মোহালি : আইপিএলের সৌজন্যে একের পর এক থ্রিলার দেখেছেন ক্রিকেট প্রেমীরা। আইপিএলে সাধারণত শনি ও রবিবার ডাবল হেডার থাকে। আজও ডাবল হেডার ছিল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। যদিও বৃষ্টির কারণে মাঝপথেই স্থগিত হয়ে যায় এই ম্য়াচ। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। এ বারের টুর্নামেন্টে বেশ কিছু রোমাঞ্চকর ম্য়াচ দেখা গিয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবদিক থেকেই জমজমাট। আইপিএলের ১৬তম সংস্করণে এ বারের টুর্নামেন্টে ৪৬ তম ম্যাচও রুদ্ধশ্বাস হয়ে উঠল। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল পঞ্জাব কিংস। মোহালিতে ২১৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৭ বল বাকি থাকতেই জিতে বদলা মুম্বই ইন্ডিয়ান্সের। শতরানের জুটি গড়েন ঈশান কিষাণ ও সূর্যকুমার যাদব। আইপিএলে পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
ফিল্ডিংয়ে হতাশার মুহূর্ত মুম্বই ইনিংসের। বাউন্ডারি লাইনে একটি ক্য়াচ ফসকায়। তেমনই গালিতে শিখর ধাওয়ানের ক্যাচ পড়ে জোফ্রা আর্চারের। জোড়া ক্য়াচ ফেলা মুম্বইয়ের জন্য বড় সমস্য়া তৈরি করতে পারে।
মুম্বই ইন্ডিয়ান্স : ক্যামেরন গ্রিন, ঈশান কিষাণ, তিলক ভার্মা, রোহিত শর্মা, টিম ডেভিড, আর্শাদ খান, নেহাল ওয়াদেরা, জোফ্রা আর্চার, পীযুষ চাওলা, কুমার কার্তিকেয়, আকাশ মাধওয়াল
সাবস্টিটিউট : সূর্যকুমার যাদব, ত্রিস্তান স্টাবস, ডিওয়াল্ড ব্রেভিস, বিষ্ণু বিনোদ, রমনদীপ সিং
পঞ্জাব কিংস : শিখর ধাওয়ান, প্রভসিমরণ সিং, ম্যাথু শর্ট, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, স্য়াম কারান, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, ঋষি ধাওয়ান, রাহুল চাহার, অর্শদীপ সিং,
সাবস্টিটিউট : নাথান এলিস, সিকান্দার রাজা, অথর্ব তাইডে, মোহিত রাঠী, শিবম
টস জিতে ধাওয়ানকে মজা করে রোহিত বলেন, কী করি বল। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। সঞ্চালক অঞ্জুম চোপড়া তাঁকে বলেন, কী সিদ্ধান্ত নিলেন? রোহিত মজা করে বলেন, ধাওয়ানকে জিজ্ঞেস করলাম, ও বলল বোলিং করতে, তাই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলাম।
ঘরের মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাবের কাছে হেরেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এ বার মোহালিতে বদলার ম্য়াচ রোহিত শর্মাদের কাছে। ডাবল হেডারে দিনের প্রথম ম্য়াচটি বৃষ্টিতে মাঝপথেই ভেস্তে গিয়েছে। পঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই পেজে।