IPL 2023, KKR vs RR Toss : টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের, চার স্পিনারে নামছে কেকেআর!

Kolkata Knight Riders vs Rajasthan Royals : টসের পর কেকেআর অধিনায়ক নীতীশ রানাকে জিজ্ঞাসা করা হয়, যেমন পিচ চাইছিলেন, পাচ্ছেন! মুচকি হেসে নীতীশের জবাব, 'হ্যাঁ। যে পয়েন্ট হারিয়েছি, সেগুলো তো আর পাব না। প্রতি ম্যাচ ধরে এগোচ্ছি।' বৈভব অরোরার জায়গায় অতিরিক্ত স্পিনার হিসেবে রয়েছেন অনকূল রায়।

IPL 2023, KKR vs RR Toss : টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের, চার স্পিনারে নামছে কেকেআর!
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2023 | 7:14 PM

দীপঙ্কর ঘোষাল : ইডেনে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস দু-দলের কাছেই মরণ বাঁচন ম্যাচ। কেকেআর পরপর দুটি ম্যাচ জিতে সমর্থকদের মধ্যে ভরসা তৈরি করতে পেরেছে। এখান থেকেও প্লে-অফ সম্ভব। তার জন্য বাকি সব ম্যাচই জিততে হবে। প্রথম ধাপ রাজস্থান রয়্যালস। ইডেনে তাই সিএসকে, রাজস্থান, মাহির পাশাপাশি দেখা গেল নীতীশ রানার নাম লেখা কিছু জার্সিও। গ্যালারিতে দেখা যাবে মহারাজকে নিয়ে পোস্টারও। কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের আগে তারই প্রস্তুতি দেখা গেল ইডেনের বাইরে। সঞ্জু স্যামসন টস জিতে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নিলেন। কলকাতা নাইট রাইডার্সের কাছে বড় সুযোগ প্রথমে ব্য়াট করে বড় লক্ষ্য দেওয়া। রানের চাপে চার স্পিনারের বিরুদ্ধে কঠিন পরীক্ষা হতে পারে রাজস্থানের। কেমন হল দু-দলের একাদশ! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস ক্রিকেটাররা ওয়ার্ম শুরু করে দিয়েছেন ততক্ষণে। মাঠে দর্শকরা প্রবেশ করছেন ধীরে ধীরে। কেকেআর শিবিরে বেশ কয়েকজন ফুটবলে মেতে। রাসেল, লকি ফর্গুসন, বরুণ চক্রবর্তীরা বোলিং করছিলেন। রিঙ্কু সিংকে দেখা গেল স্কোয়ার কাট প্র্যাক্টিস করতে। সেটা দেখেই গ্যালারিতে যা চিৎকার, আরও একবার বোঝা গেল, রিঙ্কুর জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। তেমনই কেকেআরের তরুণ লেগ স্পিনার সূয়াশ শর্মাও শেখার সুযোগ ছাড়লেন না। প্রতিপক্ষ শিবিরে যুজবেন্দ্র চাহালের মতো বিশ্বমানের স্পিনার। তিনিও লেগ স্পিনার। চাহালকে দেখেই ছুটে গেলেন সূয়াশ। দীর্ঘ সময় কথা হল। চাহালের থেকে নানা পরামর্শ পেলেন। সঙ্গে সূয়াশকে নানা গ্রিপও শেখালেন চাহাল।

টসের পর কেকেআর অধিনায়ক নীতীশ রানাকে জিজ্ঞাসা করা হয়, যেমন পিচ চাইছিলেন, পাচ্ছেন! মুচকি হেসে নীতীশের জবাব, ‘হ্যাঁ। যে পয়েন্ট হারিয়েছি, সেগুলো তো আর পাব না। প্রতি ম্যাচ ধরে এগোচ্ছি।’ বৈভব অরোরার জায়গায় অতিরিক্ত স্পিনার হিসেবে রয়েছেন অনকূল রায়। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হবে সূয়াশকে।

কলকাতা নাইট রাইডার্স একাদশ : রহমানুল্লা গুরবাজ, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, শার্দূল ঠাকুর, অনকুল রায়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

সাবস্টিটিউট: সূয়াশ শর্মা, বৈভব অরোরা, নারায়ণ জগদীশন, উমেশ যাদব, লকি ফার্গুসন

রাজস্থান রয়্যালস একাদশ : জস বাটলার, যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন, জো রুট, ধ্রুব জুড়েল, শিমরন হেটমায়ার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, কেএম আসিফ, যুজবেন্দ্র চাহাল