আমেদাবাদ : অপেক্ষার আর একটা ম্যাচ। তা হলেই পাওয়া যাবে এ বারের আইপিএলের দ্বিতীয় ফাইনালিস্ট। গত বার আইপিএল অভিষেকেই সকলকে চমকে দিয়ে চ্য়াম্পিয়ন হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। সে বার হার্দিক পান্ডিয়ার দল ছিল আইপিএলের প্রথম ফাইনালিস্ট। চলতি আইপিএলে তেমনটা হয়নি। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে গুজরাট টাইটান্স। এ বার কোয়ালিফায়ার ২-তে খেলবে গুজরাট। আর ২দিন পর, ২৮ মে বিনোদনে ভরপুর আইপিএল (IPL 2023) এর ফাইনাল। আগামী কাল দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে আমেদাবাদে নামবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujarat Titans) ও রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএল ট্রফির শেষ লড়াইয়ে নামবে কারা? জানা যাবে আগামী কাল। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন আইপিএল-১৬-র গুজরাট বনাম মুম্বইয়ের কোয়ালিফায়ার ২ ম্যাচ।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে মোট ৩ বার দেখা হয়েছে দুই দলের। গত মরসুমে ১ বার মুখোমুখি হয়েছিল গুজরাট ও মুম্বই। সে বার জিতেছিল মুম্বই। চলতি মরসুমে দু’বার সাক্ষাৎ হয়েছে এই দুই দলের। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২৫ এপ্রিলের গুজরাট বনাম মুম্বই ম্যাচে ৫৫ রানে জিতেছিল হার্দিকের দল। ১২ মে-র ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৭ রানে জেতে রোহিত শর্মা। ফলে হেড টু হেডে ২-১ এগিয়ে মুম্বই।
গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের কোয়ালিফায়ার ২ ম্যাচটি কবে হবে?
গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের কোয়ালিফায়ার ২ ম্যাচটি (২৬ মে) আগামী কাল, শুক্রবার হবে।
গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের কোয়ালিফায়ার ২ ম্যাচটি কোথায় হবে?
গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের কোয়ালিফায়ার ২ ম্যাচটি গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে।
গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের কোয়ালিফায়ার ২ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের কোয়ালিফায়ার ২ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের কোয়ালিফায়ার ২ ম্যাচের লাইভ স্ট্রিমিং?
গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের কোয়ালিফায়ার ২ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।