CSK vs KKR, IPL 2023: ১১ বছর পর, চিপকের দুর্গ ভেদ নাইট বাহিনীর

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

May 15, 2023 | 10:40 AM

শেষবার কেকেআর সিএসকে-র বিরুদ্ধে চিপকের মাঠে জিতেছিল ২০১২ সালের আইপিএলের ফাইনালে। তারপর আর চেন্নাইয়ের দুর্গ ভেদ করা সম্ভব হয়নি বেগুনি জার্সিধারীদের।

CSK vs KKR, IPL 2023: ১১ বছর পর, চিপকের দুর্গ ভেদ নাইট বাহিনীর
Image Credit source: Twitter

Follow Us

চেন্নাই:  রিঙ্কু সিং এবং নীতীশ রানার হাফ সেঞ্চুরির ইনিংসে ভর করে চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) তাদেরই ঘরের মাঠে ৬ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ে কেকেআর শুধুমাত্র তাদের প্লে অফে পৌঁছনোর আশা বাঁচিয়ে রাখেনি, তৈরি হয়েছে বড়সড় রেকর্ডও। যেদিন চলতি মরসুমে মহেন্দ্র সিং ধোনি নিজের ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন (CSK vs KKR)। শেষবার কেকেআর সিএসকে-র বিরুদ্ধে চিপকের মাঠে জিতেছিল ২০১২ সালের আইপিএলের (IPL 2023) ফাইনালে। তারপর আর চেন্নাইয়ের দুর্গ ভেদ করা সম্ভব হয়নি বেগুনি জার্সিধারীদের। রবিবার রাতে দীর্ঘ এক দশকের খরা মিটেছে। ১১ বছর পর, দল ইতিহাসের পুনরাবৃত্তি করে সিএসকেকে হারিয়ে দিল ফের একবার। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

২০১০ ও ২০১১ সালের পর ২০১২ সালের আইপিএল ফাইনালে ওঠে চেন্নাই সুপার কিংস। সেদিন সিএসকের সামনে ট্রফি জয়ের হ্যাটট্রিক গড়ার সুযোগ ছিল তবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের সেই ইচ্ছে পূরণ হয়নি। চিপকের মাঠে ধোনিদের হারিয়ে প্রথম বারের মতো ট্রফি এসেছিল কলকাতা নাইট রাইডার্সের ঘরে। ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯০ রান তোলে চেন্নাই সুরেশ রায়নার ব্যাটে ৩৮ বলে ৭৩ রানের ইনিংস। রান তাড়া করতে নেমে প্রথমেই অধিনায়ক গৌতম গম্ভীরের উইকেট হারায় কলকাতা। ব্যপক চাপে পড়ে যায় কেকেআর। গোটা মরসুম ধরে তেমন পারফর্ম না করলেও ফাইনালে জ্বলে ওঠেন মনবিন্দর সিং বিসলা। জ্যাক কালিস (৬৯) ও বিসলা (৮৯) জুটির সৌজন্যে ম্যাচটি ৫ উইকেটে জিতে নেয় কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ সেরা হন মনবিন্দর সিং বিসলা। ১১ বছর পর ফের চিপকের দুর্গে হানা দিল নাইট বাহিনী।

রবিবারের জয়ে সিএসকে-র মাঠে বেশিবার তাদেরকেই হারানোর ক্ষেত্রে যৌথভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে কেকেআর। এই নিয়ে আইপিএলের ইতিহাসে তৃতীয়বার চিপকের মাঠে সিএসকে-র হিসেব উল্টে দিয়ে জয় হাসিল করল কেকেআর। নাইটদের পাশাপাশি এই রেকর্ড রয়েছে পঞ্জাবের। প্রীতি জিন্টার দলের কাছেও ঘরের মাঠে তিনবার হেরেছে চেন্নাই। তার মধ্যে চলতি আইপিএলে একবার।
সবার প্রথমে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মোট পাঁচবার ঘরের মাঠে সিএসকেকে হারিয়েছে মুম্বই।

Next Article