জয়পুর: ঘরের মাঠে হারের হ্যাটট্রিক আটকাল রাজস্থান রয়্যালস। একইসঙ্গে থামাল চেন্নাই সুপার কিংসের বিজয়রথ। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে হেরে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনিরা। ৩২ রানে হেরেছে চেন্নাই। তিন ম্যাচ পর হেরে গিয়ে পয়েন্ট টেবলের শীর্ষস্থান খুইয়েছে চেন্নাই। ধোনি বাহিনীকে হারিয়ে শীর্ষস্থান ফের দখল করেছে রাজস্থান।
১. প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২০২ রান তোলে রাজস্থান
২. ৭৭ রানের ইনিংস খেলেন যশস্বী জসওয়াল
৩. ১৫ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস ধ্রুব জুরেলের
৪. রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে সিএসকে ছিল ৪২-১
৫. ৪৭ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়
৬. ৩৩ বলে ৫২ রান শিবম দুবের
৭. ২২ রান দিয়ে তিন উইকেট নেন অ্যাডাম জাম্পা
৮. ২টি উইকেট রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে
৯. ১৭০ রানে আটকে যায় চেন্নাইয়ের ইনিংস
শেষ বলে কুলদীপ যাদব ফেরালেন শিবম দুবেকে (৫২)। ৩২ রানে জয়ী রাজস্থান রয়্যালস।
জয়ের জন্য শেষ ৬ বলে ৩৭ রানের প্রয়োজন চেন্নাইয়ের।
শিবম দুবের অর্ধশতরান। ২৯ বলে ৫০ রানে পৌঁছলেন শিবম।
শেষ ২ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ৪৬ রান। ৪৮ রানে ব্যাট করছেন শিবম দুবে। ১৪ রানে রবীন্দ্র জাডেজা।
মইন আলিকে ফেরালেন অ্যাডাম জাম্পা। সঞ্জু হাতে ক্যাচ। ১২ বলে ২৩ রান। ১৪.৫ ওভারে ১২৪-৫ সিএসকে।
এক ওভারে দ্বিতীয় উইকেট অশ্বিনের। জেসন হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ইমপ্যাক্ট প্লেয়ার অম্বাতি রায়ডু (০)।
১৩ বলে ১৫ রান করে আউট অজিঙ্ক রাহানে। রবিচন্দ্রন অশ্বিনের বলে ফিরলেন রাহানে।
১০ ওভারে চেন্নাইয়ের স্কোর ৭১-২। ব্যাট করছেন অজিঙ্ক রাহানে এবং শিবম দুবে।
জাম্পার দ্বিতীয় উইকেট। ৯.২ ওভারে সেট ব্যাটার ঋতুরাজ গায়কোয়াড়ের ক্যাচ নিলেন দেবদত্ত পাডিকল। দ্বিতীয় উইকেট হারাল চেন্নাই।
পাওয়ার প্লের শেষ বলে আউট ডেভন কনওয়ে। ১৬ বলে ৮ রান করে অ্যাডাম জাম্পার বলে ফিরলেন চেন্নাই ওপেনার। ৬ ওভারে ৪২-১ চেন্নাই।
রান তাড়ায় নামল চেন্নাই সুপার কিংস। ওপেনিংয়ে ডেভন কনওয়ে এবং ঋতুরাজ গায়কোয়াড়। বল হাতে সন্দীপ শর্মা।
যশস্বী জসওয়ালের ৭৭ রান। ধ্রুব জুরেল এবং দেবদত্ত পাডিকল জুটির দাপটে রাজস্থান রয়্যালসের স্কোরবোর্ডে উঠল ৫ উইকেট হারিয়ে ২০২ রান।
ধোনির ডাইরেক্ট হিট। শেষ ওভারে রান আউট হয়ে ফিরলেন ধ্রুব জুরেল। ১৫ বলে ৩৪ রানের ইনিংস খেলে ফিরলেন ধ্রুব।
