নয়াদিল্লি : স্বপ্নের দৌড় চলছিল দিল্লি ক্যাপিটালসের। কিন্তু গত ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হার তাদের সফরে বিরাট ধাক্কা দিয়েছিল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ঘরের মাঠে আরও একটা হার, এ বারের মতো প্লে-অফের আশা শেষ দিল্লি ক্যাপিটালসের। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ছিল পঞ্জাব কিংস। দু-দলই নিজেদের শেষ ম্যাচে হেরে এসেছিল। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পঞ্জাবের কাছেও ছিল মরণ বাঁচন ম্যাচ। তারা হারলেও অঙ্কে টিকে ছিল। এ দিনের জয়ে প্লে-অফের আরও একটা লাইফলাইন পেল পঞ্জাব কিংস। আইপিএলের ১৬তম সংস্করণে আজ ছিল ডাবল হেডার। গত ম্যাচের হার থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল দু-দলই। প্রভসিমরন সিংয়ের শতরান এবং স্পিনারদের দাপটে অনবদ্য জয় ছিনিয়ে নিল পঞ্জাব কিংস। পাশাপাশি দিল্লির স্বপ্নেরও ইতি হল। আইপিএলে দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখছেন ইশান্ত শর্মা। শিখর ধাওয়ানকে ফিরিয়ে আগেই ধাক্কা দিয়েছিলেন। এ বার লিয়াম লিভিংস্টোনকে বোল্ড করলেন ইশান্ত। কেরিয়ারের শততম আইপিএল ম্যাচে ইতিমধ্যেই জোড়া উইকেট তাঁর দখলে।
আইপিএল কেরিয়ারের শততম ম্যাচ ইশান্ত শর্মার। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন। বিশাল ছক্কায় তাঁকে স্বাগত জানান শিখর ধাওয়ান। পরের বলেই ধাওয়ানকে ফিরিয়ে দারুণ জবাব ইশান্তের। ক্রিজে লিয়াম লিভিংস্টোন।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। তাদের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান এখন পঞ্জাবের অধিনায়ক। ওপেনও করছেন ধাওয়ান। সঙ্গী প্রভসিমরন সিং।
দিল্লি ক্যাপিটালস : ডেভিড ওয়ার্নার, ফিল সল্ট, মিচেল মার্শ, রাইলি রোসো, প্রবীণ দুবে, অক্ষর প্যাটেল, আমান খান, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, খলিল আহমেদ, মুকেশ কুমার
সাবস্টিটিউট- রিপল প্যাটেল, ললিত যাদব, মণীশ পান্ডে, চেতন সাকারিয়া, অভিষেক পোড়েল
পঞ্জাব কিংস : প্রভসিমরন সিং, শিখর ধাওয়ান, সিকান্দার রাজা, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, স্যাম কারান, ঋষি ধাওয়ান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, অর্শদীপ সিং
সাবস্টিটিউট- নাথান এলিস, অথর্ব তাইডে, ম্যাথু শর্ট, হরপ্রীত ভাটিয়া, মোহিত রাঠী
উইকেট নিলেন ঠিকই হবে এক ওভারে পাঁচ ছক্কা হজম করতে হল অভিষেক শর্মাকে।
ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে দিল্লি ক্যাপিটালস। গত সংস্করণে দু-বার মুখোমুখি হয়েছিল এই দু-দল। দু-বারই জিতেছিল দিল্লি ক্যাপিটালস। এ বারের পরিস্থিতি পুরোপুরি আলাদা। জিতলেও মিরাকলের অপেক্ষায় থাকতে হবে দিল্লিকে। হারলে অঙ্কেও টিকে থাকবে না তারা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস বনাম পঞ্জাব কিংস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এ।