Harry Brook : যেখানে সন্ধে হয়, সেখানে ব্রুকের ভয়!
IPL 2023 : গত ম্য়াচে অবশেষে ওপেনিংয়ে পাঠানো হয় এই টপ অর্ডার ব্য়াটারকে। তাতেও লাভ হয়নি। ইডেন গার্ডেন্সে নতুন রূপে দেখা গেল হ্য়ারিকে।
দীপঙ্কর ঘোষাল : এ বারের আইপিএলে অন্য়তম আকর্ষণ ছিলেন হ্যারি ব্রুক। টেস্ট ক্রিকেটে একের পর এক অনবদ্য ইনিংস খেলে নজর কেড়েছিলেন। আইপিএলের মিনি অকশনে অন্য়তম নজর ছিল তাঁর দিকেও। অকশন টেবলে তাঁকে নিয়ে ঝড় ওঠে। অবশেষে ১৩ কোটি টাকার বেশি দামে তাঁকে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম বার আইপিএলে খেলছেন হ্য়ারি ব্রুক। টুর্নামেন্টে তাঁকে নিয়ে বাড়তি আগ্রহ ছিল। প্রথম দিকের ম্য়াচগুলিতে হ্য়ারি ব্রুককে মিডল অর্ডারে খেলায় সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু রান পাচ্ছিলেন না। গত ম্য়াচে অবশেষে ওপেনিংয়ে পাঠানো হয় এই টপ অর্ডার ব্য়াটারকে। তাতেও লাভ হয়নি। ইডেন গার্ডেন্সে নতুন রূপে দেখা গেল হ্য়ারিকে। তাঁকে চড়া দামে নিয়ে সানরাইজার্স যে ভুল করেনি, কিছুটা ঝলক দেখালেন ব্রুক। বিস্তারিত TV9Bangla-য়।
টস হেরে ব্য়াট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে হ্য়ারি ব্রুক। একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে নজর কাড়লেন। একটা সময় মনে হচ্ছিল এ বারের আইপিএলে দ্রুততম অর্ধশতরানে নিকোলাস পুরানের রেকর্ড ভেঙে দিতে পারেন ব্রুক। উল্টোদিক থেকে উইকেট পড়ায় কিছুটা ধৈর্যশীল হতে হয় তাঁকে। অবশেষে ৩২ বলে অর্ধশতরানে পৌঁছলেন হ্য়ারি ব্রুক। ছন্দে থাকলে তিনি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, ইংল্যান্ড ক্রিকেটের সমর্থকরা খুব ভালো ভাবেই জানেন। টেস্ট ক্রিকেটও খেলেন টি-টোয়েন্টির মেজাজে। তাঁর ব্য়াটেই এ বারের আইপিএলে প্রথম সেঞ্চুরি এল। মাত্র ৫৫ বলে শতরানে পৌঁছান হ্য়ারি ব্রুক।
প্রথম দিকের ম্য়াচ গুলিতে কম সমালোচনার সামনে পড়তে হয়নি হ্য়ারি ব্রুককে। টেস্টের ব্য়াটার, কেন তাঁকে এত দামে নেওয়া হয়েছে, এমন অনেক প্রশ্নই তোলা হচ্ছিল। এ বারের আইপিএলে প্রথম শতরান করে যেন বুঝিয়ে দিলেন, টেস্ট ক্রিকেটটা যেমন টি-টোয়েন্টির মতো খেলতে পারেন, টি-টোয়েন্টি তো এই মেজাজেই খেলবেন! ব্য়ক্তিগত ৪৫ রানে সূয়াশ শর্মা কট অ্যান্ড বোলের সুযোগ মিস করেছিলেন ব্রুকের। সেটাই যেন পার্থক্য় গড়ে দিল।