ধর্মশালা : দেখতে দেখতে ১৬তম আইপিএল (IPL 2023) শেষের পথে। একেবারে প্লে অফে ওঠার লাস্ট ল্যাপে পৌঁছে গিয়েছে ৭ দল। কারণ, গুজরাটের প্লে অফ নিশ্চিত। আর হায়দরাবাদ ও দিল্লি এই দৌড় থেকে বেরিয়ে গিয়েছে। তাই বাকি থাকা ৭ দল এখনও লড়াইয়ে টিকে। ২৮ মে অবধি চলবে বিনোদনে ভরপুর আইপিএল। আগামী কাল শুক্রবার রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের (Punjab Kings) শেষ হোম ম্যাচ এবং এ বারের আইপিএলের গ্রুপ পর্বে এটিই তাঁদের শেষ ম্যাচ। পঞ্জাব নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছিল। যার ফলে পঞ্জাবের প্লে অফের রাস্তা ভীষণ কঠিন হয়ে গিয়েছে। আগামী কাল প্রীতির পঞ্জাবের প্রতিপক্ষ সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। রাজস্থান নিজেদের শেষ ম্যাচে হেরেছিল। পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে পিঙ্ক আর্মি। আট নম্বরে রয়েছে পঞ্জাব। TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন আইপিএল-১৬-র পঞ্জাব বনাম রাজস্থানের ম্যাচ।
হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে মোট ২৫ বার মুখোমুখি হয়েছিল দুই দল। যার মধ্যে ১১ বার জিতেছে পঞ্জাব, ১৪ বার জিতেছে রাজস্থান। এ বারের আইপিএলে শেষে সাক্ষাতে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থানকে ৫ রানে হারিয়েছিল পঞ্জাব কিংস। এ বার দেখার আগামী কাল কোন দল কাকে ছাপিয়ে যায়।
পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কবে হবে?
পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি (১৯ মে) আগামী কাল, শুক্রবার হবে।
পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কোথায় হবে?
পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে।
পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
পঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২৩ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।