KKR vs CSK, TOSS : এক ম্যাচ খেলেই বাদ লিটন, টিমে উইজে; দেখে নিন দু-দলের একাদশ

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 23, 2023 | 7:45 PM

Kolkata Knight Riders vs Chennai Super Kings : ম্যাচের আগের দিন প্র্যাক্টিস দেখে মনে হয়নি, কেকেআর কম্বিনেশনে ফের বদল হবে। এই নিয়ে মরসুমের সপ্তম ম্যাচ খেলছে কেকেআর। সাত ম্যাচেই একাদশে কিছু না কিছু পরিবর্তন হয়েছে। কেকেআর জার্সিতে অভিষেক হতে চলেছে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজের।

KKR vs CSK, TOSS : এক ম্যাচ খেলেই বাদ লিটন, টিমে উইজে; দেখে নিন দু-দলের একাদশ
Image Credit source: IPL

Follow Us

দীপঙ্কর ঘোষাল : মঞ্চ প্রস্তুত। একদিকে ছন্দে থাকা চেন্নাই সুপার কিংস, অন্যদিকে, হারের হ্যাটট্রিক থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স। কম্বিনেশনে ফের বদল। এক ম্যাচ খেলেই বাদ বাংলাদেশের কিপার ব্যাটার লিটন দাস। গত ম্যাচেই আইপিএল অভিষেক হয়েছিল লিটনের। ব্যাট হাতে মাত্র ৪ রান। জোড়া স্টাম্পিংও মিস করেন। অল্প রানের পুঁজি নিয়েও শেষ অবধি দুর্দান্ত লড়াই করেছিলেন কেকেআর স্পিনাররা। লিটন স্টাম্পিং দুটো মিস না করলে হয়তো দিল্লি ক্য়াপিটালসের বিরুদ্ধে জিততেও পারতো কেকেআর। তবে ম্যাচের আগের দিন প্র্যাক্টিস দেখে মনে হয়নি, কেকেআর কম্বিনেশনে ফের বদল হবে। এই নিয়ে মরসুমের সপ্তম ম্য়াচ খেলছে কেকেআর। সাত ম্য়াচেই একাদশে কিছু না কিছু পরিবর্তন হয়েছে। কেকেআর জার্সিতে অভিষেক হতে চলেছে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইজের। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

মাঠের বাইরে যেমন ধোনিকে নিয়ে উন্মাদনা, তেমনই গ্যালারিতেও। কেকেআর সমর্থক কার্যত দূরবীণ দিয়ে খুঁজতে হবে। দু-দলের মধ্যে আগে মাঠে ঠোকে কলকাতা নাইট রাইডার্স। শনিবার প্র্য়াক্টিসে দেখা যায়নি রাসেলকে। টিমের তরফে জানানো হয়, তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। এ দিন সকলের আগে মাঠে প্রবেশ রাসেলের। ঢুকেই দৌঁড়তে শুরু করেন। তাঁর ডান হাঁটুতে ক্রেপ ব্য়ান্ডেজ বাঁধা। দৌঁড়নোর সময় কিছুটা অস্বস্তিতে দেখালো। পরে সতীর্থদের সঙ্গে ওয়ার্ম আপ শুরু করলেন। তাঁকে নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। ওয়ার্ম আপে বোলিং করায় কেকেআর শিবিরে স্বস্তি দেখা যায়।

ইডেন গার্ডেন্সে আসল গর্জনটা হল অবশ্য সিএসকে টিম মাঠে ঢুকতেই। প্রায় ছ’টা নাগাদ সিএসকে প্লেয়ার সাপোর্ট স্টাফরা মাঠে ঢোকেন। যদিও যাঁর জন্য অপেক্ষা, সেই মহেন্দ্র সিং ধোনি ঢুকলেন ৬.৩৫ নাগাদ। হাফ স্লিভ জার্সিতে তিনি মাঠে ঢুকতেই গ্যালারিতে শব্দব্রহ্ম। ক্য়ামেরার লেন্স, সকলের চোখ এক জনেই আটকে।

কেকেআর একাদশ : নারায়ণ জগদীশন, জেসন রয়, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিঙ্কু, সুনীল নারিন, ডেভিড উইজে, কুলবন্ত কেজরোলিয়া, সূয়াশ শর্মা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

চেন্নাই সুপার কিংস : ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মইন আলি, অম্বতি রায়ডু, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি, মাতিসা পাথিরানা, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা

 

 

 

Next Article