IPL 2023: নিজের অভিজ্ঞতা তুলে ধরে ঋষভ পন্থের লড়াইয়ে মনোবল বাড়ালেন নিকোলাস পুরান

এ বারের আইপিএলে নেই ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর সঙ্গে নিজের জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন Nicholas Pooran।

IPL 2023: নিজের অভিজ্ঞতা তুলে ধরে ঋষভ পন্থের লড়াইয়ে মনোবল বাড়ালেন নিকোলাস পুরান
নিজের অভিজ্ঞতা তুলে ধরে ঋষভ পন্থের লড়াইয়ে মনোবল বাড়ালেন নিকোলাস পুরান
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2023 | 9:45 AM

নয়াদিল্লি: ১৬তম আইপিএলে (IPL 2023) চোটের কারণে নেই দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়র ঋষভ পন্থ। টানা ৫ ম্যাচে হেরে দিল্লি লিগ টেবলের ১০ নম্বরে ধুঁকছে। ঋষভ পন্থ (Rishabh Pant) দলকে তাতাতে ড্রেসিংরুম থেকে মাঠে হাজির হচ্ছেন। কিন্তু দলের হারের সাক্ষী থাকছেন। জীবনের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ঋষভ পন্থ। বছর সাতেক আগে তাঁর মতো এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এক তরুণ ক্রিকেটার। পন্থের মতো তিনিও উইকেটকিপার-ব্যাটার। এখন তিনি ক্যারিবিয়ান দলের অন্যতম ভরসা। এই তিনি হলেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। বর্তমানে তিনি ব্যস্ত ১৬তম আইপিএলে। খেলছেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে। গত বছরের শেষে পন্থও ঠিক পুরানের মতো ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তাই জীবনের সেই কঠিন অধ্যায়টার অভিজ্ঞতা পন্থের সঙ্গে পুরান শেয়ার করেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ঋষভের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন পুরান। তিনি বলেন, ‘এটা ভীষণ চ্যালেঞ্জিং। এই সময়টা এতটাই কঠিন যে কেউ তোমাকে বুঝতে পারবে না। আমি ঋষভের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের দু’জনের মধ্যে সত্যিই ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু অনেক সময় আপনি এমন জায়গায় থাকেন, যখন আপনি ভীষণ হতাশ হয়ে যান। আপনি চাইতেই পারে যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। কিন্তু এটা কঠিন। আমারও সেই কঠিন দিনগুলোর কথা মনে পড়ে।’

নিজের জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরে পুরান বলেন, ‘মাঝে মাঝে তোমার চোখে পড়বে না যে আদৌ তুমি কতটা সুস্থ হচ্ছ। তুমি চাইবে তাড়াতাড়ি সুস্থ হতে। সবসময় তেমনটা তো হতে পারে না। এটা ভীষণ কঠিন। তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।’

পন্থকে বেশি করে নিজের সঙ্গেই সময় কাটাতে হবে। সে কথাও বলেন পুরান। তাঁর মতে, ‘পন্থকে এই সময় বুঝতে হবে কারা ওর পাশে রয়েছে আর কারা ওর বিরুদ্ধে। এটাই সময়, যখন তুমি বুঝতে পারবে যে কারা তোমার পরিবার, কারা আসল বন্ধু।’

পুরান আরও বলেন, ‘এইসময় নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। কারণ কাউকে প্রশ্ন করার মতো পরিস্থিতি তো এটা নয়। আর এই সময় ঈশ্বরের প্রতি আস্থা রাখতে হবে। নিজের প্রতি আস্থা রাখতে হবে, নিজের কঠোর পরিশ্রমের প্রতি আস্থা রাখতে হবে।’