IPL 2023 Playoffs: গ্রুপ পর্ব শেষ, এ বার পালা প্লে অফ ও ফাইনালের; সূচি থেকে ভেনু রইল বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 22, 2023 | 7:25 AM

IPL 2023 Playoffs and Final Schedule: ১৬তম আইপিএলের গ্রুপ পর্ব শেষ। প্লে অফের ৪ দল পাওয়া গিয়েছে। এক ঝলকে দেখে নিন এ বারের আইপিএলের প্লে অফের সূচি, ভেনু থেকে সময়।

IPL 2023 Playoffs: গ্রুপ পর্ব শেষ, এ বার পালা প্লে অফ ও ফাইনালের; সূচি থেকে ভেনু রইল বিস্তারিত
গ্রুপ পর্ব শেষ, এ বার পালা প্লে অফ ও ফাইনালের; সূচি থেকে ভেনু রইল বিস্তারিত
Image Credit source: IPL Twitter

Follow Us

কলকাতা : জমজমাটি ১৬তম আইপিএলের (IPL 2023) গ্রুপ পর্ব শেষ। আর বাকি রয়েছে প্লে অফ (IPL 2023 Playoffs) ও ফাইনাল (IPL 2023 Final)। তা হলেই পাওয়া যাবে এ বারের চ্যাম্পিয়নদের। গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের শেষে পাওয়া গিয়েছে প্লে অফে ওঠা ৪টি দলকে। সবচেয়ে প্রথমে প্লে অফের টিকিট পাওয়া দল হল গতবারের আইপিএল চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। এরপর দ্বিতীয় দল হিসেবে প্লে অফে এন্ট্রি হয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থান অর্জন করে সিএসকে। এরপর ইডেনে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে তৃতীয় দল হিসেবে প্লে অফে প্রবেশ করে লখনউ সুপার জায়ান্টস। রবিবার মুম্বই ও আরসিবি দু’টি দলেরই ম্যাচ ছিল। দিনের প্রথম ম্যাচের পর সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চার নম্বরে পৌঁছে যায় রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। তারপর মুম্বইয়ের নজর ছিল আরসিবি বনাম গুজরাট ম্যাচে। ওই ম্যাচে আরসিবি জিতে গেলে মুম্বইয়ের প্লে অফের স্বপ্নভঙ্গ হত। যদিও তা হয়নি। গুজরাটের কাছে আরসিবি ৬ উইকেটে হেরে যাওয়ায় প্লে অফের চতুর্থ দল হিসেবে যোগ্যতা অর্জন করে ফেলে মুম্বই। এ বার প্লে অফে হার্দিক বনাম ধোনি, ক্রুণাল বনাম রোহিত দ্বৈরথ দেখা যাবে। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন প্লে অফ ও ফাইনালের সূচি থেকে ভেনু।

আইপিএলের প্লে অফের নিয়ম অনুযায়ী, প্রথম কোয়ালিফায়ারে যে দল জিতবে তারা সরাসরি পৌঁছে যাবে টুর্নামেন্টের ফাইনালে। এরপর হবে এলিমিনেটর। সেখানে যে দল হারবে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এলিমিনেটরের জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিতবে তারা ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারে জেতা দলের সঙ্গে।

আইপিএল-২০২৩ এর প্লে অফ এবং ফাইনালের সূচি

১) ২৩ মে – কোয়ালিফায়ার ১ (গুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস), ভেনু – এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই (সময় – সন্ধ্যা ৭.৩০ মিনিট)

২) ২৪ মে – এলিমিনেটর (লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স), ভেনু – এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই (সময় – সন্ধ্যা ৭.৩০ মিনিট)

৩) ২৬ মে – কোয়ালিফায়ার ২ (এলিমিনেটরের বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ১ এর পরাজিত দল), ভেনু – নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আমেদাবাদ (সময় – সন্ধ্যা ৭.৩০ মিনিট)

৪) ২৮ মে – ফাইনাল (কোয়ালিফায়ার ১ এর বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ২ এর বিজয়ী দল), ভেনু – নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আমেদাবাদ (সময় – সন্ধ্যা ৭.৩০ মিনিট)

Next Article