KKR, IPL 2023 : জাতীয় দলে ডাক সময়ের অপেক্ষা! কেকেআরের তরুণকে নিয়ে ভবিষ্যদ্বাণী ভাজ্জির

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 11, 2023 | 3:26 PM

Harbhajan Singh on Rinku Singh : ধীরে ধীরে কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস হয়ে উঠেছেন রিঙ্কু সিং। এ বারের আইপিএলে ঠাণ্ডা মাথায় চাপ সামলে নাইটদের একাধিক ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু। সেই রিঙ্কুকে নিয়ে অনেকের মতো আশাবাদী ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।

KKR, IPL 2023 : জাতীয় দলে ডাক সময়ের অপেক্ষা! কেকেআরের তরুণকে নিয়ে ভবিষ্যদ্বাণী ভাজ্জির
জাতীয় দলে ডাক সময়ের অপেক্ষা! কেকেআরের তরুণকে নিয়ে ভবিষ্যদ্বাণী ভাজ্জির

Follow Us

কলকাতা : চলতি আইপিএলে (IPL 2023) নাইটরা যখনই সঙ্কটে পড়েছে সঙ্কটমোচন হয়ে দলকে উদ্ধার করেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। শেষ ওভারে তিনিই ধীরে ধীরে হয়ে উঠছেন নাইটদের ত্রাতা। যার ফলে আলিগড়ের রিঙ্কুকে কেকেআরের নয়া ফিনিশারও বলা হচ্ছে। কঠোর পরিশ্রমের ফল এ বারের আইপিএলের প্রতি ম্যাচে পাচ্ছেন রিঙ্কু। দলও তাঁর উপর ভরসা রাখছে। আর রিঙ্কুও সেই ভরসার মান রাখছেন। রিঙ্কু ক্রিজে থাকা মানেই কেকেআরের ডাগআউট থেকে শুরু করে ফ্যানেরা সকলেই ম্যাচ জেতার স্বপ্ন দেখে চলেছেন। আর সেই স্বপ্নপূরণ করছেন তিনি। এ বার সেই রিঙ্কুর ভবিষ্যৎ নিয়ে বড়সড় মন্তব্য করলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)। নাইটদের নয়া তারকাকে নিয়ে ঠিক কী বললেন ভাজ্জি? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ইডেনে আজ রাতে রয়েছে কেকেআরের হোম ম্যাচ। নীতীশ রানাদের প্রতিপক্ষ সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। ইডেনে এর আগের ম্যাচে পঞ্জাব কিংসকে ৫ উইকেটে হারিয়েছিল কেকেআর। সেই ম্যাচে শেষ বলে চার মেরে দলকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। ক্রিকেটের নন্দনকানন ফের রিঙ্কুর ব্যাটে ভেল্কি দেখার জন্য তৈরি। পিঙ্ক আর্মির বিরুদ্ধে কেকেআর নামার আগে সম্প্রচারকারী চ্যানেলের এক শো-তে ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং জানান, তাঁর মনে হয়ে কেকেআরের রিঙ্কু সিংয়ের জাতীয় দলে ডাক পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

ভাজ্জির মতে, রিঙ্কুর উত্থানের কাহিনি সকল তরুণ ক্রিকেটারের জন্য শিক্ষণীয়। রিঙ্কু কীভাবে কঠোর পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছে বাকিদের তা দেখে অনুপ্রাণিত হওয়া দরকার। হরভজন বলেন, ‘রিঙ্কু খুব তাড়াতাড়ি জাতীয় দলে ডাক পেতে চলেছে। ও সত্যিই একটা দারুণ প্লেয়ার। ওকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে। কঠোর পরিশ্রমের ফলেই রিঙ্কু আজ এই জায়গায় এসেছে। নিজের উপর বিশ্বাস রেখে ও যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ওর কৃতিত্ব অবশ্যই প্রাপ্য। রিঙ্কুর উত্থান উঠতি প্রতিভাদের কাছে শিক্ষণীয়।’

হরভজনের পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফও প্রশংসায় ভরিয়েছেন রিঙ্কুকে। তিনি বলেন, ‘রিঙ্কু এখন পরিণত ক্রিকেটার। ওর ফুটওয়ার্ক খুব ভালো। স্ট্রাইক রোটেট করতেও ও বেশ দক্ষ। রিঙ্কু বুঝে গিয়েছে কীভাবে ভালো ফর্মকে ভালো ইনিংসে পরিণত করতে হয়। ম্যাচের কোন সময় বড় শট খেলতে হবে সেটাও ভালো জানে রিঙ্কু।’

Next Article