Shubman Gill : চাই মাত্র ৯ রান, ডুপ্লেসিকে ছাপিয়ে যাওয়া সময়ের অপেক্ষা গিলের
GT vs MI, IPL 2023 : আইপিএলে আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ফাইনালে ওঠার লড়াই।
কলকাতা: ২০২৩ আইপিএলের প্রথম ফাইনালিস্ট হিসেবে পা রেখেছে চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ফাইনালিস্টের অপেক্ষা। আজই নির্ধারণ হয়ে যাবে ২৮ মে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কোন দুটি দল আইপিএলের ফাইনাল খেলবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি গুজরাট টাইটান্স ও মুম্বই ইন্ডিয়ান্স। নজরে থাকবেন শুভমন গিল, মহম্মদ সামি, রশিদ খান, সূর্যকুমার যাদব, এলিমিনেটর ম্যাচে হইচই ফেলে দেওয়া আকাশ মাধওয়াল। জিতলেই ফাইনাল, নয়তো এ বারের মতো আইপিএল (IPL 2023) থেকে বিদায়। টানা দ্বিতীয় বার ফাইনাল খেলার স্বপ্ন হার্দিকদের চোখে। অন্যদিকে গত মরসুমের ব্যর্থতা ঝেড়ে ষষ্ঠ আইপিএল ট্রফির লক্ষ্যে রোহিত শর্মারা। ম্যাচে তো ধুন্ধুমার লড়াই হবেই। তার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও থাকবে চোখ। চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের অন্যতম সম্পদ শুভমন গিল। ব্যাটারদের উপর ছড়ি ঘোরাচ্ছেন শুভমন (Shubman Gill)। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষস্থান দখল করার খুব কাছেই রয়েছেন তিনি। শুক্রবার গিলের ব্যাট থেকে আর মাত্র ৯ রান এলেই ফাফ ডুপ্লেসিকে হটিয়ে অরেঞ্জ ক্যাপের দখল নিয়ে নেবেন গিল। বিস্তারিত রইল TV9 Bangla Sports–র এই প্রতিবেদনে।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচ খেলে শুভমন গিলের রান সংখ্যা ৭২২। গড় ৫৫.৫৪। আরসিবি ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসির একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন। ১৪টি ম্যাচে ডুপ্লেসির রান সংখ্যা ৭৩০। আরসিবি প্লে অফে উঠতে না পারায় ডু প্লেসির রান সংখ্যা বাডা়নোর সুযোগ নেই। কিন্তু গিলের কাছে সুযোগ রয়েছে আরসিবি ক্যাপ্টেনকে ছাপিয়ে যাওয়ার। তাও মাত্র ৯ রান। গুজরাট ফাইনালে উঠলে রান সংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি। না উঠলেও আজ মুম্বইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে গিলের ব্যাটে রানের বর্ষণ হলেই এ বারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীর তালিকায় শীর্ষে থাকবেন গিল। এখনও পর্যন্ত দুটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতরান করেছেন তিনি। গুজরাটের একমাত্র প্লেয়ার হিসেবে চলতি মরসুমে শতরান করেছেন গিল। কোয়ালিফায়ার ২ ম্যাচেও গিলের ব্যাটে বড় স্কোর দেখার অপেক্ষা।
চেন্নাই সুপার কিংসের ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড় রয়েছেন তালিকায়। তবে গিল বা ডুপ্লেসির থেকে তাদের রান সংখ্যার ফারাক অনেকটাই বেশি। কনওয়ের রান সংখ্যা এখনও পর্যন্ত ৬২৫। ঋতুরাজ ৫৬৪। তাঁদের বাকি শুধু ফাইনাল ম্যাচ। তাই কনওয়ের পক্ষে ডুপ্লেসি বা গিলকে ছাপিয়ে যাওয়া কষ্টকর। হোক না হোক এ বারের কমলা টুপির মালিক হওয়ার ষোল আনা সম্ভাবনা শুভমন গিলের।