DC vs RCB Highlights, IPL 2023 : ঘরের মাঠে ৭ উইকেটের বড় জয় দিল্লির

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 06, 2023 | 11:17 PM

Delhi Capitals vs Royal Challengers Bangalore Live Score in Bengali : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৬তম সংস্করণে আজ মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচের পুঙ্খানুপুঙ্খ আপডেটের জন্য নজর রাখুন এই পেজে।

DC vs RCB Highlights, IPL 2023 : ঘরের মাঠে ৭ উইকেটের বড় জয় দিল্লির
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

দিল্লি: দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। টিমের জন্য় অ্যাওয়ে ম্যাচ হলেও বিরাট কোহলির ঘরের মাঠে। দিল্লি তাঁর শহর। সেই শহরে তাঁর জন্যও যে বিপুল সমর্থন থাকবে এমনটাই প্রত্যাশিত ছিল। সেটাই হল। মাঠের বাইরেও যেন ম্যাচ ছিল। দেশের প্রাক্তন অধিনায়ক, বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের মেন্টর। দেশের আর এক প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটা সময়ে ভালো সম্পর্ক থাকলেও, সবটাই অতীত। চিন্নাস্বামীতে ম্যাচের পর সৌরভের সঙ্গে সৌজন্যমূলক হাতও মেলাননি বিরাট কোহলি। দিল্লিতে ঘরের মাঠে নানা দিক থেকেই আকর্ষণীয় একটা ম্যাচের অপেক্ষা ছিল। এ বারের আইপিএলে ৫০তম ম্যাচও ছিল এটি। বিরাটের মাইলফলক, মহীপালের অর্ধশতরানে আরসিবি বড় রানের লক্ষ্য দিলেও ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় দিল্লি ক্যাপিটালসের। বড় জয়ে ডাগআউটেও স্বস্তির হাসি।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 06 May 2023 11:13 PM (IST)

    এক নজরে

    • টস জিতে প্রথমে ব্যাট করে আরসিবি।
    • দিল্লি ক্যাপিটালসকে ১৮২ রানের বড় লক্ষ্য দেয় আরসিবি।
    • অর্ধশতরান করেন বিরাট কোহলি এবং মহীপাল লোমরোর।
    • ফিল সল্টের ৮৭ রানের বিধ্বংসী ইনিংস।
    • রাইলি রোসোর ক্যামিও, ওয়ার্নার, মার্শের অবদান।
    • ইনিংসে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় দিল্লি ক্যাপিটালসের।
    • বিরাট কোহলির মাইলফলক ইনিংসের পর হারের স্বাদ।
  • 06 May 2023 09:55 PM (IST)

    অজি বনাম অজি

    ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে আরসিবিকে ব্রেক থ্রু দিলেন জশ হ্যাজলউড। পুল শট হাই ক্যাচ, মিস করেননি ফাফ ডুপ্লেসি।


  • 06 May 2023 09:50 PM (IST)

    দিল্লির দারুণ জুটি

    গত তিন ম্যাচে দিল্লির ওপেনি পার্টনারশিপ ছিল ০, ০, ১। মরসুমে প্রথম বার ওপেনিং জুটিতে ৫০ পেরিয়ে গেল দিল্লি ক্যাপিটালস।

  • 06 May 2023 09:47 PM (IST)

    সুযোগ হাতছাড়া

    দিল্লির ওপেনিং জুটি ভাঙার দারুণ সুযোগ ছিল। ওয়ানিন্দু হাসারঙ্গার বোলিংয়ে ফিল সল্টের ক্যাচ মিস দীনেশ কার্তিকের। ১৭ রানে ছিলেন সল্ট।

  • 06 May 2023 09:25 PM (IST)

    এক নজরে

    • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি।
    • বিরাট কোহলির ঘরের মাঠে আরসিবির অ্যাওয়ে ম্য়াচ।
    • পরিবার এবং সমর্থকদের সামনে নজির বিরাটের।
    • কেরিয়ারে আরও একটা অর্ধশতরান। তার আগে প্রথম ব্য়াটার হিসেবে আইপিএলে ৭ হাজার রানের মাইলফলক পেরলেন বিরাট কোহলি।
    • মহীপাল লোমরোর আইপিএল কেরিয়ারে প্রথম অর্ধশতরান করেন।
    • নির্ধারিত ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৮১ রান আরসিবির।
  • 06 May 2023 09:14 PM (IST)

