Rohit Sharma : রোহিতের আউট ঘিরে বিতর্ক! MI ফ্যানেরা কাঠগড়ায় দাঁড় করালেন সঞ্জুকে

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 01, 2023 | 4:06 PM

IPL 2023, MI vs RR : আইপিএলের ১০০০তম ম্যাচে সব ভালোর মধ্যে খারাপও রয়েছে। আর সেই খারাপ রয়েছে রোহিত শর্মাকে (Rohit Sharma) কেন্দ্র করেই। যশস্বী জয়সোয়ালের ১২৪ রানের দুরন্ত ইনিংসে ভর করে মুম্বইকে ২১৩ রানের টার্গেট দিয়েছিল রয়্যালস। বড় রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক রোহিতের উইকেট হারিয়ে বিরাট ধাক্কা খায় মুম্বই। আর রোহিতের আউট হওয়া নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।

Rohit Sharma : রোহিতের আউট ঘিরে বিতর্ক! MI ফ্যানেরা কাঠগড়ায় দাঁড় করালেন সঞ্জুকে
রোহিতের আউট ঘিরে বিতর্ক! MI ফ্যানেরা কাঠগড়ায় দাঁড় করালেন সঞ্জুকে
Image Credit source: IPL Website

Follow Us

মুম্বই : দেখতে দেখতে আইপিএলের ১০০০তম ম্যাচ (IPL 1000th match) হয়ে গেল। রবি-রাতে মুম্বইয়ের ওয়াংখেড়ে রীতিমতো সেজে উঠেছিলেন এই বিশেষ ম্যাচের জন্য। তবে শুধু হাজারতম আইপিএল ম্যাচ বলেই তা বিশেষ ছিল না। এই ম্যাচ নানা দিক থেকে স্পেশাল ছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অধিনায়ক হিসেবে ১৫০তম ম্যাচ খেললেন রোহিত শর্মা (Rohit Sharma)। রবিবার, ৩০ এপ্রিল ছিল তাঁর জন্মদিনও। আর জন্মদিনের স্পেশাল গিফ্ট হিসেবে সতীর্থরা রোহিতকে সাজিয়ে দিয়েছেন একটা রুদ্ধশ্বাস ম্যাচে জয়। ফলে সবদিক থেকে রবিবাসরীয় মুম্বই বনাম রাজস্থান (MI vs RR) ম্যাচ হয়েছে হিটম্যানের। হারের হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালসকে নিজেদের ঘরের মাঠে ৬ উইকেটে হারানোর ফলে হারের হ্যাটট্রিক আটকে জয়ে ফিরেছে রোহিতের দল। সব ভালোর মধ্যে খারাপও রয়েছে। আর সেই খারাপ রয়েছে রোহিত শর্মাকে কেন্দ্র করেই। যশস্বী জয়সওয়ালের ১২৪ রানের দুরন্ত ইনিংসে ভর করে মুম্বইকে ২১৩ রানের টার্গেট দিয়েছিল রয়্যালস। বড় রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক রোহিতের উইকেট হারিয়ে বিরাট ধাক্কা খায় মুম্বই। আর রোহিতের আউট হওয়া নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মার আউট হওয়ার মুহূর্তের ভিডিয়ো ভাইরাল হয়েছে। যা দেখে MI ফ্যানেরা কার্যত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজস্থানের অধিনায়ক, উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসনকে (Sanju Samson)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

মুম্বই ইন্ডিয়ান্স পাহাড় প্রমাণ রান তাড়া করার সময় দ্বিতীয় ওভারের শেষ বলে রাজস্থান রয়্যালসের পোড় খাওয়া পেসার সন্দীপ শর্মা তুলে নেন রোহিত শর্মার উইকেট। সন্দীপের বোলিংয়ে এমনিই গতি কম। নিখুঁত লাইন লেন্থে বোলিংয়েই নজর থাকে সন্দীপের। দ্বিতীয় ওভারে শেষ ডেলিভারিতে নাকল বল করেন সন্দীপ। উইকেট লক্ষ্য করে ডেলিভারি ছিল। যা এতটাই মন্থর আসে, রোহিত শর্মা উইকেট ছেড়ে বোকা বনে যান। অফ স্টাম্পে লাগে বল। ৫ বলে মাত্র ৩ রান করে ফেরেন ক্যাপ্টেন রোহিত। যা দেখে মুহূর্তের জন্য ওয়াংখেড়ের গ্যালারি স্তব্ধ হয়ে যায়।

ম্যাচের শেষে সোশ্যাল মিডিয়ায় রোহিতের আউট হওয়ার সময়ের এক ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। যেখানে সকলেই প্রশ্ন তোলেন, ভিডিয়ো দেখে মনে হয়েছে বল বেল স্পর্শ করেনি, বরং রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন ও উইকেটকিপার সঞ্জু স্যামসনের গ্লাভস লেগে বেল নড়ে যায়। রোহিত সত্যি আউট ছিলেন কিনা তা একটি মাত্র অ্যাঙ্গেল দেখে পরিষ্কার ছিল না। তাই রোহিতের সমর্থকদের প্রশ্ন ফিল্ড আম্পায়র কেন তৃতীয় আম্পায়ারের সাহায্য নেননি? সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভাইরাল হওয়া ছবি-ভিডিয়োতে কমেন্ট করেন রোহিত শর্মা নট আউট ছিলেন।

এক ঝলকে দেখে নিন রোহিতের আউটকে কেন্দ্র করে কয়েকটি টুইট —

Next Article