AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GT vs LSG, IPL 2023 : ব্যাটে ঋদ্ধি-শুভমন, অনবদ্য মোহিত; লখনউকে হারিয়ে কার্যত প্লে অফে পাকা গুজরাট

গুজরাটের ২২৮ রানের জবাবে কুইন্টন ডি'কক, কাইল মায়ার্সের ব্যাটিং চিন্তা বাড়িয়েছিল। তবে এই জুটিকে ফেরাতেই গুজরাট শিবিরের উপর থেকে সরল কালো মেঘ।

GT vs LSG, IPL 2023 : ব্যাটে ঋদ্ধি-শুভমন, অনবদ্য মোহিত; লখনউকে হারিয়ে কার্যত প্লে অফে পাকা গুজরাট
Image Credit: Twitter
| Edited By: | Updated on: May 07, 2023 | 8:04 PM
Share

আমেদাবাদ: দুই ভাইয়ের লড়াই। আইপিএলের (IPL 2023) ইতিহাসে এই প্রথম দুই ভাইয়ের ক্যাপ্টেন্সিতে একে অপরের বিরুদ্ধে খেলা হল ম্যাচ। রবিবাের গুজরাট টাইটান্স বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে বহুদিক থেকেই এগিয়ে ছিল গুজরাট (GT vs LSG)। গতবারের চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবলের শীর্ষে। ব্যাটে-বলে সব বিভাগেই দুরন্ত। অন্যদিকে অধিনায়ক লোকেশ রাহুলের চোট, নামী ব্যাটারদের ব্যর্থতা নিয়ে যুঝছিল লখনউ। প্রথমে ব্যাট করে লখনউয়ের বোলারদের নাস্তানাবুদ করলেন ঋদ্ধিমান সাহা, শুভমন গিলরা। গুজরাটের ২২৮ রানের জবাবে কুইন্টন ডি’কক, কাইল মায়ার্সের ব্যাটিং চিন্তা বাড়িয়েছিল। তবে এই জুটিকে ফেরাতেই গুজরাট শিবিরের উপর থেকে সরল কালো মেঘ। বল হাতে অনবদ্য পারফরম্যান্স মোহিত শর্মার। ৫৬ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে নিল গুজরাট টাইটান্স। ভাইয়ের কাছে দাদার হার। ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফে জায়গা প্রায় পাকা করে নিল গতবারের চ্যাম্পিয়নরা। বিস্তারিত TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

ব্যাটিংয়ে শুরু থেকে ছন্দ বেঁধে দিয়েছিলেন ঋদ্ধিমান সাহা। একদিকে ঋদ্ধির ধুমধাড়াক্কা ব্যাটিং। ২০ বলে অর্ধশতরান। এটি ঋদ্ধির আইপিএল কেরিয়ারের দ্রুততম হাফসেঞ্চুরি। লখনউয়ের বিরুদ্ধে পাওয়ার প্লে-তে গুজরাট কোনও উইকেট না হারিয়ে তোলে ৭৮ রান। আইপিএলে গুজরাটের পাওয়ার প্লে-তে তোলা সর্বাধিক রান। একটা সময় একপ্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঋদ্ধির ব্যাটে চার-ছয়ের ফুলঝুরি দেখছিলেন শুভমন গিল। পাওয়ার প্লে-তে গুজরাটের করা ৭৮ রানের মধ্যে ৫৪ রান করেন ঋদ্ধি। টাইটান্সদের এই ওপেনিং জুটিকে কোনও মতেই ভাঙতে পারছিলেন না লখনউয়ের বোলাররা।১৩তম ওভারে অবশেষে ঋদ্ধি-শুভমন জুটি ভাঙেন আবেশ খান। ততক্ষণে ৮১ রানে পৌঁছে গিয়েছিলেন ঋদ্ধিমান। মনে হচ্ছিল সেঞ্চুরি আসতে চলেছে তাঁর ব্যাটে। ১৯ রানের জন্য তা সম্ভব হয়নি। ঋদ্ধির ৮১ রানের ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছয়। ওপেনিং জুটিতে ৭৪ বলে ১৪২ রানের পার্টনারশিপ গড়েন ঋদ্ধি ও গিল। প্রথমদিকে শুভমন গিলের মন্থর ব্যাটিং। তবে অপরদিকে ঋদ্ধির মারমুখী মেজাজ দেখে শুভমনও নিজের রূপে ফিরতে বেশি সময় নিলেন না। সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন শুভমন। তবে আইপিলএলে প্রথম শতরান থেকে ৬ রান দূরে থামতে হল তাঁকে। অপরাজিত ৯৪ রানের ইনিংস। ২০ ওভারে ২২৭ রান তোলে গুজরাট টাইটান্স।

সামনে বড় লক্ষ্য। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই মারমুখী ছিলেন কাইল মায়ার্স ও কুইন্টন ডি’কক। পাওয়ার প্লে ওভারে ওঠে ৭২ রান। ৮.২ ওভারে জুটি ভাঙেন মোহিত শর্মা। ৪৮ রানে বিধ্বংসী কাইল মায়ার্সকে ফিরিয়ে বড় ধাক্কা দেন মোহিত। মায়ার্স ফিরলেও কুইন্টন ডি’কক ভরসা দিচ্ছিলেন লখনউকে। ৪১ বলে ৭০ রান করে তিনিও ফেরেন। লখনউয়ের রান তোলার গতি থমকে যায়। ছয় নম্বরে নেমে খানিকটা চেষ্টা করেছিলেন আয়ুষ বাদোনি। কিন্তু দুশোর উপরে রান তাড়া করে ম্যাচ জেতানোর মতো কাউকে পাওয়া যায়নি। ৭ উইকেট হারিয়ে ১৭১ রানে আটকে যায় লখনউ। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট মোহিত শর্মার। ৫৬ রানের বড় ব্যবধানে গুজরাটের কাছে হার সুপার জায়ান্টসের।