Virat Kohli : বৃহস্পতিবার ম্যাচ, কবে কলকাতায় আসছেন বিরাট কোহলি?

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Apr 03, 2023 | 5:27 PM

KKR vs RCB : এশিয়া কাপের পর থেকেই টি-টোয়েন্টি ফরম্য়াটে বিধ্বংসী ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ব্য়াটিং গড় ৭০-এর উপরে। মুম্বই ইন্ডিয়ান্সে জোফ্রা আর্চার, জেসন বেহরেনডর্ফদের মতো তাবড় পেসাররা রয়েছেন। তাদের বিরুদ্ধেও বিধ্বংসী মেজাজেই দেখা গিয়েছে বিরাটকে।

Virat Kohli : বৃহস্পতিবার ম্যাচ, কবে কলকাতায় আসছেন বিরাট কোহলি?
Image Credit source: IPL

Follow Us

কলকাতা : বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম বিরাট শো দেখেছে। গ্য়ালারি কানায় কানায় পূর্ণ ছিল। চার বছর পর চিন্নাস্বামীতে খেলার সুযোগের অপেক্ষায় ছিলেন বিরাট কোহলিও। প্রথম ম্য়াচেই মুম্বই ইন্ডিয়ান্সের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ। সব ছাপিয়ে গেল বিরাট কোহলির ঝোড়ো ব্য়াটিংয়ে। কলকাতার ক্রিকেট প্রেমীরা এক দিকে যেমন বিরাট কোহলির খেলা দেখার অপেক্ষায়, তেমনই প্রার্থনা ম্য়াচটা যেন কলকাতাই জেতে। কিন্তু সুপার সানডে-তে বিরাট শো আতঙ্কও তৈরি করছে। বোর্ডে ১৭২ রানের লক্ষ্য। ২২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর। ওপেনিং জুটিতেই ১৪৮ রান যোগ করেন আরসিবি অধিনায়ক ফাফ ডু’প্লেসি এবং বিরাট কোহলি। জয়ের খুব কাছে আউট হন ফাফ। বিরাটকে অবশ্য থামাতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স বোলিং। এ বার কলকাতায় ম্য়াচ। কখন আসছে টিম আরসিবি! বিস্তারিত TV9Bangla-য়।

বৃহস্পতিবার কলকাতার ইডেন্স গার্ডেন্সে মুখোমুখি কেকেআর ও আরসিবি। ইডেনের পরিবেশ পরিস্থিতির সঙ্গে সকলেই ওয়াকিবহাল। কিন্তু ম্য়াচের আগে তবুও এক বার ভালো ভাবে দেখে নেওয়া জরুরি। তাই মুম্বইয়ের বিরুদ্ধে ম্য়াচ খেলে বেঙ্গালুরুতে অনুশীলনে ব্যস্ত থাকতে নারাজ আরসিবি শিবির। আজ, সোমবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছচ্ছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোর টিম। সন্ধ্যা ৬.৪৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর কথা। ক্রিকেট প্রেমীরা হয়তো বিমানবন্দরে দেখা পেতেই পারেন বিরাট কোহলির। প্রশ্ন হচ্ছে, টিম এলেও বিরাট কোহলি একই বিমানে আসবেন কি? এ বার বিরাট যে মেজাজে রয়েছেন, তাতে বিরাট হয়তো টিমের সঙ্গেই আসবেন। তিনি একা এলে, পরদিন সকালেও কলকাতায় আসতে পারেন।

এশিয়া কাপের পর থেকেই টি-টোয়েন্টি ফরম্য়াটে বিধ্বংসী ফর্মে রয়েছেন বিরাট কোহলি। ব্য়াটিং গড় ৭০-এর উপরে। মুম্বই ইন্ডিয়ান্সে জোফ্রা আর্চার, জেসন বেহরেনডর্ফদের মতো তাবড় পেসাররা রয়েছেন। তাদের বিরুদ্ধেও বিধ্বংসী মেজাজেই দেখা গিয়েছে বিরাটকে। হাফসেঞ্চুরি অবধি তবু কিছুটা স্বস্তিতে ছিলেন মুম্বই ক্রিকেটাররা। কিন্তু এই রান পেরোতেই টপ গিয়ারে বিরাট কোহলি। ৪৯ বলে ৮২ রানে অপরাজিত থাকেন বিরাট। আধডজন বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারি মেরেছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। শুধু তাই নয়, ম্যাচও ফিনিশ করেছেন ৬ মেরেই। প্রিয় ইডেনেও বড় ইনিংসই লক্ষ্য থাকবে বিরাটের। মঙ্গলবার থেকেই ইডেনে প্রস্তুতি শুরু করে দিচ্ছে আরসিবি। দু-দিনের প্রস্তুতি শেষে বৃহস্পতিবার মেগা ম্য়াচ।

Next Article