Prabhsimran Singh : কেরিয়ারে প্রথম শতরান, মরণ বাঁচন ম্যাচে জ্বলে উঠলেন প্রভসিমরন

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

May 13, 2023 | 9:30 PM

Delhi Capitals vs Punjab Kings : পাওয়ার প্লেতে যত বেশি সম্ভব রান সংগ্রহ করা। এ মরসুমে একটি অর্ধশতরানও এসেছিল তাঁর ব্যাটে। এ বার সেঞ্চুরি। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে শতরানের ইনিংস খেললেন প্রভসিমরন।

Prabhsimran Singh : কেরিয়ারে প্রথম শতরান, মরণ বাঁচন ম্যাচে জ্বলে উঠলেন প্রভসিমরন
Image Credit source: IPL

Follow Us

নয়াদিল্লি : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেরিয়ারের প্রথম শতরান প্রভসিমরন সিংয়ের। পঞ্জাব কিংসের এই ব্যাটার একেবারেই ধারাবাহিক ছিলেন না। তবে এই ওপেনারের ওপর ভরসা রেখেছিল পঞ্জাব কিংস। মূলত তাঁর ভূমিকা ছিল শুরুতে বিধ্বংসী ইনিংস খেলা। পাওয়ার প্লেতে যত বেশি সম্ভব রান সংগ্রহ করা। এ মরসুমে একটি অর্ধশতরানও এসেছিল তাঁর ব্যাটে। প্রতি ম্যাচেই ভালো শুরুর চেষ্টা করেছেন। অবশেষে যেন দলের ভরসা রাখতে পারলেন। আইপিএল কেরিয়ারে প্রথম সেঞ্চুরি এল গুরুত্বপূর্ণ সময়ে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে শতরানের ইনিংস খেললেন প্রভসিমরন। মাত্র ৬৫ বলে আইপিএল কেরিয়ারে তাঁর প্রথম শতরান। তৃতীয় আনক্যাপড প্লেয়ার হিসেবে শতরানের নজিরও গড়লেন প্রভসিমরন। এর আগে অস্ট্রেলিয়ার শন মার্শ, এ মরসুমে যশস্বী জয়সওয়ালের পর প্রভসিমরন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আনক্যাপড প্লেয়ারদের মধ্যে আইপিএলে প্রথম শতরান করেছিলেন শন মার্শ। অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি ব্যাটার ২০০৮ সালের উদ্বোধনী আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের (পঞ্জাব কিংস) হয়ে সেঞ্চুরি করেছিলেন। ১১৫ রানের ইনিংস খেলেছিলেন শন মার্শ। সে বছরই ৬০০-র ওপর রানও করেছিলেন শন মার্শ। আইপিএলের ইতিহাসে আনক্যাপড প্লেয়ারদের মধ্যে এক মরসুমে সর্বাধিক রানের রেকর্ডও এখনও শন মার্শের দখলেই। তাঁকে ছাপিয়ে যেতে পারেন যশস্বী। তবে দিল্লিতে নজর কাড়লেন প্রভসিমরন। আইপিএলের ইতিহাসে তৃতীয় আনক্যাপড প্লেয়ার হিসেবে শতরান করলেন প্রভসিমরন সিং। শন মার্শের মতো তিনিও পঞ্জাব কিংসের। এ মরসুমে এখনও অবধি দু-জন আনক্যাপড প্লেয়ারের ব্যাটে শতরানের ইনিংস দেখা গেল।

এ বারের আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করেছিলেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল। যদিও ম্যাচটি হেরে গিয়েছিল রাজস্থান রয়্যালস। প্রভসিমরন শতরানের ইনিংস খেললেও উল্টোদিক থেকে তেমন কোনও বড় স্কোর নেই। যার ফলে নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রান করে পঞ্জাব কিংস। এখন দেখার, জয়ের নায়ক নাকি ট্র্যাজিক নায়ক হয়ে ওঠেন প্রভসিমরন।