানের অনবদ্য ইনিংস।
    • আনক্যাপড প্লেয়ারদের মধ্যে তৃতীয় ব্য়াটার হিসেবে সেঞ্চুরির নজির প্রভসিমরনের।
  • 13 May 2023 07:52 PM (IST)

    ইশান্ত ধামাকা

    মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখছেন ইশান্ত শর্মা। শিখর ধাওয়ানকে ফিরিয়ে আগেই ধাক্কা দিয়েছিলেন। এ বার লিয়াম লিভিংস্টোনকে বোল্ড করলেন ইশান্ত। কেরিয়ারের শততম আইপিএল ম্যাচে ইতিমধ্যেই জোড়া উইকেট তাঁর দখলে।

  • 13 May 2023 07:39 PM (IST)

    মাইলফলকের ম্যাচে…

    আইপিএল কেরিয়ারের শততম ম্যাচ ইশান্ত শর্মার। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন। বিশাল ছক্কায় তাঁকে স্বাগত জানান শিখর ধাওয়ান। পরের বলেই ধাওয়ানকে ফিরিয়ে দারুণ জবাব ইশান্তের। ক্রিজে লিয়াম লিভিংস্টোন।

  • 13 May 2023 07:33 PM (IST)

    দিল্লি জয়ের লক্ষ্যে ধাওয়ানরা

    টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। তাদের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান এখন পঞ্জাবের অধিনায়ক। ওপেনও করছেন ধাওয়ান। সঙ্গী প্রভসিমরন সিং।

  • 13 May 2023 07:11 PM (IST)

    একাদশ আপডেট

    দিল্লি ক্যাপিটালস : ডেভিড ওয়ার্নার, ফিল সল্ট, মিচেল মার্শ, রাইলি রোসো, প্রবীণ দুবে, অক্ষর প্যাটেল, আমান খান, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, খলিল আহমেদ, মুকেশ কুমার

    সাবস্টিটিউট- রিপল প্যাটেল, ললিত যাদব, মণীশ পান্ডে, চেতন সাকারিয়া, অভিষেক পোড়েল

    পঞ্জাব কিংস : প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান, সিকান্দার রাজা, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, স্যাম কারান, ঋষি ধাওয়ান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, অর্শদীপ সিং

    সাবস্টিটিউট- নাথান এলিস, অথর্ব তাইডে, ম্যাথু শর্ট, হরপ্রীত ভাটিয়া, মোহিত রাঠী

  • 13 May 2023 06:58 PM (IST)

    ১ ওভারে পাঁচ ছক্কা!

    উইকেট নিলেন ঠিকই হবে এক ওভারে পাঁচ ছক্কা হজম করতে হল অভিষেক শর্মাকে।

  • 13 May 2023 06:44 PM (IST)

    বিদায় নাকি জয়!

    ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। গত সংস্করণে দু-বার মুখোমুখি হয়েছিল এই দু-দল। দু-বারই জিতেছিল দিল্লি ক্যাপিটালস। এ বারের পরিস্থিতি পুরোপুরি আলাদা। জিতলেও মিরাকলের অপেক্ষায় থাকতে হবে দিল্লিকে। হারলে অঙ্কেও টিকে থাকবে না তারা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এ।