বেঙ্গালুরু : আইপিএলের সৌজন্যে একের পর এক থ্রিলার দেখেছেন ক্রিকেট প্রেমীরা। দীর্ঘ কয়েক ম্যাচ পর মঙ্গলবার রাতে একপেশে জয় দেখা গিয়েছে। আরসিবি বনাম কেকেআর ম্যাচও কার্যত একপেশেই হল। পার্থক্য গড়ে দিল নাইটদের ফিল্ডিং। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবদিক থেকেই জমজমাট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণে আজ এ বারের টুর্নামেন্টে ৩৬ তম ম্যাচ ছিল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। টানা চার ম্যাচ হার থেকে ঘুরে দাঁড়াল কেকেআর। বিধ্বংসী মেজাজে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জোড়া ক্যাচ ফসকায়। টস হেরে ব্যাট করে আরসিবিকে ২০১ রানের লক্ষ্য দেয় কেকেআর। অনবদ্য বোলিং-ফিল্ডিংয়ে ২১ রানে জয় কলকাতার। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
গত ম্যাচে গোল্ডেন ডাক হয়েছিলেন। ফের স্বমহিমায় বিরাট কোহলি। আইপিএল কেরিয়ারে ৪৯ তম অর্ধশতরান বিরাটের। এ দিন ৩৩ বলে হাফসেঞ্চুরিতে বিরাট।
প্রত্যাশামতোই ইমপ্য়াক্ট প্লেয়ার হিসেবে সূয়াশ শর্মাকে নামিয়েছিল কেকেআর। প্রথম ওভারে বোলিংয়ে এসেই ফেরালেন ফাফ ডুপ্লেসিকে। ক্রিজে শাহবাজ।
মাত্র ২১ বলে ৪৮ রানের অনবদ্য ইনিংসে ফিরলেন কেকআর অধিনায়ক নীতীশ রানা।
নায়ারণ জগদীশনের পর জেসন রয়ের উইকেট তুলে নিলেন বিজয়কুমার বিশাখ। দ্বিতীয় ধাক্কা খেল কেকেআর। ২৯ বলে ৫৬ রাব করে মাঠ ছাড়লেন নাইট তারকা রয়।
২৯ বলে ২৭ রান করে মাঠ ছাড়লেন এন জগদীশন। বিজয়কুমার বিশাখ তুলে নিলেন কেকেআরের প্রথম উইকেট।
মাত্র ২২ বলে অর্ধশতরানে। টানা দ্বিতীয় ম্য়াচে হাফসেঞ্চুরি জেসন রয়ের।
অবশেষে ওপেনিং জুটি ৫০ পেরলো। এ মরসুমে অষ্টম ম্যাচে ওপেনিং জুটি জমলো। বেশির ভাগ রান এল জেসন রয়ের ব্যাটেই। পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৬৬ রান তুলে নিয়েছে কেকেআর।
ওপেন করছেন নারায়ণ জগদীশন ও জেসন রয়। দু-দলের একাদশ সম্পর্কে বিস্তারিত জেনে নিন-টস হেরে ব্যাটিংয়ে কেকেআর, বৈভব অরোরার অভিষেক
টস হেরে প্রথমে ব্যাট করবে কেকেআর। জিতলেও ব্য়াটিং নিতেন, জানালেন নীতীশ। অভিষেক ম্য়াচ খেলতে চলেছেন কেকেআরের পেসার বৈভব অরোরা।
বিরাট কোহলি এই ম্যাচেও নেতৃত্ব দেবেন। তেমনই কেকেআরের বিরুদ্ধে এই ম্যাচে তাঁর কাছে মাইলফলকও হতে পারে। বেঙ্গালুরুর মাঠে ৩ হাজার রানে পৌঁছতে পারেন বিরাট।
রয়্যাল চ্যালেঞ্জার্সের ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। টানা চার ম্যাচ হারা কেকেআরের কাছে যেমন বিরাট পরীক্ষা তেমনই আরসিবির বিরাট কোহলিরও। ধারাবাহিক ভালো খেলছিলেন বিরাট। গত ম্যাচে গোল্ডেন ডাক হয়ে ফিরেছেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স লাইভ আপডেট TV9Bangla Sports-এর এই লিঙ্কে।