
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুম শুরু হচ্ছে ২২ মার্চ। প্রাথমিক ভাবে দু-সপ্তাহের সূচি ঘোষণা হয়েছে। লখনউ সুপার জায়ান্টসের প্রথম ম্যাচ ২৪ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। নতুন মরসুমের জন্য লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বে বদল হল। ক্যাপ্টেন থাকছেন লোকেশ রাহুলই। তবে তাঁর ডেপুটি হিসেবে ক্রুনাল পান্ডিয়ার জায়গায় দায়িত্ব দেওয়া হল ওয়েস্ট ইন্ডিজের তারকা কিপার ব্যাটার নিকোলাস পুরানকে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগেই খেলেন নিকোলাস পুরান। এই ফরম্যাটে তাঁর পারফরম্যান্স ঈর্ষণীয়। নেতৃত্বের অভিজ্ঞতাও রয়েছে। সে কারণেই তাঁকে সহ অধিনায়ক করল লখনউ সুপার জায়ান্টস। এর নেপথ্যে আরও একটা কারণও কাজ করতে পারে। লোকেশ রাহুলের চোট নিয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল। প্রাথমিক ভাবে এক ম্যাচের জন্য ছিটকে গেলেও ফিট হয়ে ওঠেননি। তিনি ৯০ শতাংশ ফিট, এমনটাই বলা হচ্ছিল।
ধরমশালা টেস্টের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন রাহুল। আইপিএলের শুরুর দিকে লোকেশ রাহুলকে পাওয়া যাবে? এখনই তা জোর দিয়ে বলা যাচ্ছে না। সম্ভবত সে কারণেই নিকোলাস পুরানকে সহ অধিনায়ক করা হল। রাহুলকে একান্তই না পাওয়া গেলে নেতৃত্ব দেবেন নিকোলাস পুরান। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ফ্র্যাঞ্চাইজি লিগেও ক্যাপ্টেন্সি করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দীর্ঘ অভিজ্ঞতা থাকায় এখানকার পরিবেশ-পরিস্থিতি সম্পর্কেও জানা। লখনউ শিবিরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন।