IPL 2023 : চার-ছয়ের বন্যা, নতুন নিয়মের আইপিএলের রেকর্ড চমকে দেওয়ার মতোই

IPL 2023 Stats and Records : এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কনকাশনে মাঠ ছাড়েন মুম্বই ইন্ডিয়ান্সের কিপার ব্যাটার ঈশান কিষাণ। তাঁর পরিবর্তে নেমেছিলেন বিষ্ণু বিনোদ।

IPL 2023 : চার-ছয়ের বন্যা, নতুন নিয়মের আইপিএলের রেকর্ড চমকে দেওয়ার মতোই
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: May 31, 2023 | 7:30 AM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে এ নিয়ে কোনও সন্দেহ নেই। তেমনই টুর্নামেন্টে নানা নিয়মের উদ্বোধন হয়েছে এ বার। যেমন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম, ওয়াইড-নো বলের ক্ষেত্রেও ডিসিশন রিভিউ করার সুযোগ। আইপিএলের ১৬তম সংস্করণে এমন অনেক কিছুই দেখা গেল। তা নিয়ে যেমন প্রশংসা হয়েছে, তেমনই ডিআরএসেও কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে। দীর্ঘ দু-মাস শেষে চ্যাম্পিয়ন পাওয়া গিয়েছে। বৃষ্টির কারণে এ বার ফাইনাল গড়ায় রিজার্ভ ডে-তে। সেখানেও বৃষ্টি পিছু ছাড়েনি। কার্যত ভোর রাতে শেষ হয়েছে ফাইনাল। দিনের নিরিখে ‘তিন দিনের’ ফাইনাল বললেও অত্যুক্তি হয় না। ডাকওয়ার্থ লুইস নিয়ম কার্যকর হয় ফাইনালে। পঞ্চম আইপিএল ট্রফি জিততে শেষ বলে ৪ রান প্রয়োজন ছিল চেন্নাই সুপার কিংসের। জাডেজার সৌজন্যে অনবদ্য জয় সিএসকের। চার-ছয়-মোট রান, সব দিক থেকেই নানা রেকর্ড হল এ বারের আইপিএলে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ আইপিএল। টি-টোয়েন্টি ক্রিকেট বরাবরই ব্যাটারদের দাপটই বেশি দেখা যায়। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের ম্যাচগুলি ছাড়া বাকি সব ম্যাচেই চার-ছয়ের বন্যা দেখা গিয়েছে। আইপিএলের ইতিহাসে প্রথম বার ছক্কার সংখ্যা পেরিয়েছে ১১০০! গত আইপিএলে মোট ১০৬২টি ছয় হয়েছিল। এ বার সেই সংখ্যা দাঁড়িয়েছে ১১২৪ টি-তে। এর মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডুপ্লেসি ৩৬ এবং চেন্নাই সুপার কিংসের মিডল অর্ডার ব্যাটার শিবম দুবে মেরেছেন ৩৫টি ছক্কা।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে শতরানের নিরিখেও এ বার রেকর্ড হয়েছে। শুভমন গিল একাই তিনটি শতরান করেছেন। বিরাট কোহলি করেছেন দুটি শতরান। এ ছাড়াও হ্যারি ব্রুক, ভেঙ্কটেশ আইয়ার, সূর্যকুমার যাদব, ক্যামেরন গ্রিন, হেনরিখ ক্লাসেন, যশস্বী জয়সওয়ালরা শতরান করেছেন। সব মিলিয়ে এ মরসুমে এক ডজন সেঞ্চুরি হয়েছে। এই প্রথম দু-অঙ্কের ঘরে শতরানের সংখ্যা। বাউন্ডারির সংখ্যাও তাক লাগানোর মতোই। এ বারও ২ হাজারের বেশি বাউন্ডারি দেখার সুযোগ পেলেন ক্রিকেটপ্রেমীরা। এ বার মোট বাউন্ডারির সংখ্যা ২১৭২।

আইপিএলে এ বার যেমন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম, ওয়াইড-নো বলে রিভিউ দেখেছে, তেমনই প্রথম বার কনকাশন সাবস্টিটিউটও দেখা গিয়েছে। এলিমিনেটর ম্যাচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কনকাশনে মাঠ ছাড়েন মুম্বই ইন্ডিয়ান্সের কিপার ব্যাটার ঈশান কিষাণ। তাঁর পরিবর্তে নেমেছিলেন বিষ্ণু বিনোদ।