কলকাতা: টানা দ্বিতীয় বার আইপিএল ফাইনালে ওঠার লক্ষ্যে ধাক্কা খেয়েছে গুজরাট টাইটান্স। মঙ্গলবার, সিএসকের বিরুদ্ধে ১৫ রানে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হেরে গিয়েছে গুজরাট। তবে আইপিএল ফাইনালে (IPL 2023) ওঠার স্বপ্ন এখনই ভাঙছে না। আরও একটা সুযোগ রয়েছে হার্দিক পান্ডিয়ার দলের সামনে। আজ, বুধবারের এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে গুজরাট। প্রথম প্রচেষ্টায় হার মানতে হলেও, দ্বিতীয় চেষ্টায় সফল হবেন। আশাবাদী হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আবির্ভাবেই গুজরাটকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতোই সবার প্রথমে প্লে অফে জায়গা করে নিয়েছিলেন। প্রথম থেকেই প্রথমে থেকে শেষমুহূর্তে ফাইনালের পথ কঠিন হল হার্দিকদের সামনে। তবে হতাশ হচ্ছেন না গুজরাট অধিনায়ক। আগামী রবিবার, আইপিএলের গ্র্যান্ড ফাইনালে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দলের বিরুদ্ধে আরও একবার মুখোমুখি হওয়ার আশা হার্দিকের। ম্যাচ শেষে স্পষ্ট বলে দিলেন হার্দিক। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের অশ্বমেধের ঘোড়া থামিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনিরা। ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলের শীর্ষ ছিল গুজরাট। সেখান থেকে প্রথম কোয়ালিফায়ারে বাস্তবের রুক্ষ মাটিতে এসে পড়েছেন হার্দিক পান্ডিয়ার দল। ব্যাটিং-বোলিং সবেতেই যেন ড্যাডিস আর্মিদের কাছে পিছিয়ে পড়ল গুজরাট। সিএসকের হাতে পুঁজি বলতে ছিল ১৭২ রান। অতীতের ম্যাচ দেখে বলা যায় শুভমন গিল, ডেভিড মিলারদের কাছে এই লক্ষ্যমাত্রা জলভাত। কিন্তু চিপকের মাঠে হার্দিক পান্ডিয়ার সব পরিকল্পনা ফেল মাহি-মগজাস্ত্রের কাছে। মেনে নিলেন গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক। ম্যাচের পর মুক্তকণ্ঠে মাহির প্রশংসা করেছেন হার্দিক। বিশেষ করে যেভাবে তিনি বোলারদের ব্যবহার করেছেন তাতে হেরেও মুগ্ধ টাইটান্স ক্যাপ্টেন।
হার্দিক বলেন, “এটাই ওর বিশেষত্ব। যেভাবে মাথা খাটিয়ে বোলারদের ব্যবহার করেন, মনে হয় অতিরিক্ত ১০ রান যোগ হয়েছে। আমরা ক্রমাগত উইকেট হারিয়েছি। আর ও ক্রমাগত বোলারদের পরিবর্তন করেছেন। ক্রেডিট তো দিতেই হবে। রবিবার ধোনির সঙ্গে দেখা হলে ভালো লাগবে।” এখনই যে হাল ছাড়ছেন না তা হার্দিকের গলাতেই স্পষ্ট।