মুম্বই : বিরাট বনাম রোহিত! সেটাও বলা যাচ্ছিল না। এ বারের আইপিএলে চূড়ান্ত বৈপরিত্য দেখা গিয়েছে। সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার রোহিত শর্মা। আইপিএলে ফর্মের ধারেকাছে নেই। এই ম্যাচের আগে চার ইনিংসে তাঁর সংগ্রহ ছিল মাত্র পাঁচ রান। আরসিবির বিরুদ্ধে ৭ রানে ফিরলেন রোহিত। যদিও তাঁর আউট নিয়ে বিতর্ক রয়েছে। অন্যদিকে, ধারাবাহিক ভালো খেলছিলেন বিরাট কোহলি। এই ম্যাচে তাঁরও হতাশা। ইনিংসের প্রথম ওভারেই আউট বিরাট কোহলি। দু-দলই ১০ পয়েন্টের ট্রাফিক জ্যামে আটকে ছিল। সেখান থেকে বেরোল মুম্বই ইন্ডিয়ান্স। নেট রান রেটেও উন্নতি করল তারা। আইপিএলের সৌজন্যে একের পর এক থ্রিলার দেখেছেন ক্রিকেট প্রেমীরা। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে থ্রিলার হল, তবে সবটাই স্কাইয়ের ব্যাটে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
অনবদ্য ব্যাটিং করছিলেন ঈশান কিষাণ। ওয়ানিন্দু হাসারঙ্গার বোলিংয়ে কট বিহাইন্ড। ২১ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস মুম্বইয়ের তরুণ ওপেনারের। ক্রিজে স্কাই। ওভারে জোড়া ধাক্কা দিলেন হাসারঙ্গা। ঈশানের পর ফেরালেন রোহিতকেও। লেগবিফোরের আবেদনে সাড়া দেননি অন-ফিল্ড আম্পায়ার। আত্মবিশ্বাসী রিভিউ আরসিবির। ব্য়র্থতা জারি রইল রোহিতের। মাত্র ৭ রানে ফিরলেন। রিভিউ দেখে রোহিত বিশ্বাসই করতে পারছিলেন না।
ফাফ ডুপ্লেসির সঙ্গে জুটিতে একশোর বেশি রান যোগ করেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশাল লক্ষ্যের দিকে এগোচ্ছিল আরসিবি। ম্যাক্সওয়েলকে ফিরিয়ে মুম্বই শিবিরে কিছুটা স্বস্তি আনেন জেসন বেহরেনডর্ফ। পরের ওভারে মহীপাল লোমরোরকে ফেরালেন কুমার কার্তিকেয়।
আরসিবি জার্সিতে এক হাজার রানের মাইলফলক পেরিয়ে গেলেন ফাফ ডুপ্লেসি। এ বারের আইপিএলেও দুর্দান্ত ছন্দে।এ বারের আইপিএলে ষষ্ঠ অর্ধশতরান। ৩০ বলে হাফসেঞ্চুরিতে ফাফ ডুপ্লেসি। ম্য়াক্সিকে নিয়ে শতরানের জুটির দিকে।
মাত্র ২৫ বলে অর্ধশতরান গ্লেন ম্যাক্সওয়েলের। এ বারের আইপিএলে চতু্র্থ অর্ধশতরান।
প্রথম ওভারেই বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপে ছিল আরসিবি। তিনে নামেন অনুজ রাওয়াত। তরুণ ব্যাটারের কাছে সুযোগ ছিল টাইম নিয়ে ভালো ইনিংস খেলার। যদিও স্কুপ খেলার চেষ্টায় আউট হলেন. বেহরেনডর্ফের ঝুলিতে ২ উইকেট।
ড্রেসিংরুম থেকে ক্রিজে আসা অবধি সকলেই অপেক্ষায় ছিলেন বিরাট কোহলির ব্যাটিং দেখায়। চতুর্থ বলেই স্টেপ করে বড় শট খেলতে চেয়েছিলেন বিরাট কোহলি। বাঁ হাতি পেসার জেসন বেহরেনডর্ফের বোলিংয়ে কট বিহাইন্ডের আবেদন হলেও মাঠের আম্পায়ার আউট দেননি। রিভিউতে ধরা পড়ে, ব্যাট ছুঁয়েই কিপার ঈশান কিষাণের হাতে গিয়েছে বল।
ওয়াংখেড়েতে আইকন বনাম আইকন! ভারতীয় ক্রিকেটের দুই আইকন রোহিত শর্মা বনাম বিরাট কোহলি। দু-দলই এ বারের মরসুম শুরু করেছিল পরস্পরের বিরুদ্ধে। দু-দলেরই ১০ পয়েন্ট। যে জিতবে, প্রথম চারে ঢুকে পড়বে পয়েন্ট তালিকায়।
মুম্বই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা, ঈশান কিষাণ, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, নেহাল ওয়াদেরা, কুমার কার্তিকেয়, পীযুষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, আকাশ মাধওয়াল, ক্রিস জর্ডন
সাবস্টিটিউট : রমনদীপ সিং, ত্রিস্তান স্টাবস, বিষ্ণু বিনোদ, সন্দীপ ওয়ারিয়ের, রাঘব গোয়েল
ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামতে পারেন বিষ্ণু বিনোদ। অভিষেক হবে তাঁর।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, অনুজ রাওয়াত, মহিপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, বিজয়কুমার বিশাখ, হর্ষল প্যাটেল, ওয়ানিন্দু হাসারঙ্গা, মহম্মদ সিরাজ, জশ হ্যাজলউড
সাবস্টিটিউট- কেদার যাদব, মাইকেল ব্রেসওয়েল, সূয়াশ প্রভুদেশাই, করণ শর্মা, শাহবাজ আহমেদ
বর্তমান প্রজন্মের সেরা ব্যাটারকে কাছে পেয়ে ফ্রেমবন্দী করছেন ক্রিকেটপ্রেমীরা।
??#TATAIPL | #MIvRCB pic.twitter.com/CHILPcpLdA
— IndianPremierLeague (@IPL) May 9, 2023
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। জোফ্রা যেহেতু নেই, ক্রিজ জর্ডন মুম্বইয়ের হয়ে অভিষেক করবেন, জানালেন রোহিত শর্মা।
করণ শর্মার জায়গায় বিজয়কুমার বিশাখকে খেলাবে আরসিবি। জানালেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি। কিছুক্ষণের মধ্যেই পুরো একাদশ দেওয়া হবে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ওয়াংখেড়েতে ম্যাচ। তার আগে পিচ দেখে নিলেন বিরাট কোহলি। মুম্বই বনাম আরসিবি ম্যাচের লাইভ আপডেট TV9Bangla Sports-এর এই লিঙ্কে।