    আউট দীনেশ কার্তিক

    দীনেশ কার্তিককে (১১) ফেরালেন খলিল আহমেদ। ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ।

  • 06 May 2023 09:10 PM (IST)

    মহীপালের অর্ধশতরান

    মহীপাল লোমরোরের অর্ধশতরান। ২৬ বলে ৫০ রান পূর্ণ করলেন।

  • 06 May 2023 08:51 PM (IST)

    আউট কোহলি

    ৫৫ রানের ইনিংস খেলে ফিরলেন বিরাট কোহলি। মুকেশ কুমারের বলে খলিল আহমেদের ক্যাচ।

  • 06 May 2023 08:42 PM (IST)

    বিরাট কোহলি অর্ধশতরান

    ঘরের মাঠে আরও একটি অর্ধশতরানের ইনিংস বিরাট কোহলির। চলতি আইপিএলে ষষ্ঠ হাফ সেঞ্চুরি। দিল্লির বিরুদ্ধে সর্বাধিক ১০টি হাফ সেঞ্চুরি কোহলির।

  • 06 May 2023 08:23 PM (IST)

    এক ওভারে জোড়া উইকেট

    পরপর উইকেট হারাল আরসিবি। ১১তম ওভারের তৃতীয় বলে মিচেল মার্শ ফেরান ফাফ ডুপ্লেসিকে। পরের বলেই শূন্য রানে ফেরালেন গ্লেন ম্যাক্সওয়েলকে। এক ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচে ফিরল দিল্লি ক্যাপিটালস। ১১ ওভার শেষে দিল্লির স্কোর ৮৩-২।

  • 06 May 2023 08:17 PM (IST)

    ১০ ওভারে ৭৯ রান

    ১০ ওভারে আরসিবির খাতায় ৭৯ রান। বিরাট কোহলি ৩৫ ও ফাফ ডুপ্লেসি ব্যাট করছেন ৪৫ রানে।

  • 06 May 2023 07:57 PM (IST)

    পাওয়ার প্যাকড পাওয়ার প্লে

    ৬ ওভারে আরসিবির খাতায় বিনা উইকেটে ৫১ রান। বিরাট-ডুপ্লেসি ওপেনিং জুটির অর্ধশতরানের পার্টনারশিপ।

  • 06 May 2023 07:40 PM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    আইপিএলে ৭০০০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি।

  • 06 May 2023 07:32 PM (IST)

    ম্যাচ শুরু

    আরসিবির ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। বল হাতে খলিল আহমেদ।

  • 06 May 2023 07:17 PM (IST)

    দিল্লি ক্যাপিটালস একাদশ

    ডেভিড ওয়ার্নার, ফিলিপ সল্ট, মিচেল মার্শ, রাইলি রোসো, মণীশ পাণ্ডে, আমন হাকিমি খান, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ

    সাবস্টিটিউট: চেতন সাকারিয়া, ললিত যাদব, রিপল প্যাটেল, প্রভীন দুবে, অভিষেক পোড়েল

  • 06 May 2023 07:12 PM (IST)

    আরসিবি একাদশ

    বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওেল, মহীপাল লোমরোর, দীনেশ কার্তিক, কেদার যাদব, ওয়ানিন্দু হাসারাঙ্গা, করণ শর্মা, মহম্মদ সিরাজ, জস হ্যাজেলউড

    সাবস্টিটিউট: হর্ষল প্যাটেল, সূয়াশ প্রভুদেশাই, বিজয়কুমার বিশাখ, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ

  • 06 May 2023 07:03 PM (IST)

    টস আপডেট

    টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডুপ্লেসির। আরসিবির হয়ে আজ খেলছেন কেদার যাদব।

  • 06 May 2023 06:47 PM (IST)

    পরিসংখ্যানে এগিয়ে আরসিবি

    পরিসংখ্যান বলছে, ২০২১ সাল থেকে দিল্লির কাছে হারেনি আরসিবি। আজকের ম্যাচেও কী সেই ফলাফলের পুনরাবৃত্তি হবে?

  • 06 May 2023 06:34 PM (IST)

    পয়েন্ট টেবল

    পয়েন্ট টেবলে প্রথম চারে নেই দিল্লি বা ব্যাঙ্গালোর কোনও টিমই। দিল্লি ক্যাপিটালস রয়েছে সবার শেষে দশম স্থানে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের অবস্থান পঞ্চম স্থানে।