কলকাতা: স্বপ্নের পিছনে দৌড় থাকে প্রতিবারই। শেষ পর্যন্ত তা অধরাই থেকে গিয়েছে। এ বার সেই আক্ষেপ মিটিয়ে নিতে চাইছে দিল্লি ক্যাপিটালস। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। পরদিন, ২৩ মার্চ পঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল যাত্রা শুরু করবে দিল্লি। তার আগে দল গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। মূলত ব্যাটিংয়ের কারণেই গত বছর সাফল্য আসেনি। সেই সঙ্গে ‘কি’ প্লেয়ার হিসেবে কাউকে খাড়া করা যায়নি। গত বারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ বার সৌরভ সাজাচ্ছেন অন্য অঙ্ক। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দুর্ঘটনার কবলে পড়ায় গতবার আইপিএল খেলতে পারেননি দিল্লির ক্যাপ্টেন ঋষভ পন্থ। প্রথম যে প্রশ্নের মুখে দাঁড়িয়ে সৌরভ, তা হল, এ বার কি আইপিএলে পাওয়া যাবে তাঁকে। ওয়ার্মআপ ম্যাচ খেলতে শুরু করে দিয়েছেন। সে দিক থেকে দেখলে ধীরে ধীরে মাঠে নামার মতো জায়গায় আসছেন বাঁ হাতি ক্রিকেটার। তবে যা শোনা যাচ্ছে, শুরুর দিকে তাঁকে নাও পাওয়া যেতে পারে। বা পাওয়া গেলেও তাঁকে কিপারের ভূমিকায় দেখা যাবে না। উইকেটকিপার হিসেবে যেই খেলুন না কেন, ব্যাটার-কিপার হিসেবে পন্থকেই মাঠে চাইছেন সৌরভ। যদি না পারেন, তা হলে শুরুর দিকে ক্যাপ্টেন্সি সামলাবেন ডেভিড ওয়ার্নার। ঘটনা হল, লোয়ার অর্ডারে ফিনিশারের ভূমিকায় কাকে খেলানো হবে, তা ঠিক করে ফেলল দিল্লি। হ্যারি ব্রুককে ফিনিশার হিসেবে প্রোজেক্ট করতে চাইছেন সৌরভ।
গত আইপিএলে ১৩.২৫ কোটি টাকায় তাঁকে কিনেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি। মিনি নিলাম থেকে প্রায় জলের দরে ব্রুকসকে কিনেছেন সৌরভ। ইংল্যান্ডের ২৪ বছরের ক্রিকেটারকেই লোয়ার অর্ডারে ব্যবহার করবেন ফিনিশার হিসেবে। যদি এই ছক কাজে লেগে যায়, তা হলে লাভবান হবে দিল্লি। পাশাপাশি ডেভিড ওয়ার্নারের কাছে এই মরসুমে বড় রান চাইছে টিম ম্যানেজমেন্ট। আইপিএলের আগে যথেষ্ট ফর্মে আছেন। অজি ক্রিকেটারও নিজেকে মেলে ধরতে চান। ২০২৫ সালে রয়েছে মেগা নিলাম। তার আগে বিদেশি ক্রিকেটারদের, বিশেষ করে যাঁদের বয়স হয়েছে, তাঁদের কিন্তু নিজেদের প্রমাণ করতে হবে। না হলে পরের বার আইপিএলে ব্রাত্য হয়ে যাবেন।
সৌরভের দিল্লির জন্য ভালো খবর, চোট সারিয়ে মাঠে ফিরেছেন অনরিখ নর্টজে। দক্ষিণ আফ্রিকান পেসারের তীব্র গতি বিপক্ষ ব্যাটারদের বিব্রত করেছে অতীতে। এ বারও তাঁকে ছন্দে দেখতে চাইছে দিল্লি। নর্টজে এবং বাকি টিম কিন্তু তৈরি আইপিএলের জন্য।