১৬তম ওভারে থিকসানার এসেই ফেরালেন শিমরন হেটমায়ারকে। ১০ বলে ৮ রান। ১৬.১ ওভারে রাজস্থান ১৪৬-৪।
১৫ ওভার শেষে রাজস্থানের স্কোর ১৩৯/৩।
এক ওভারে দুটি উইকেট নিলেন তুষার দেশপান্ডে। ১৩তম ওভারের শেষ বলে ফিরলেন যশস্বী জসওয়াল। ৪৩ বলে ৭৭ রান।
১৭ বলে ১৭ রান। তুষার দেশপান্ডের বলে ফিরলেন সঞ্জু স্যামসন।
১০ ওভারে রাজস্থানের স্কোর ১০০/১। ক্রিজে যশস্বী জসওয়াল এবং সঞ্জু স্যামসন।
৮.২ ওভারে প্রথম উইকেট পেল চেন্নাই। রবীন্দ্র জাডেজার বলে শিবম দুবের হাতে ক্যাচ দিলেন জস বাটলার। রাজস্থানের স্কোর ৮৬/১।
২৬ বলে ৫০ রান। দুরন্ত যশস্বী জসওয়ালের অর্ধশতরান। আইপিএল কেরিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি।
পাওয়ার প্যাক পাওয়ার প্লে। ৬ ওভারে বিনা উইকেট খুইয়ে এল ৬৪ রান। ৪০ রানে ব্যাট করছেন যশস্বী। বাটলার ব্যাট করছেন ২৩ রানে।
রাজস্থান রয়্যালসের স্কোর ৫০ পার করল। ব্যাটে ঝড় তুলেছেন যশস্বী জসওয়াল। ১৯ বলে ৩৯ রানে ব্যাট করছেন তিনি।
রাজস্থানের হয়ে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল এবং জস বাটলার। বোলিংয়ের সূচনায় আকাশ সিং। ওভারের প্রথম দুটি বলে বাউন্ডারি এল যশস্বীর ব্যাটে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে চেন্নাইকে বড় স্কোর দেওয়ার লক্ষ্য রাজস্থানের।
ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মইন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি, মহেশ পাথিরানা, মহেশ থিকসানা, তুষার দেশপান্ডে, আকাশ সিং
সাবস্টিটিউট: অম্বাতি রায়াডু, ডোয়েন প্রিটোরিয়াস, শুভ্রাংশু সেনাপতি, শেখ রশিদ, রাজবর্ধন হ্যাঙ্গারকর
সামান্য চোট রয়েছে ট্রেন্ট বোল্টের। তাঁর পরিবর্তে অ্যাডাম জাম্পাকে খেলাচ্ছে রাজস্থান।
রাজস্থান রয়্যালস একাদশ: যশস্বী জয়সওয়াল, জস বাটলার, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, অ্যাডাম জাম্পা, যুজবেন্দ্র চাহাল, সন্দীপ শর্মা
সাবস্টিটিউট: ডোনাভেন ফেরেইরা, এম অশ্বিন, রিয়ান পরাগ, কেএম আসিফ, কুলদীপ সেন
টস জিতে ঘরের মাঠে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত রাজস্থান রয়্যালসের।
সোয়াই মানসিং স্টেডিয়ামে শেষবার রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল ২০১৯ সালে। শেষ ওভারের থ্রিলারের ওই ম্যাচে মেজাজ হারাতে (হয়তো প্রথম বার) দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। নো বল নিয়ে মাঠে নেমে আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়ে দেন তিনি।
শেষবার দুটি দল মুখোমুখি হয়েছিল চিপক স্টেডিয়ামে। চলতি মরসুমের প্রথম সাক্ষাতে শেষ ওভারের থ্রিলারে ধোনিদের তাঁদেরই ঘরের মাঠে হারিয়েছিল রাজস্থান।