লখনউ: শনিবাসরীয় ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও পঞ্জাব কিংস। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনউ চারটির মধ্যে তিনটিতে জিতেছিল। সিএসকে-র বিরুদ্ধে হোঁচট খেতে হয়েছিল। ধাক্কা সামলে পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন রাহুলরা। তবে আরও একটা ধাক্কা লখনউয়ের। পঞ্জাব কিংসের বিরুদ্ধে বোর্ডে মাত্র ১৫৯ রান নিয়ে শেষ ওভার অবধি লড়াই। তবে জিতে মাঠ ছাড়া হল না লোকেশ রাহুলদের। সিকান্দার রাজার অনবদ্য ইনিংস। শেষ দিকে শাহরুখ খানের ক্যামিও ইনিংস। ৩ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্য পার করল পঞ্জাব কিংস। লোকেশ রাহুল ৭৪ রানের ইনিংস খেললেও উল্টোদিক থেকে কেউ ভরসা দিতে পারেননি। বড় কোনও পার্টনারশিপ গড়ে তুলতে না পারাই হারের মূল কারণ লখনউয়ের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টস বনাম পঞ্জাব কিংসের লাইভ আপডেটে নজর রাখুন TV9Bangla Sports-এর এই পেজে।
রুদ্ধশ্বাস সমাপ্তির পথে। শেষ ওভারে ৭ রান প্রয়োজন পঞ্জাবের। বোলিংয়ে রবি বিষ্ণোই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম অর্ধশতরান জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার। ৩৪ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছলেন। পরের বলে আউট জিতেশ শর্মা। অনবদ্য ক্যাচ লখনউ অধিনায়ক লোকেশ রাহুলের।
আস্কিং রেট বাড়ছে। রানের গতি বাড়ানোর চেষ্টায় ফিরলেন অধিনায়ক স্যাম কারান। পঞ্জাবের চাপ কিছুটা বাড়ল।
চোটে খেলছেন না শিখর ধাওয়ান। প্রভসিমরন সিংয়ের সঙ্গে ওপেনিংয়ে অথর্ব তাইডে। ওপেনিংস জুটি স্থায়ী হল না। বিনা রানেই এক উইকেট। আইপিএল অভিষেক যুধবীর সিংয়ের। তাঁর প্রথম শিকার অথর্ব।
২০ ওভারে লখনউয়ের খাতায় উঠল ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান। শেষ ওভারে জোড়া উইকেট স্যাম কারানের। জয়ের জন্য পঞ্জাব কিংসের প্রয়োজন ১৬০ রান।
আরও একটি উইকেটের পতন। ১৯.৪ ওভারে ডেবিউট্যান্ট যুধবীর সিং চরককে ফেরালেন স্যাম কারান।
আরও একটি উইকেট স্যাম কারানের। ১৯.৩ ওভারে সিকন্দর রাজার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন কৃষ্ণাপ্পা গৌতম (১)।
১৯ ওভারে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ১৫২/৬।
লোকেশ রাহুলকে ফেরালেন অর্শদীপ সিং। নাথান এলিসের হাতে ক্যাচ। ৫৬ বলে ৭৪ রান রাহুলের।
১১ বলে ১৫ রান। স্টইনিসকে ফেরালেন স্যাম কারান।
১৫তম ওভারে রাহুল চাহারের বিরুদ্ধে জোড়া ছক্কা হাঁকালেন মার্কাস স্টইনিস।
দ্বিতীয় বলেই বড় শট হাঁকানোর চেষ্টা। বাউন্ডারি লাইনে ফের ক্যাচ শাহরুখ খানের। চলতি মরসুমে দ্রুততম অর্ধশতরানকারী শূন্য রানে ফিরলেন। পরপর দু বলে জোড়া উইকেট রাবাডার।
তৃতীয় উইকেট হারাল লখনউ। রাবাডার বলে ডিপ মিড উইকেটে দুর্দান্ত ক্যাচ শাহরুখ খানের। ১৪.২ ওভারে লখনউ ১১০/৩।
টুর্নামেন্টের প্রথম অর্ধশতরান লোকেশ রাহুলের। ৪০ বলে ৫০ রান। ১৪ ওভারে ১০৮/২।
লখনউয়ের স্কোর ১০০ ছুঁয়েছে। ১২.৪ ওভারে স্কোর ১০০/২।
১০ ওভারে লখনউ সুপার জায়ান্টসের স্কোর ৭৪/২।
দ্বিতীয় উইকেট খোয়াল লখনউ। দীপক হুডাকে এলবিডব্লিউ সিকন্দর রাজার। ৮.৪ ওভারে লখনউ ৬২/২।
বিপজ্জনক হয়ে ওঠা কাইল মেয়ার্সকে ফেরালেন হরপ্রীত ব্রার। ২৩ বলে ২৯ রান। ৭.৪ ওভার শেষে লখনউয়ের স্কোর ৫৩/১।
প্রথম ৬ ওভারে বিনা উইকেট খুইয়ে ৪৯ রান লখনউয়ের। চার-ছক্কায় স্টেডিয়াম মাতাচ্ছে রাহুল-মেয়ার্স জুটি।
ওভারের তৃতীয় বলে পেল্লাই ছক্কা কাইল মেয়ার্সের। প্রথম ওভারে এল ৭ রান।
লখনউয়ের হয়ে ইনিংসের সূচনায় লোকেশ রাহুল ও কাইল মেয়ার্স। বোলিংয়ের সূচনায় ম্যাথু শর্ট।
লোকেশ রাহুল (ক্যাপ্টেন), কাইল মেয়ার্স, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, মার্ক উড, আবেশ খান, যুধবীর সিং
সাবস্টিটিউট: অমিত মিশ্র, জয়দেব উনাদকট, কে গৌতম, প্রেরক মানকাড, ড্যানিয়েল সামস
অর্থব তাইডে, ম্যাথু শর্ট, হরপ্রীত ভাটিয়া, সিকন্দর রাজা, স্যাম কারান (অধিনায়ক), জীতেশ শর্মা, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডা, রাহুল চাহার, অর্শদীপ সিং
সাবস্টিটিউট: প্রভসিমরন সিং, নাথান এলিস, ঋষি ধাওয়ান, মোহিত রাঠি
লোকেশ রাহুলের সঙ্গে টস করতে নামেন স্যাম কারান। টস জিতেছে পঞ্জাব কিংস। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত স্যাম কারানের।
ম্যাচ শুরুর আগে দুঃসংবাদ পঞ্জাব কিংস শিবিরে। গত ম্যাচে কাঁধে চোট পাওয়ায় লখনউয়ের বিরুদ্ধে খেলছেন না শিখর ধাওয়ান। তাঁর পরিবর্তে নেতৃত্ব দেবেন স্যাম কারান।
দলের বয়স মাত্র একবছর। এ বারের আইপিএলেও ছুটছে লখনউ সুপার জায়ান্টস। লোকেশ রাহুলের টিম সব বিভাগেই শক্তিশালী দল হিসেবে ছাপ রেখেছে টুর্নামেন্টে।