IPL 2024 schedule: কলকাতায় গম্ভীর বনাম কোহলি, আইপিএলে কেকেআরের পূর্ণ সূচি জেনে নিন

IPL 2024 KKR Full Schedule: আরও একটা ম্যাচ নিয়ে অপেক্ষা থাকবে। গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। গত মরসুমে গুজরাটের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। সেই ম্যাচটা এখনও আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা হয়ে রয়েছে। এ বার ১৩ মে আমেদাবাদে ফের গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স।

IPL 2024 schedule: কলকাতায় গম্ভীর বনাম কোহলি, আইপিএলে কেকেআরের পূর্ণ সূচি জেনে নিন
Image Credit source: IPL
Follow Us:
| Updated on: Mar 25, 2024 | 6:28 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পূর্ণ সূচি প্রকাশ্যে। প্রাথমিক ভাবে ২১টি ম্যাচের সূচি প্রকাশিত হয়েছিল। ঘরের মাঠে কেকেআরের মাত্র একটি ম্যাচ ছিল সেই সূচিতে। এ বার পূর্ণ সূচি সামনে এল। এর মধ্যে সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হতে পারে তিনটি! ২৯ মার্চ বেঙ্গালুরুতে কলকাতার অ্যাওয়ে ম্যাচ রয়েছে। গম্ভীর বনাম কোহলি! সেটাই যেন বলা যায়। তবে কলকাতার মাঠে এই লড়াই দেখা যাবে ২১ এপ্রিল। ইডেন গার্ডেন্সে সুপার সানডে-তে কেকেআর বনাম আরসিবি।

আরও একটা ম্যাচ নিয়ে অপেক্ষা থাকবে। গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। গত মরসুমে গুজরাটের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে শেষ ওভারে টানা পাঁচ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়েছিলেন রিঙ্কু সিং। সেই ম্যাচটা এখনও আইপিএলের ইতিহাসের অন্যতম সেরা হয়ে রয়েছে। এ বার ১৩ মে আমেদাবাদে ফের গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্স।

রইল কেকেআরের পূর্ণ সূচি এবং প্লে-অফের বিস্তারিত

  1. ২৩ মার্চ, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা জয়ী ৪ রানে
  2. ২৯ মার্চ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, বেঙ্গালুরু, সন্ধে ৭.৩০
  3. ৩ এপ্রিল, দিল্লি ক্যাপিটালস, বিশাখাপত্তনম, সন্ধে ৭.৩০
  4. ৮ এপ্রিল, চেন্নাই সুপার কিংস, চেন্নাই, সন্ধে ৭.৩০
  5. ১৪ এপ্রিল, লখনউ সুপার জায়ান্টস, কলকাতা, বিকেল ৩.৩০
  6. ১৭ এপ্রিল, রাজস্থান রয়্যালস, কলকাতা, সন্ধে ৭.৩০
  7. ২১ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা, বিকেল ৩.৩০
  8. ২৬ এপ্রিল, পঞ্জাব কিংস, কলকাতা, সন্ধে ৭.৩০
  9. ২৯ এপ্রিল, দিল্লি ক্যাপিটালস, কলকাতা, সন্ধে ৭.৩০
  10. ৩ মে, মুম্বই ইন্ডিয়ান্স, মুম্বই, সন্ধে ৭.৩০
  11. ৫ মে, লখনউ সুপার জায়ান্টস, লখনউ, সন্ধে ৭.৩০
  12. ১১ মে, মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা, সন্ধে ৭.৩০
  13. ১৩ মে, গুজরাট টাইটান্স, আমেদাবাদ, সন্ধে ৭.৩০
  14. ১৯ মে, রাজস্থান রয়্যালস, গুয়াহাটি, সন্ধে ৭.৩০
  15. ২১ মে কোয়ালিফায়ার ১, আমেদাবাদ, সন্ধে ৭.৩০
  16. ২২ মে, এলিমিনেটর, আমেদাবাদ, সন্ধে ৭.৩০
  17. ২৪ মে, কোয়ালিফায়ার ২, চেন্নাই, সন্ধে ৭.৩০
  18. ২৬ মে, ফাইনাল, চেন্নাই, সন্ধে ৭.৩০