লখনউ : আইপিএলের সৌজন্যে একের পর এক থ্রিলার দেখেছেন ক্রিকেট প্রেমীরা। আরও একটা উচ্চ রক্তচাপ বাডা়নো ম্যাচ লখনউতে। এ বারের টুর্নামেন্টে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ দেখা গিয়েছে। রবিবার রাতের পর সোমবারও এমনই একটা ম্যাচ দেখা গেল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবদিক থেকেই জমজমাট। আইপিএলের ১৬তম সংস্করণে এ বারের টুর্নামেন্টে ৪৩ তম ম্যাচ ছিল এ দিন। লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপেয়ী একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অ্যাওয়ে ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। ফিরতি ম্যাচে বদলা নিল আরসিবি। মাত্র ১২৬ রানের পুঁজি নিয়ে ১৮ রানে জয়। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
চোট নিয়ে শেষ উইকেটে নামলেন লোকেশ রাহুল। ঠিক মতো দাঁড়াতেই পারছেন না। উল্টে বড়রকমের ঝুঁকি নিচ্ছেন।
জোড়া ক্যাচ। এর মধ্যে একটি শর্ট এক্সট্রা কভারে স্পট জাম্পে অনবদ্য ক্যাচ। লখনউয়ের হোম গ্রাউন্ড বিরাটের দখলে। গ্যালারিকে তাতাচ্ছেন বিরাট। মাত্র ১২৬ রানের পুঁজি নিয়েও মরিয়া লড়াই আরসিবির।
লখনউয়ে বৃষ্টি। গতি বাড়তেই খেলা থামাতে বাধ্য হলেন আম্পায়াররা। ১৫.২ ওভারে আরসিবির স্কোর মাত্র ৯৩-৪। স্থানীয় সময় ৮.৪৯ মিনিটে বন্ধ হল ম্যাচ। মাঠ ঢাকা পড়ল। ৯.১৫ তে ফের শুরু হবে খেলা।
চার ওভারের স্পেল শেষ করলেন রবি বিষ্ণোই। ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ উইকেট। তাঁর ওভারে কোনও বাউন্ডারি মারতে পারেনি আরসিবি। বিরাট কোহলি এবং ম্যাক্সওয়েলের উইকেট নিয়েছেন রবি বিষ্ণোই।
বাউন্ডারি লাইনে ডাইভ দিয়ে গুরুতর চোট লোকেশ রাহুলের। তাঁর জন্য স্ট্রেচার এলেও কোনওরকমে সাপোর্ট কাঁধে হাত রেখে মাঠ ছাড়লেন লোকেশ রাহুল।
মার্কাস স্টইনিসের বোলিংয়ে অল্পের জন্য বাঁচলেন ফাফ ডুপ্লেসি। ক্যাচ উঠেছিল। অনেক দৌড়ে ডাইভ মারলেও অল্পের জন্য হাতে বল জমল না নবীন উল হকের।
আরসিবির ইনিংস শুরু হল। ওপেনিংয়ে বিরাট-ফাফ। বোলিংয়ে সূচনার ক্রুণাল পান্ডিয়া।
মরসুমের প্রথম ম্যাচ খেলতে চলেছেন আরসিবির অজি পেসার জশ হ্যাজলউড। চোটের জন্য তাঁকে শুরু থেকে পাওয়া যায়নি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, অনুজ রাওয়াত, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমরোর, দীনেশ কার্তিক, সূয়াশ প্রভুদেশাই, ওয়ানিন্দু হাসারঙ্গা, করণ শর্মা, মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড
সাবস্টিটিউট- হর্ষল প্যাটেল, সোনু যাদব, মাইকেল ব্রেসওয়েল, বিজয়কুমার বিশাখ, শাহবাজ আহমেদ
লখনউ সুপার জায়ান্টস : লোকেশ রাহুল, কাইল মেয়ার্স, মার্কাস স্টইনিস, ক্রুনাল পান্ডিয়া, দীপক হুডা, নিকোলাস পুরান, কৃষ্ণাপ্পা গৌতম, রবি বিষ্ণোই, নবীন উল হক, অমিত মিশ্র, যশ ঠাকুর
সাবস্টিটিউট- আয়ুষ বাদোনি, ড্যানিয়েল স্যামস, কুইন্টন ডি’কক, প্রেরক মানকড়, আবেশ খান
প্রথম ব্য়াটার হিসেবে আইপিএলে ৭ হাজার রানের মাইলফলকের সামনে বিরাট কোহলি। লখনউয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে নামছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। জয়ে ফিরতে মরিয়া আরসিবি। ব্য়ক্তিগত মাইলফলকে পৌঁছতে আর ৪৩ রান প্রয়োজন বিরাটের। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লিঙ্কে।