হায়দরাবাদ : আইপিএলের সৌজন্যে একের পর এক থ্রিলার দেখেছেন ক্রিকেট প্রেমীরা। কিছু লো-স্কোরিং ম্যাচ জমে উঠছে। তেমনই কিছু হাই-স্কোর তাড়া করেও জিতছে দলগুলি। এ বারের টুর্নামেন্টে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ দেখা গিয়েছে। আরও একবার চূড়ান্ত নাটক দেখা গেল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মেগা শো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সবদিক থেকেই জমজমাট। আইপিএলের ১৬তম সংস্করণে আজ এ বারের টুর্নামেন্টে ছিল ৪৭ তম ম্যাচ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও কলকাতা নাইট রাইডার্স। এ বারের আইপিএলে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল সানরাইজার্স। ফিরতি ম্যাচেও নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই। কিন্তু শেষ ওভারে নাটকীয় জয় কলকাতা নাইট রাইডার্সের। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports এর এই পেজে।
ওপেনিং জুটি ফের ফ্লপ। গত ম্যাচে অনবদ্য খেলেছিলেন রহমানুল্লা গুরবাজ। এ দিন তাঁর সঙ্গে ওপেনিংয়ে ফেরেন জেসন রয়। জুটিতে রান এল না। পাওয়া প্লে-তে তিন উইকেট হারিয়ে ৪৯-৩।
এ বারের আইপিএলে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন কার্তিক ত্যাগি। জেসন রয়ের মতো বিধ্বংসী ব্যাটারের উইকেট নিলেন কার্তিক।
মার্কো জানসেন ওভার শুরু করেছিলেন উইকেটে, শেষও করলেন উইকেটেই। কেকেআর ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে মার্কো। প্রথম বলে মিড অন ক্লিয়ার করতে গিয়ে সেখানেই ক্যাচে ফেরেন। ওভারে শেষ বলে বাউন্সারে কট বিহাইন্ড ভেঙ্কটেশ আইয়ার।
সানরাইজার্স হায়দরাবাদ : মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, হ্যারি ব্রুক, এইডেন মার্করাম, আব্দুল সামাদ, মার্কো জানসেন, মায়াঙ্ক মার্কন্ডে, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, কার্তিক ত্যাগি
কলকাতা নাইট রাইডার্স : জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, রহমানুল্লা গুরবাজ, সুনীল নারিন, নীতীশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দূল ঠাকুর, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী
টস জিতলেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। ব্যাটিংয়ের সিদ্ধান্ত তাঁর। ডেভিড উইজে বাদ। একাদশে ফিরলেন জেসন রয়। রহমানুল্লা গুরবাজ এবং জেসনকে ওপেন করতে দেখা যাবে।
সানরাইডজার্স একাদশে দেখা যাবে তরুণ পেসার কার্তিক ত্য়াগিকে। এ মরসুমে প্রথম ম্যাচ খেলবেন কার্তিক।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গত কয়েক ম্য়াচে বোলিংয়ের ক্ষেত্রে স্পিনারদের দাপট দেখা গিয়েছে। আজও যদি তেমনই হয়, কেকেআর কিছুটা হলেও এগিয়ে থাকবে। কেকেআরের স্পিন আক্রমণ অনেকটাই ভালো।
সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স, দু-দলের কাছেই কার্যত এখন টুর্নামেন্টের বাকি ম্যাচ নকআউট। প্লে-অফের রাস্তায় টিকে থাকতে হলে জিততেই হবে। সানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla Sports-এর এই লাইভ লিঙ্কে।