বেঙ্গালুরু : ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো সবদিক থেকেই জমে উঠেছে। সুপার সানডে-তে ডাবল হেডারের প্রথম ম্যাচের রেশ থেকে এখনও কেউ বেরোতে পারছেন না। আইপিএলের ইতিহাসে অন্যতম রুদ্ধশ্বাস জয় দেখা গিয়েছে। তেমনই আরও একটা রুদ্ধশ্বাস ম্যাচ দেখা গেল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণ চলছে। টুর্নামেন্টের ১৫ তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনউ সুপার জায়ান্টস। দীর্ঘ সময় পর হোম অ্যাওয়ে ফরম্যাটে হচ্ছে আইপিএল। ঘরের মাঠে এ বারের মরসুম শুরু করেছিল আরসিবি। শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল তারা। যদিও অ্যাওয়ে ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে মুখ থুবরে পড়ে। এ বার ঘরের মাঠেও হার আরসিবির। বোর্ডে ২১৩ রানের বিশাল লক্ষ্য ছিল লখনউ সুপার জায়ান্টসের সামনে। শেষ বলে ১ উইকেটের নাটকীয় জয় লখনউয়ের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আরসিবির টপ থ্রি ব্যাটারই অর্ধশতরান করল। আইপিএলে আরসিবির প্রথম বার।
এ বারের আইপিএলের দ্রুততম অর্ধশতরান নিকোলাস পুরানের ব্যাটে। মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি পুরানের।
১ বল, ১ রান, ১ উইকেট! কে জিতবে!
ফুলটসে বোল্ড মার্ক উড। হর্ষলের স্লোয়ারে পরাস্থ মার্ক উড। আইপিএলে শততম উইকেট হর্ষলের।
অদ্ভূত পরিস্থিতিতে আউট হলেন আয়ুষ বাদোনি। স্কুপ শটে হিট উইকেট। বল বাউন্ডারির বাইরে। ছয়ের পরিবর্তে আউট হয়ে ফিরলেন বাদোনি।
নিকোলাস পুরানকে ফুলটসে ফেরালেন সিরাজ। বাউন্ডারিতে ক্যাচ শাহবাজের। মাত্র ১৯ বলে ৬২ রানের বিধ্বংসী ইনিংস পুরানের।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরানের তালিকায় নাম লেখালেন নিকোলাস পুরান। মাত্র ১৫ বলে অর্ধশতরানে পৌঁছলেন। এ বারের আইপিএলে দ্রুততম অর্ধশতরান এটিই। অজিঙ্ক রাহানে ১৯ বলে হাফসেঞ্চুরি করেছিলেন মুম্বইয়ের বিরুদ্ধে।
একই ওভারে দীপক হুডা এবং ক্রুনাল পান্ডিয়াকে ফেরালেন ওয়েন পার্নেল। আইপিএল প্রত্যাবর্তনে অনবদ্য বোলিং। সুইংয়ে বাজিমাত।
বিনা উইকেটে পাওয়ার প্লে-তে ৫৬ রান তুলেছে আরসিবি। ক্রিজে বিরাট কোহলি ও ফাফ ডু’প্লেসি।
আরসিবির ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ৪২ রান তুলেছে আরসিবি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলি, মহিপাল লোমরোর, গ্লেন ম্য়াক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত, ডেভিড উইলি, ওয়েন পার্নেল, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ
লখনউ সুপার জায়ান্টস : লোকেশ রাহুল, কাইল মেয়ার্স, দীপক হুডা, ক্রুনাল পান্ডিয়া, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান, জয়দেব উনাদকাট, আবেশ খান, রবি বিষ্ণোই, অমিত মিশ্র, মার্ক উড
চিন্নাস্বামীতে রান তাড়া করা বেশি সুবিধার। প্রথম ম্যাচে রান তাড়া করেই জিতেছিল আরসিবি। টস হেরে কি চাপ বাড়ল বিরাটদের?
ঘরের মাঠে এ বারের প্রথম ম্যাচে অপরাজিত ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন আরসিবি ওপেনার বিরাট কোহলি। ফের এক বার ঘরের মাঠে ম্যাচ। লখনউয়ের বিরুদ্ধে একই রকম ইনিংস দেখা যাবে বিরাটের থেকে! প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টসে দুই লেগ স্পিনার রয়েছেন। অভিজ্ঞ অমিত মিশ্র এবং তরুণ রবি বিষ্ণোই। লেগ স্পিনারদের বিরুদ্ধে বিরাটের দুর্বলতা অজানা নয়। জোরদার লড়াইয়ের অপেক্ষা।
চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং লখনউ সুপার জায়ান্টস। ম্যাচের লাইভ আপডেটে সকলকে স্বাগত। নজর রাখুন TV9Bangla-র এই লাইভ ব্লগে।