দিল্লি: দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নেমেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। টিমের জন্য় অ্যাওয়ে ম্যাচ হলেও বিরাট কোহলির ঘরের মাঠে। দিল্লি তাঁর শহর। সেই শহরে তাঁর জন্যও যে বিপুল সমর্থন থাকবে এমনটাই প্রত্যাশিত ছিল। সেটাই হল। মাঠের বাইরেও যেন ম্যাচ ছিল। দেশের প্রাক্তন অধিনায়ক, বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের মেন্টর। দেশের আর এক প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একটা সময়ে ভালো সম্পর্ক থাকলেও, সবটাই অতীত। চিন্নাস্বামীতে ম্যাচের পর সৌরভের সঙ্গে সৌজন্যমূলক হাতও মেলাননি বিরাট কোহলি। দিল্লিতে ঘরের মাঠে নানা দিক থেকেই আকর্ষণীয় একটা ম্যাচের অপেক্ষা ছিল। এ বারের আইপিএলে ৫০তম ম্যাচও ছিল এটি। বিরাটের মাইলফলক, মহীপালের অর্ধশতরানে আরসিবি বড় রানের লক্ষ্য দিলেও ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় দিল্লি ক্যাপিটালসের। বড় জয়ে ডাগআউটেও স্বস্তির হাসি।
ডেভিড ওয়ার্নারকে ফিরিয়ে আরসিবিকে ব্রেক থ্রু দিলেন জশ হ্যাজলউড। পুল শট হাই ক্যাচ, মিস করেননি ফাফ ডুপ্লেসি।
গত তিন ম্যাচে দিল্লির ওপেনি পার্টনারশিপ ছিল ০, ০, ১। মরসুমে প্রথম বার ওপেনিং জুটিতে ৫০ পেরিয়ে গেল দিল্লি ক্যাপিটালস।
দিল্লির ওপেনিং জুটি ভাঙার দারুণ সুযোগ ছিল। ওয়ানিন্দু হাসারঙ্গার বোলিংয়ে ফিল সল্টের ক্যাচ মিস দীনেশ কার্তিকের। ১৭ রানে ছিলেন সল্ট।
দীনেশ কার্তিককে (১১) ফেরালেন খলিল আহমেদ। ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ।
মহীপাল লোমরোরের অর্ধশতরান। ২৬ বলে ৫০ রান পূর্ণ করলেন।
৫৫ রানের ইনিংস খেলে ফিরলেন বিরাট কোহলি। মুকেশ কুমারের বলে খলিল আহমেদের ক্যাচ।
ঘরের মাঠে আরও একটি অর্ধশতরানের ইনিংস বিরাট কোহলির। চলতি আইপিএলে ষষ্ঠ হাফ সেঞ্চুরি। দিল্লির বিরুদ্ধে সর্বাধিক ১০টি হাফ সেঞ্চুরি কোহলির।
পরপর উইকেট হারাল আরসিবি। ১১তম ওভারের তৃতীয় বলে মিচেল মার্শ ফেরান ফাফ ডুপ্লেসিকে। পরের বলেই শূন্য রানে ফেরালেন গ্লেন ম্যাক্সওয়েলকে। এক ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচে ফিরল দিল্লি ক্যাপিটালস। ১১ ওভার শেষে দিল্লির স্কোর ৮৩-২।
১০ ওভারে আরসিবির খাতায় ৭৯ রান। বিরাট কোহলি ৩৫ ও ফাফ ডুপ্লেসি ব্যাট করছেন ৪৫ রানে।
৬ ওভারে আরসিবির খাতায় বিনা উইকেটে ৫১ রান। বিরাট-ডুপ্লেসি ওপেনিং জুটির অর্ধশতরানের পার্টনারশিপ।
আইপিএলে ৭০০০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি।
আরসিবির ওপেনিংয়ে নামলেন বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি। বল হাতে খলিল আহমেদ।
ডেভিড ওয়ার্নার, ফিলিপ সল্ট, মিচেল মার্শ, রাইলি রোসো, মণীশ পাণ্ডে, আমন হাকিমি খান, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ
সাবস্টিটিউট: চেতন সাকারিয়া, ললিত যাদব, রিপল প্যাটেল, প্রভীন দুবে, অভিষেক পোড়েল
বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসি, অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওেল, মহীপাল লোমরোর, দীনেশ কার্তিক, কেদার যাদব, ওয়ানিন্দু হাসারাঙ্গা, করণ শর্মা, মহম্মদ সিরাজ, জস হ্যাজেলউড
সাবস্টিটিউট: হর্ষল প্যাটেল, সূয়াশ প্রভুদেশাই, বিজয়কুমার বিশাখ, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডুপ্লেসির। আরসিবির হয়ে আজ খেলছেন কেদার যাদব।
পরিসংখ্যান বলছে, ২০২১ সাল থেকে দিল্লির কাছে হারেনি আরসিবি। আজকের ম্যাচেও কী সেই ফলাফলের পুনরাবৃত্তি হবে?
পয়েন্ট টেবলে প্রথম চারে নেই দিল্লি বা ব্যাঙ্গালোর কোনও টিমই। দিল্লি ক্যাপিটালস রয়েছে সবার শেষে দশম স্থানে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমের অবস্থান পঞ্চম স্থানে।