IPL 2024 Auction: বছর শেষে তিলোত্তমায় বসবে আইপিএল-২০২৪ এর নিলামের আসর? IPL এ বার ১০০ কোটির!

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 21, 2023 | 7:00 AM

IPL Auction: চলতি বছরের ডিসেম্বরে ২০২৪ সালের আইপিএলের নিলাম হওয়ার কথা। সূত্রের খবর, বিসিসিআইয়ের পক্ষ থেকে ক্রিসমাসের কথা মাথায় রেখেই নিলামের দিনক্ষণ ঠিক করা হবে।

IPL 2024 Auction: বছর শেষে তিলোত্তমায় বসবে আইপিএল-২০২৪ এর নিলামের আসর? IPL এ বার ১০০ কোটির!
বছর শেষে তিলোত্তমায় বসবে আইপিএল-২০২৪ এর নিলামের আসর? IPL এ বার ১০০ কোটির!
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: ১৬তম আইপিএলের (IPL 2023) রেশ এখনও বহু ক্রিকেট প্রেমীদের কাটেনি। এদিকে দেশ-বিদেশের ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন জাতীয় দলের ডিউটিতে। সম্প্রতি জানা গিয়েছে, আগামী বছরের আইপিএলের নিলাম (IPL 2024 Auction) হবে এ বছরের শেষে, ডিসেম্বরে। আবার চলতি বছরের শেষে প্রোটিয়া সফরে যাওয়ার কথা ভারতীয় দলের। সেই সফরে ৩টি টি-২০ ম্যাচের পর থাকবে তিন ম্যাচের ওডিআই সিরিজ। তারপর মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানাতে ২ টেস্টের ফ্রিডম সিরিজ। ফলে এমনটা হতেই পারে যে, ভারতের ক্রিকেটাররা বছর শেষে যখন প্রোটিয়া সফরে যাবেন, তখন দেশের মাটিতে অনুষ্ঠিত হবে আগামী বছরের আইপিএলের নিলাম। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ক্রীড়া ওয়েবসাইট Insidesport-কে বিসিসিআইয়ের এক সূত্র জানিয়েছে, চলতি বছরের শেষে হবে নিলাম। ক্রিসমাসের দিন আইপিএল নিলাম হবে না। বিসিসিআই সবদিক বিবেচনা করে একটি তারিখ ঠিক করবে। ২০২৩ সালের আইপিএলের মিনি নিলাম হয়েছিল কোচিতে, ২০২২ সালের ২৩ ডিসেম্বর। সেই সময় ছুটির মরসুম বলে বিসিসিআই নিলামের জন্য হোটেল বুক করতে গিয়ে সমস্যায় পড়েছিল। একাধিক ফ্র্যাঞ্চাইজি বিদেশি কোচ ভারতে সেই সময় ছিলেন না। ফলে তাঁরা ভার্চুয়ালি নিলামে উপস্থিত হয়েছিলেন। সেই সব দিকগুলি মাথায় রেখেই এ বারের নিলামের দিনক্ষণ বাছতে চলেছে বিসিসিআই।

আইপিএল-২০২৪ এর নিলামের দিনক্ষণ চূড়ান্ত হবে ওডিআই বিশ্বকাপের পর। ভেনু হিসেবে মুম্বই, জয়পুর, আমেদাবাদ কোচির পাশাপাশি উঠে এসেছে কলকাতার নামও। আরও এক পরিবর্তন থাকছে। গত বারের নিলামে বাজেট ছিল ৯৫ কোটি। এ বার তা বেড়ে হচ্ছে ১০০ কোটি।

আগামী বছরের আইপিএলের নিলামের আগে বিসিসিআইয়ের কাছে বর্তমান ফোকাস ওডিআই বিশ্বকাপে। এই নিয়ে বোর্ডের ওই কর্তা বলেন, ‘আমাদের ফোকাস আসন্ন ওডিআই বিশ্বকাপেই। তাই ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পরই আইপিএল সংক্রান্ত সব কিছু নিয়ে ভাবা হবে। যদিও খুব সম্ভবত ডিসেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ নাগাদ নিলাম হবে। তবে এই নিয়ে সমস্ত আলোচনা হবে আইপিএল গর্ভনিং কাউন্সিলের বৈঠকের পর।’