কলকাতা: আইপিএলের মিনি অকশনে ইতিহাস গড়েছেন মিচেল স্টার্ক। নিলামে টাকার অঙ্কে ছাপিয়ে গিয়েছেন সকলকে। আইপিএল নিলামের ইতিহাসে এত দিন সর্বাধিক দরের রেকর্ড ছিল ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার স্যাম কারানের। দুবাইয়ে মিনি অকশনে তাঁকে ছাপিয়ে যান প্যাট কামিন্স। নিলামে কামিন্সকে ২০.৫ কোটিতে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। সেই রেকর্ড ভেঙে দেয় কলকাতা নাইট রাইডার্স। কামিন্সের সতীর্থ মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটিতে নিয়েছে কেকেআর। আইপিএলে আরও একজন ইতিহাস গড়লেন। টাকার দিক থেকে নয়, বরং এই নজির আরও অনেক উঠতি ক্রিকেটারকে উৎসাহিত করবে। রবিন মিঞ্জ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বয়স ২১। ঝাড়খণ্ডের রবিন মিঞ্জ কিপার ব্যাটার। বড় শট খেলার দক্ষতা রয়েছে। তাঁর দিকে নজর ছিল অনেক ফ্র্যাঞ্চাইজির। অবশেষে মাহি ভক্ত রবিনকে নিলামের লড়াইয়ে জিতল গুজরাট টাইটান্স। রবিনের ক্ষেত্রে আরও একটা কমন নাম চঞ্চল ভট্টাচার্য। নামটা মনে পড়ছে? মহেন্দ্র সিং ধোনির উত্থানেও অবদান ছিল ঝাড়খন্ডের এই কোচের। তাঁর হাত ধরে ধোনির রাজ্য থেকেই উঠে এল এক আদিবাসী ক্রিকেটার।
কিপার হলেও ধোনির মতো ডানহাতি ব্যাটার নন। শট খেলার দক্ষতা ‘গুরুর’ মতোই রয়েছে। ঝাড়খণ্ডের গুমলা জেলার রবিন। থাকেন রাঁচির কাছে নামকুম অঞ্চলে। এখনও পর্যন্ত রাজ্য দলের হয়ে রঞ্জি ট্রফির মতো প্রথম সারির প্রতিযোগিতায় খেলার সুযোগ পাননি। তবে ঝাড়খণ্ড অনূর্ধ্ব ১৯ ও ২৫ দলে খেলেছেন। বাবা অবসরপ্রাপ্ত সেনার পদস্থ কর্তা। বর্তমানে রাঁচির বিরসা মুণ্ডা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে। দুই বোন রয়েছে রবিনের।
ঝাড়খণ্ডের এই ক্রিকেটারের উত্থানে বড় ভূমিকা রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। গত বছর ঘরোয়া মরসুম শেষ হতেই একঝাঁক তরুণ ক্রিকেটারকে যুক্তরাজ্যে পাঠিয়েছিল মুম্বই। সেখানে বেশ কিছু ক্লাব ম্যাচ খেলে ট্রেনিংয়ের সুযোগ পেয়েছিলেন। সেই তালিকায় ছিলেন রবিনও। গত আইপিএলের নিলামেও নাম ছিল রবিনের। অবিক্রিত ছিলেন। এ বার কোটিপতি হলেন। ৩.৬ কোটিতে তাঁকে নিল গুজরাট জায়ান্টস।
দলে জায়গা পেলেও একাদশে ঢোকার ক্ষেত্রে তাঁর লড়াই বিশ্বের অন্য়তম সেরা কিপার ঋদ্ধিমান সাহার সঙ্গে। কিপিংয়ে ঋদ্ধিই সেরা। এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে ব্যাটিংয়ের ক্ষেত্রে রবিন চ্যালেঞ্জের সামনে ফেলতেই পারেন!