মুম্বই : দেখতে দেখতে ১৬তম আইপিএল (IPL 2023) শেষের পথে। ২৮ মে অবধি চলবে বিনোদনে ভরপুর আইপিএল। আজ ডাবল হেডার রয়েছে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস। শনি-রাতে ইডেনে লড়াই হবে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টসের। আগামী কাল রবিবার রয়েছে এ বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গ্রুপ পর্বের শেষ ২টি ম্যাচ। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ঘরের মাঠে ম্যাচ। প্রতিপক্ষ এইডেন মার্করামের সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদ প্লে অফের দৌড় থেকে বেরিয়ে গিয়েছে। মুম্বই এখনও এই তালিকায় টিকে। লিগ টেবলের ছয় নম্বরে থাকা মুম্বইয়ের পয়েন্ট ১৪। হায়দরাবাদের বিরুদ্ধে জয় চাই রোহিতদের। অরেঞ্জ আর্মির হারানোর কিছু নেই। জয় দিয়ে এ বারের মতো আইপিএল যাত্রা শেষ করাতেই নজর হায়দরাবাদের। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে মোট ২০ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে মুম্বই জিতেছে ১১ বার। আর হায়দরাবাদ জিতেছে ৯ বার। এ বার দেখার মুম্বইয়ের ঘরের মাঠে কোন দল ২ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচ।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কবে হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি (২১ মে) আগামী কাল, রবিবার হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কোথায় হবে?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে।
মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। তার আগে টস হবে বিকেল ৩টে নাগাদ।
কোথায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।