IPL 2024, KKR: গম্ভীরকে টিম বেছে দেবেন আপনি! নিলামের আগে সমর্থকদের দারুণ সুযোগ দিচ্ছে KKR

IPL 2024 Auction, Kolkata Knight Riders: ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া বিভিন্ন দল নিয়েই বিশ্লেষণ করেন। তেমনই তাঁর দাবি, নিলামে শ্রীলঙ্কার বাঁ হাতি তরুণ পেসার দিলশান মধুশঙ্কার জন্য ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স। সত্যিই সেটা হবে কিনা, সময়ই বলবে। সমর্থকদের থেকে অবশ্য আগাম পরামর্শ নিয়ে রাখছে কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু-বার ট্রফি জিতেছে কেকেআর। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে এসেছিল ট্রফি।

IPL 2024, KKR: গম্ভীরকে টিম বেছে দেবেন আপনি! নিলামের আগে সমর্থকদের দারুণ সুযোগ দিচ্ছে KKR
Image Credit source: X

| Edited By: অভিষেক সেনগুপ্ত

Dec 16, 2023 | 10:59 PM

কলকাতা: আর মাত্র কয়েকটা দিন। আইপিএলের আগামী সংস্করণের নিলাম হবে। দুবাইতে নিলামের আসর বসছে ১৯ ডিসেম্বর। অকশন টেবলে বসবেন প্রতিটি ফ্র্যাঞ্চাইজির থিঙ্কট্যাঙ্করা। সমর্থকরাও কি বসতে পারবেন? অকশন টেবলে থাকছেন নাইট রাইডার্সের সমর্থকরাও! শারীরিক ভাবে নয়, তবে সুযোগ থাকছে মতামত দেওয়ার। নিলাম থেকে টিম বাছাইয়ের আগে এমন ভাবনাই কলকাতা নাইট রাইডার্সের। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া বিভিন্ন দল নিয়েই বিশ্লেষণ করেন। তেমনই তাঁর দাবি, নিলামে শ্রীলঙ্কার বাঁ হাতি তরুণ পেসার দিলশান মধুশঙ্কার জন্য ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স। সত্যিই সেটা হবে কিনা, সময়ই বলবে। সমর্থকদের থেকে অবশ্য আগাম পরামর্শ নিয়ে রাখছে কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দু-বার ট্রফি জিতেছে কেকেআর। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে এসেছিল ট্রফি। এ বার মেন্টর হিসেবে ফিরেছেন গৌতম গম্ভীর। কেকেআর সমর্থকদের প্রত্যাশা, এ বার ট্রফিও ফিরবে!

কলকাতা নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়ায় আগামী মরসুমের টিম কেমন হওয়া উচিত, তা নিয়ে সকলের মতামত চেয়েছে। সমর্থকরা নিজেদের মতো দল সাজিয়ে স্ক্রিনশট শেয়ার করছেন কেকেআরের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। কেউ বলছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি পেসার স্পেন্সার জনসন, ট্রাভিস হেড, প্যাট কামিন্সদের জন্য ঝাঁপাতে। তেমনই উইশলিস্টে রয়েছে দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার জেরাল্ড কোৎজেও।

দু’দিন আগেই শ্রেয়স আইয়ারকে ক্যাপ্টেন এবং নীতীশ রানাকে ভাইস ক্যাপ্টেন ঘোষণা করেছে কেকেআর। নিলামের টেবলে বসার আগে সমর্থকদের বেছে দেওয়া নাম নিয়ে যেন প্রস্তুতি সারছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। কোন সমর্থকের পছন্দ মিলে যেতেই পারে। যে টিমের কাছে সমর্থকরা টুয়েলভথ ম্যানের কাজ করেন। একধাপ এগিয়ে কেকেআর তার সাপোর্টারদের টিম ম্যানেজমেন্টের অংশ করে নিচ্ছে! এমন অভিনব সুযোগ কিন্তু রোজ মেলে না!