IPL 2024 : বিদেশে সরতে পারে ২০২৪ আইপিএল! জানুন কারণ

Lok Sabha elections 2024 : আগামী বছরের ২২ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হতে পারে। পুরো টুর্নামেন্টে ভারতে হওয়া নিয়ে সংশয় রয়েছে।

IPL 2024 : বিদেশে সরতে পারে ২০২৪ আইপিএল! জানুন কারণ
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 30, 2023 | 12:37 PM

কলকাতা : ২০২৪ সালের আইপিএল (IPL 2024) নিয়ে বড় আপডেট সামনে এল। বিসিসিআই আগামী বছরের আইপিএল এগিয়ে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। একইসঙ্গে আইপিএলের ১৭তম সংস্করণ বিদেশের মাটিতে আয়োজনের সম্ভাবনা রয়েছে। আইপিএলের সূচি ও ভেনুতে বদলের সম্ভাবনার কারণ হল আগামী বছরের লোকসভা নির্বাচন। বিসিসিআই সূত্রে খবর, লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) কারণের আগামী বছর আইপিএল এগিয়ে আনার কথা ভাবছে বোর্ড। প্রয়োজন হলে মার্চ মাসে এগিয়ে নিয়ে আসা হতে পারে আইপিএল। আগামী বছরের ২২ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত আইপিএল অনুষ্ঠিত হতে পারে। এদিকে মে মাসে লোকসভা নির্বাচন হওয়ার কথা। যে কারণে আইপিএলের শেষদিকের অংশ বিদেশে সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইপিএলের ১৬তম সংস্করণ শুরু হয়েছিল ৩১ মার্চ থেকে। ফাইনাল ছিল ২৯ মে। আইপিএলের জন্য সাধারণত মার্চ-মে উইন্ডো খালি রাখে আইসিসি। তাই বিসিসিআই অন্য উইন্ডোতে আইপিএল রিশিডিউল করতে পারবে না। ১১ মার্চ ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ শেষ হওয়ার পরে ক্রিকেটাররা আইপিএলের জগতে ঢুকে পড়বেন। টি-২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধেও খেলবে ভারত। মোট তিনটি বড় ইভেন্টের মাঝে স্যান্ডউইচের মতো অবস্থা হয়েছে আইপিএলের। ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২৫ জানুয়ারি থেকে। শেষ হবে ১১ মার্চ। এরপর আইপিএল। লোকসভা নির্বাচন চলবে মে-জুন মাস পর্যন্ত। এরপর ৪ জুন থেকে শুরু হয়ে যাচ্ছে ২০২৪ টি-২০ বিশ্বকাপ।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের বছরেও দেশের মাটিতে আইপিএল আয়োজন ভালোভাবে উতরে দিয়েছিল বিসিসিআই। এই বিষয়ে এক বোর্ড কর্তা বলেছেন, “এমন পরিস্থিতি প্রথম নয়। আমরা ২০১৯ সালে সম্পূর্ণরূপে ভারতে আইপিএল আয়োজন করেছি। সুতরাং, এ বার আইপিএল বিদেশে সরিয়ে নিয়ে যাওয়ার কারণ দেখছি না। কিন্তু একান্তই যদি সরাতে হয় সেক্ষেত্রে যখন সময় আসবে তখন দেখা যাবে। আমরা চেষ্টা করব ভারতে টুর্নামেন্ট আয়োজন করার। টি-২০ বিশ্বকাপের আগে ক্রিকেটারদের বিশ্রাম জন্য সময় থাকবে।”

২০০৯ সালে ভারতের বাইরে প্রথম বার আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের কারণে দ্বিতীয় বারের জন্য বিদেশে সরিয়ে নিয়ে যেতে হয় আইপিএল। সে বার টুর্নামেন্টের প্রথম দিকের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজন করা হয়েছিল। বাকি অংশ ভারতে অনুষ্ঠিত হয়। এরপর কোভিডের কারণে আইপিএল অন্য দেশে আয়োজন করতে বাধ্য হয় বিসিসিআই।