চিপক : অপেক্ষার আর একটা রাত। আগামী কাল পাওয়া যাবে এ বারের আইপিএলের প্রথম ফাইনালিস্ট। বিনোদনে ভরপুর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জমজমাট গ্রুপ পর্ব শেষ। অপেক্ষার আর ৪টি ম্যাচ। তারপরই পাওয়া যাবে আইপিএল-১৬-র (IPL) চ্যাম্পিয়ন। এ বারের উদ্বোধনী ম্যাচে আমেদাবাদে মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও মহেন্দ্র সিং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। চলতি আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি গত বারের চ্যাম্পিয়ন GT এবং আইপিএলের চার বারের চ্যাম্পিয়ন CSK। গত মরসুমটা ভালো কাটেনি সিএসকের। লিগ টেবলের ৯ নম্বরে থেকে শেষ করেছিল ইয়েলোব্রিগেড। অন্যদিকে আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশের বছরই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। এ বার এক অন্য মেজাজে এগোচ্ছে মাহির দল। গুজরাট তাদের চ্যাম্পিয়নসুলভ সত্ত্বা ধরে রেখেছে। ২০ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে গুজরাট। ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছেছে চেন্নাই। এ বার দেখার মঙ্গল বার চিপকে কোন দল করে বাজিমাত। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন আইপিএল-১৬-র প্রথম কোয়ালিফায়ার ম্যাচ।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ৩ বার মুখোমুখি হয়েছিল দুই দল। গত মরসুমের ২ ম্যাচে সিএসকে হেরেছিল গুজরাটের কাছে। এ বারও ছবিটা বদলায়নি। মরসুমের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে দেয় গুজরাট। সেই হারের বদলা কি এ বার নিতে পারবে চেন্নাই?
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের কোয়ালিফায়ার ১ ম্যাচটি কবে হবে?
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের কোয়ালিফায়ার ১ ম্যাচটি (২৩ মে) আগামী কাল, মঙ্গলবার হবে।
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের কোয়ালিফায়ার ১ ম্যাচটি কোথায় হবে?
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের কোয়ালিফায়ার ১ ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হবে।
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের কোয়ালিফায়ার ১ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের কোয়ালিফায়ার ১ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের কোয়ালিফায়ার ১ ম্যাচের লাইভ স্ট্রিমিং?
গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের কোয়ালিফায়ার ১ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।