Dinesh Karthik: প্লে-অফেই ওঠা হল না, আবেগঘন পোস্ট কার্তিকের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 25, 2023 | 8:00 AM

Royal Challengers Bangalore: কার্তিকের পারফরম্যান্সে অখুশি অনেকেই। অভিজ্ঞ ক্রিকেটার সামনের বছর আইপিএল খেলবেন কিনা তা নিয়েও রয়েছে বিস্তর প্রশ্ন। কার্তিকের বিকল্প হিসেবে অনুজ রাওয়াতকে ভেবে রাখছে আরসিবি। এ বছর বেশ কয়েকটা ম্যাচও খেলেছেন তিনি।

Dinesh Karthik: প্লে-অফেই ওঠা হল না, আবেগঘন পোস্ট কার্তিকের
Image Credit source: twitter

Follow Us

আরও একটা মরসুম। আরও একটা প্রত্যাশা শেষ হল হতাশা দিয়ে। ২০০৮ সাল থেকে সঙ্গী শুধুই ব্যর্থতা। এর আগে ফাইনালে উঠেও কাপ জেতা হয়নি। এ বারও কোহলি-ডুপ্লেসিদের ঘিরে ছিল আকাশছোঁয়া প্রত্যাশা। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কোহলির দুরন্ত ব্যাটিং সত্ত্বেও জয় আসেনি। শুভমন গিলের ব্যাটিং আরসিবির খেতাব জয়ের স্বপ্নকে কয়েক যোজন দূরে ঠেলে দেয়। প্লে অফেও ওঠা হয়নি আরসিবির। ম্যাচের পর দর্শকদের ধন্যবাদ জানান বিরাট কোহলি। তবে আক্ষেপ নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়েন তিনি। ছিটকে যাওয়ার পর হতাশা চেপে রাখতে পারছেন না দীনেশ কার্তিকও। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শূন্য রানে আউট হন তিনি। যশ দয়ালের বাউন্সার সামলাতে না পেরে ক্যাচ আউট হন। কোচ সঞ্জয় বাঙ্গারও বলেন কার্তিকের হতাশার কথা। বিস্তারিত TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কোহলি, ডুপ্লেসি, ম্যাক্সওয়েল ছাড়া কোনও ব্যাটারই সে ভাবে গোটা টুর্নামেন্টে ছাপ রেখে যেতে পারেননি। টুর্নামেন্ট শেষে অবশ্যই কাটাছেঁড়া চলবে আরসিবি শিবিরে। বোলিং বিভাগে একা রক্ষা করেছেন মহম্মদ সিরাজ। বোলারদের ব্যর্থতার মাসুল গুনতে হয়েছে শেষ দিনেও। খেলার পর হতাশা চেপে রাখতে পারেননি দীনেশ কার্তিক। টুইটারে আবেগঘন পোস্ট আরসিবির অভিজ্ঞ কিপার ব্যাটারের।

টুইটারে কার্তিক লেখেন, ‘প্রত্যাশা অনূযায়ী আমরা পারফর্ম করতে পারিনি। ম্যাচের ফল আমাদের পক্ষে যায়নি। স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পরবর্তীতেও আমরা লড়াই চালিয়ে যাব। আমাদের ভালো সময়, খারাপ সময়ে পাশে থাকার জন্য সমর্থকদের ধন্যবাদ। তোমরাই আমাদের জগৎ।’

এ বারের আইপিএল মরসুমটা অবশ্য ভালো যায়নি কার্তিকের। এই মরসুমে ১৩ ম্যাচে ১৪০ রান করেছেন তিনি। ব্যাটিং গড় ১১.৬৭। কার্তিকের পারফরম্যান্সে অখুশি অনেকেই। অভিজ্ঞ ক্রিকেটার সামনের বছর আইপিএল খেলবেন কিনা তা নিয়েও রয়েছে বিস্তর প্রশ্ন। কার্তিকের বিকল্প হিসেবে অনুজ রাওয়াতকে ভেবে রাখছে আরসিবি। এ বছর বেশ কয়েকটা ম্যাচও খেলেছেন তিনি। তবে কার্তিককে পরের আইপিএলে দেখা যাবে কিনা সেটাই এখন প্রশ্ন।

Next Article