বেঙ্গালুরু : একের পর এক থ্রিলার দেখেছেন ক্রিকেট প্রেমীরা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবদিক থেকেই জমজমাট। আজ দক্ষিণের ডার্বিতেও থ্রিলার। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি, ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি-চিন্নাস্বামীতে তারকা সমাবেশ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ চলছে। টুর্নামেন্টে ২৪ তম ম্যাচ ছিল দক্ষিণের ডার্বি। সিএসকে শিবিরে নজর ছিল জুনিয়র মালিঙ্গা পাথিরানার দিকে। শেষ ওভারে ১৯ রানের পুঁজি থাকলেও ম্যাচ জেতালেন পাথিরানা। মাত্র ৮ রানে জয় সিএসকের। ব্যাটিংয়ে দু-দলই সমান জায়গায় ছিল বলা যায়। শেষ হাসি ধোনিদের। আইপিএলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
দুটো হাই ক্যাচ। ভরসা দিল ধোনির গ্লাভস। ম্যাক্সওয়েল-ডুপ্লেসি ফেরায় সাময়িক স্বস্তিতে সিএসকে শিবির।
চেন্নাই শিবিরে সাময়িক স্বস্তি। থিকসানার বলে হাই ক্য়াচ ধোনির গ্লাভসে। ৩৬ বলে ৭৬ রানে ফিরলেন ম্য়াক্সওয়েল।
সিএসকের বোলিং আক্রমণে জুনিয়র মালিঙ্গা মাতিসা পাথিরানা।
ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে তরুণ বাঁ হাতি পেসার আকাশ সিংকে নামিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ইনিংসের চতুর্থ বলেই আউট বিরাট কোহলি। একই ওভারে জোড়া উইকেট আসতে পারতো। শেষ বলে মহিপাল লোমরোরের (০) ক্য়াচ ফেললেন মহেশ থিকসানা। পরের ওভারে তুষার দেশপাণ্ডের বোলিংয়ে ডুপ্লেসির (০) ক্যাচ পড়ল ধোনির হাত থেকে।
জাডেজাকে ফেরালেন ম্যাক্সওয়েল। গ্য়ালারিতে স্বস্তি। ক্রিজে ধোনি। তাঁর জন্য চিৎকার।
শেষ ওভারে দুটো বিমার। আর বোলিং করতে পারবেন না হর্ষল। ওভার সম্পূর্ণ করছেন ম্যাক্সওয়েল।
মনে হচ্ছিল, এ বারের আইপিএলে তৃতীয় শতরানের ইনিংস দেখা যাচ্ছে। কিন্তু হর্ষল প্য়াটেল গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু দিলেন আরসিবিকে। বিধ্বংসী ডেভন কনওয়েকে ফেরালেন হর্ষল। ৪৫ বলে ৮৩ রানে ফিরলেন কনওয়ে।
বিধ্বংসী জুটি ভাঙল সিএসকের। অজিঙ্ক রাহানে ২০ বলে ৩৭ রানে ফিরলেন। ওয়ানিন্দু হাসারঙ্গার ডেলিভারি, লাইন মিস এবং বোল্ড রাহানে।
ম্যাচের শুরুতেই সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট তুলে নিলেন মহম্মদ সিরাজ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর : ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, মহিপাল লোমরোর, গ্লেন ম্য়াক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, ওয়েন পার্নেল, হর্ষল প্য়াটেল, মহম্মদ সিরাজ, ওয়ানিন্দু হাসারঙ্গা, বিজয়কুমার বিশাখ
চেন্নাই সুপার কিংস : ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, অজিঙ্ক রাহানে, মইন আলি, অম্বতি রায়ডু, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মাতিসা পাথিরানা, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত আরসিবির। নজর সিএসকে-র জুনিয়র মালিঙ্গা পাথিরানার।
শেষ ছয় ম্যাচের মধ্যে আরসিবির থেকে এগিয়ে সিএসকে। ৪ বার জিতেছে চেন্নাই সুপার কিংস।
চিন্নাস্বামী স্টেডিয়ামের বাউন্ডারি ছোট। রাতের ম্যাচে হাইস্কোরিং ম্যাচের প্রবল সম্ভাবনা। দু-দলেরই লক্ষ্য থাকবে রান তাড়ায়। ব্যাটিং স্বর্গে বোলারদের কঠিন পরীক্ষা।
আইপিএলে মহেন্দ্র সিং ধোনি সবচেয়ে বেশি রান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে! আজ আরও এক বার আরসিবির বিরুদ্ধে নামছেন ধোনি। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লিঙ্কে।